প্রতিদিন ২জিবি ডেটা ও কল, Jio, Airtel, Vi এর মার্সিক এবং বার্ষিক প্লেনগুলো দেখে নিন
গ্ৰাহকদের সুবিধার্থে Reliance Jio, Airtel এবং Vi এর মতো টেলিকম কোম্পানি গুলোর মধ্যে প্রতিযোগিতা লেগেই আছে। দেশের টেলিকম সংস্থা গুলো প্রতিনিয়ত নতুন নতুন প্লান নিয়ে আসছে। এই জন্য গ্ৰাহকরা নিজের রিচার্জ প্লান বেছে নিতে পারেন । তবে যথাযত বিবেচনা করে একাজ করলে অনেক সুযোগসুবিধা পাওয়া যেতে পারে। তাই আজকের এই প্রতিবেদনে আমি Reliance Jio, Airtel এবং Vi এর উল্লেখযোগ্য কিছু প্লান নিয়ে আলোচনা করব। যেখানে ২জিবি ডেটা এর সাথে কল এর সুবিধাও পাবেন।
২ জিবি দৈনিক ডেটা সহ আগত Airtel-র প্রিপেইড প্ল্যান।
দিনে ২জিবি ডেটার সঙ্গে অন্যান্য সুবিধা পেতে এয়ারটেল এর গ্ৰাহকরা ১৭৯, ৩৫৯, ৫৪৯, ৮৩৮, ৮৩৯, ১৭৯৯, ২৯৯৯, ৩৩৫৯ টাকার প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি সাধারণ ২৮, ২৮, ৫৬, ৫৬, ৮৪, ৩৬৫, ৩৬৫ এবং ৩৬৫ । এখান কার প্রতিটি প্ল্যানে ডেটার সঙ্গে প্রতিদিন ১০০ এসএমেস এবং অ্যানলিমিটেড কল এর সুবিধাও পাবেন। এদের মধ্যে অধিকাংশ প্ল্যান ৩০ দিনের Amazon prime কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা দেবে। এছাড়া ৮৩৮ ও ৩৩৫৯ টাকার প্ল্যানদুটি এক বছরের Disney+ Hotstar ফ্রি ব্যবহার করতে পারবেন।
২জিবি ডেটা সম্পুর্ন আগত Reliance Jio এর প্ল্যানগুলো।
জিও ব্যবহারকারী গ্ৰাহকরা ২৪৯ টাকা থেকে শুরু করে ২৯৯, ৪৯৯, ৫৩৩, ৭১৯, ৭৯৯, ১০৬৬, ২৮৭৯ অথবা ৩১১৯ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানগুলির বৈধতা যথাক্সমে ২৩, ২৮, ২৮, ৫৬, ৮৪, ৫৬, ৮৪, ৩৬৫ এবং ৩৬৫ দিনের। এই প্ল্যান গুলির সাথে গ্ৰাহকরা অফুরন্ত ভয়েস কল এর সঙ্গে প্রতিদিন ১০০ SMS করতে পারবেন। তবে, ২৩, ২৮, ২৮, ৫৬, ৮৪, ৫৬, ৮৪, ৩৬৫ এবং ৩৬৫ এই রিচার্জ গুলো করলে একবছরের জন্য Disney+ Hotster বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
২ জিবি দৈনিক ডেটা সহ আগত Vi প্রিপেইড প্ল্যান।
Vi এর এই প্ল্যানগুলি ১৭৯, ৩৫৯, ৫৩৯ এবং ৮৩৯ টাকায় ২জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ফ্রি কল এর সুবিধাও পাবেন। এই প্ল্যানগুলো যথাক্রমে ২৮, ২৮, ৫৬ এবং ৮৪ দিনের ভ্যালিডিটি প্রদান করে থাকবে। এই সময় Vi এর কোনো প্ল্যান ২জিবি ডেটার সঙ্গে একবছরের সুবিধা দিচ্ছে না। তবে ২৮৯৯ এবং ৩০৯৯ টাকার রিচার্জ দুটি ১.৫জিবি ডেটার সঙ্গে একবছরের সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে যে কোনো প্ল্যান অ্যানলিমিটেড ভয়েস কল এর সঙ্গে প্রতিদিন ১০০ SMS এর সুবিধা দিয়ে থাকে। Vi এর ৩০৯৯টাকার রিচার্জে একবছরের জন্য Disney+ Hotster ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
Post By- Santosh Barman Canbebangali Team.