Aadhaar Card Lost: আপনার আধার কার্ড হারিয়ে গেছে, চিন্তার কোনো কারন নেই আজকের এই অ্যার্টিকেলটি সম্পুর্ন Aadhaar Card Lost(আধার কার্ড হারিয়ে গেছে) বিষয়ে আলোচনা করবো। আপনি যদি নিজের হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত পেতে চান, তাহলে এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ুন।
Aadhaar Card Lost(আধার কার্ড হারিয়ে গেছে)
আজকের দিনে আধার কার্ড (Aadhaar Card) হলো সর্বপ্রথম পরিচয়পত্র। আপানার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি প্রায় সকল স্থানে বিপদে পড়তে পারেন। এখন সব কাজে আধার কার্ড আগে যেমন ইস্কুল, কলেজ, সরকারি, বেসরকারি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা এই ১২ সংখ্যার নাম্বারে আপনার সমস্ত পরিচয় (Bio-Data) রাখা হয়। আপনি ভারতবর্ষের যেকোনো স্থানে এই আধার কার্ড দিয়ে নিজের পরিচয় (Bio-Data) ঠিকানা (Address) প্রকাশ করতে পারেন। কিন্তু কোনো বেতিক্রমে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় এবং আধার নাম্বার মনে না থাকে তাহলে এই কঠিন বিপদের মুখে পড়তে হয়। তাই আজকের আলোচনাতে আধার কার্ড হারিয়ে গেলে এবং আধার নাম্বার মনে না থাকলে কিভাবে নতুন আধার কার্ড বের করবেন।
আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন (How to get new Aadhaar card if lost)
আজকের দিনে এমনিতেই ফিজিক্যাল ও ই-আধার দুটোই সমান অধিকার। আপনি যদি ই-আধার (E Aadhaar) কিভাবে ডাউনলোড করতে হয় না জানেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন Click Here. এখন কথা হচ্ছে কিভাবে নতুন আধার কার্ড পাওয়া যাবে। নতুন আধার কার্ড পাওয়া জন্য যা করতে হবে…
- সর্বপ্রথম আপনাকে আধার এর অফিসিয়াল ওয়েবসাইট (Aadhaar Official Website) এ যেতে হবে।
- ওয়েবসাইট এ আসার পর Download Aadhaarএ ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলবে এখানেও ডাউনলোড আধার এ ক্লিক করতে হবে। এখন আপনার সামনে তিনটা বিকল্প থাকবে আধার কার্ড ডাউনলোড় করার জন্য A.১২ সংখ্যার আধার নাম্বার (12 Digit Aadhaar Number) B.২৮ সংখ্যার ইনরোলমেন্ট আইডি ( 28 Digit Enrolment ID) C.১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি (16 Digit Virtual ID)
- এরমধ্যে একটা বিকল্প বেছে নিন।
- এরপর আপনার মোবাইল নাম্বার এ একটা ওটিপি (OTP) আসবে।
- OTP ভেরিফাই হলেই আধার কার্ড ডাউনলোড় করার হয়ে যাবে, এর পর নিকটবর্তী কোনো অনলাইন দোকান থেকে প্রিন্ট আউট বের করিয়ে নিন।
হারিয়ে যাওয়া আধার এনরোলমেন্ট নম্বর খুঁজুন (Retrieve Lost or Forgotten EID/UID)
- প্রথমে আধার এর ওয়েবসাইট এ ভিজিট করুন -https://resident.uidai.gov.in/lost-uideid
- এরপর নিজের নাম, মোবাইল নাম্বার ও ক্যাপচা কোড় বসিয়ে দিন।
- এবার Send OTP তে ক্লিক করুন, তারপর OTP ভেরিফাই হবে।
- এখন আপনার মোবাইল নাম্বার এ আধার নাম্বার বা ইনরোলমেন্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে।
এই সকল সহজ পদ্ধতিতে আপনি নিজেই আপনার আধার নাম্বার খুঁজে নিতে পারবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ।