ডেস্ক: এখন রেশন দোকানে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার এবং আরো অন্যান্য সমস্যা, ২০১৯ সালে খাদ্য এবং বন্ঠনমন্তারালয়ের কাছে রেশন ডিলারেরা আবেদন করেছিলেন, যাতে রেশন দোকানকে কমন সার্ভিস সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা উপলক্ষে রেশন দোকানকে একাধিক পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। এই কারনেই রেশন দোকানে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার এবং আরো অনেক সুবিধা। এমনটা কেন্দ্রীয় খাদ্য এবং বন্ঠন মন্ত্রলায়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন রেশন দোকানে ইলেকট্রিক বিল, গ্যাস সিলিন্ডার, মোবাইল বিল ইত্যাদি পরিষেবা চালু হচ্ছে। এটা অবাস্তব হলেও সত্যি।
রেশন দোকানে কি কি পরিষেবার সুবিধা পাওয়া যাবে ?
পরিষেবা: কেন্দ্রীয় খাদ্য এবং বন্ঠনমন্তারালয়ের পরিকল্পনায় রেশন দোকান এখন কমন সার্ভিস সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে মোবাইল বিল, ইলেকট্রিক বিল, পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার, টাকা লেনদেন আরও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
এছাড়া বিভিন্ন ধরনের অনলাইন কাজ করতে পারবেন সাধারণ মানুষ, কারন এখন অনলাইনে কিছু ভুল সংশোধন করার জন্য সাধারণ মানুষকে অনেক অসুবিধার মুখে পড়তে হয়, সেই জন্য রেশন দোকানে এই ধরনের সুবিধা দেওয়া হয়েছে।
▪️ আধার কার্ড: রেশন দোকানে আপনি আপনার আধার কার্ড এর সমস্ত রকমের ভুল বা অন্যান্য কাজ করতে পারবেন।
▪️ভোটার কার্ড: রেশন দোকানে আপনি ভোটার কার্ড সংশোধন এবং নতুন কার্ড এর আবেদন করতে পারবেন।
▪️CSC পরিষেবা পাবেন।
▪️টাকা লেনদেন করতে পারবেন।
Post By- Santosh Barman, Canbebangali Team.