নতুন বছরের শুভেচ্ছা অফার ১০০ টাকা কমলো গ্যাস সিলিন্ডারে। আপনার এলাকায় কমলো কিনা ‌জেনে নিন।

Advertisement
Advertisement

 

Advertisement

বাঙালি ডেস্ক: নতুন বছরের উপহার হিসাবে সাধারণ মানুষের সুবিধার্থে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) পক্ষ থেকে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কামানো হয়েছে বলে জানান কৃত্তপক্ষ। এখানে আর একটা কথা হচ্ছে, এখানে শুধু বানিজ্যিক গ্যাসের দাম কমেছে। তবে ঘরুয়া গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। ডিসেম্বর ২০২১ এ রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১০০ টাকা‌ কিন্তু নতুন বছরের প্রথম দিনেই ১০০ টাকা কমালো‌ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান‌ অয়েল কর্পোরেশন এই রান্নার গ্যাসের দাম কমানোর‌‌ ফলে‌ একটু আস্বাস পেল মধ্যবিত্ত পরিবাররা। ১৯কেজি বানিজ্যিক সিলেন্ডারের দাম কমানো হয়েছে যা এখন ২০০১ টাকা হয়েছে।

Advertisement

Advertisement

দেশের কোথায় কোথায় গ্যাসের দাম কমলো দেখেনিন।

▪️ কলকাতা (LPG Gas Price Today): কলকাতায় বানিজ্যিক গ্যাসের দাম কমিয়ে হয়েছে ২০৭৭টাকা।

▪️মোম্বাই এ বানিজ্যিক গ্যাস সিলিন্ডার ১৯৫১ টাকা‌ একটি সিলিন্ডার।

▪️১৪.২ ভতুকিহীন রান্নার গ্যাসের দাম দিল্লি এবং মুম্বাইয়ে ৮৯৯.৫০‌ পয়সা, কলকাতায় ৯২৬ টাকা এবং চেন্নাই এ ৯১৫.৫০ পয়সা।

Advertisement

আপনি যদি আপনার এলাকার গ্যাসের দাম জানতে চান তাহলে আপনি Google এ গিয়ে সার্চ করবেন Nearly Gas Distributer তাহলে আপনার এলাকার সকল গ্যাস পয়েন্ট দেখতে পাবেন।

পোস্টটি ভালো লাগলো শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ

Advertisement

Post By- Santosh Barman, Canbebangali Team.

Advertisement

Leave a Comment