Aadhaar Franchise: আধার ফ্র্যানচাইজ নেওয়ার উপায় | canbebangali

Advertisement
Advertisement

Aadhaar Franchise: বর্তমানে দেশের যে পরিস্থিতি এই সময়‌ অনেক মানুষ ‌কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে অথবা কাজ করছে ‌কিন্ত‌ মাইনে কম পাচ্ছে, সেই জন্য আপনার একটা বিকল্প প্ল্যান হিসাবে এই কাজটা শুরু করতে পারবেন। আপনি যদি গ্ৰামাঞ্চলে বাস করেন তাহলে এই ব্যবসাটা আপনার অনেক ইসকাম করে দিতে‌ পারে।

আপনার যদি অনলাইন কাজের সম্পর্কে বিস্তারিত জানা থাকে বা আধার কার্ড এর কাজ করতে পারেন তাহলে আপনি আধার ফ্রানঞ্চাইজির জন্য আবেদন করতে পারেন। সাম্প্রতি সময়ে এই আধার ফ্রানঞ্চাইজির ব্যবসাটা খুবই ভালো কাজ করছে। এই ব্যবসায় বিনিয়োগ সামান্য কিন্ত লাভের অংশ অনেকটা‌। এখান থেকে মানুষ ভালো পরিমানের টাকা ইনকাম করছে।

Advertisement

Aadhaar Franchise

Aadhaar Franchise
Aadhaar Franchise

আরো পড়ুন; ২০২২ এর‌ পাঁচটি সবচেয়ে কমদামের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দেখেনিন

শুধু আধার ফ্রানঞ্চাইজি নয়‌ এর সাথে আপনি পোস্ট অফিস ফ্রানঞ্চাইজি নিতে পারেন। বর্তমানে সাধারণ মানুষের কাছে পোস্ট অফিস একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের দিনে যখন‌ ব্যাঙ্গে সুদের হার কমছে সেখানে ‌পোস্ট অফিসে টাকা রাখাটা গ্ৰহনযোগ্য বলে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে যদি গ্ৰামীন এলাকায় বাস করেন তাহলে এই পোস্ট অফিস ফ্রানঞ্চাইজি আপনাকে ভালো পরিমানের টাকা ইনকাম করিয়ে দিতে পারে।

Advertisement
Aadhaar Official WebsiteVisit Now
Canbebangali Official WebsiteVisit Now

Aadhaar Franchise ওপেন 2022 ?

আধার কার্ড ফ্রাঞ্চাইজি(Aadhaar Franchise): আধার কার্ড ফ্রাঞ্চাইজি‌ নেওয়ার জন্য তেমন কোনো খরচ করতে হয় না, এবং কোনো ধরনের জটিল কাজ করতে হবে না। আধার ফ্রানঞ্চাইজি নেওয়ার জন্য আপনাকে UIDAI এর অধীনে একটা পরিক্ষা দিতে হবে এবং পরিক্ষায় পাস করলে আপনি আধার ফ্রানঞ্চাইজির লাইসেন্স পেয়ে যাবেন।

Advertisement

এর পর আধার সার্ভিস সেন্টার রেজিস্ট্রেশন‌ করার জন্য বিয়োমেট্রিক ভেরিফিকেশন ও‌ এনরোলমেন্ট নাম্বারের ভেরিফিকেশন করতে হবে। NSEIT ওয়েবসাইটে সমন্ত নিয়ম নেমে কাজ করতে হবে, পুরো প্রসেসটা নীচে দেখুন..

  • প্রথমে NSEIT ওয়েবসাইটে যান।
  • এখানে Create New User এ ক্লিক করুন।
  • একটি XML ফাইল খুলবে।
  • Code Number শেয়ার করার জন্য নির্দেশ দেবে।
  • আপনি আধার ওয়েবসাইট থেকে নিজের অনলাইন e-aadhar Download করে নিন।
  • e-aadhar ডাউনলোড করলে XMLও কোর্ড দুটোই ডাউনলোড হয়ে যাবে।
  • এখন একটা ফর্মে আপনার বায়োডাটা লিখতে হবে।
  • এই ফর্ম সাবমিট করার পর ‌আপনার মোবাইল নাম্বার এ এবং ইমেল আইডিতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে।
  • সেখান থেকে আধার টেস্টিং সার্টিফিকেশন পোর্টালে লগইন করতে পারবেন।
  • একটা ফর্ম ফিল-আপ করে নিজের ছবি এবং সই আপলোড করতে হবে।
  • আপনি একটি প্রিভিউ অপশন দেখতে পাবেন। সেখানে নিজের সমস্ত নথি পুনরায় ঠিক না ভুল তা দেখতে পাবেন
  • সমস্ত পদ্ধতি সঠিকভাবে হলে আপনি ফ্রাঞ্চাইজির জন্য অ্যালাওড।

আরো পড়ুন; বাড়িতে বসে টাকা আয় করুন এই ব্যবসা গুলো করে, বিস্তারিত জানতে

বর্তমানে দেশের উল্লেখযোগ্য আইডেটিটি হলো আধার কার্ড আপনি যেখানেই যান না কেন আধার মাস্ট, তাই প্রায় প্রতিদিনই আধার সার্ভিস সেন্টার এ ভীর লেগেই থাকে। তাই আপনি যদি আধার ফ্রানঞ্চাইজি নেন তাহলে আধার সার্ভিস দিয়ে ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন এবং মানুষের সাহায্যও করতে পারবেন।

Aadhaar Franchise থেকে টাকা ইনকাম

Advertisement

আপনি যদি Aadhaar Center নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি প্রতিমাসে Aadhaar Update, Photo copy, Online Work ইত্যাদি করে মাসের শেষে ৮-১০ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনার যদি দোকানের পজিশন ভালো হয়, তাহলে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন।

আরো পড়ুন;

Advertisement
Advertisement

Leave a Comment