Advertisement
Advertisement
▪️ আজকের আমরা Aadhar Card Download, Aadhar Card Password, EAadhar, Aadhar Card PDF file Download ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বর্তমান সময়ে একজন ভারতীয় নাগরিকের জন্য। আধার কার্ড (Aadhar Card) কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয় কারো অজানা নেই। ভারতবর্ষের সকল মানুষ তার ধর্ম, জাতি, বর্গ না মেনে এই কার্ড করতে পারবেন। এই আধার কার্ড আপনাকে ভারতীয় হওয়ার প্রমান দিতে পারে। অতেব, সবাইকে এই কার্ড করতে হবে। এই কার্ড করার জন্য নির্দিষ্ট কোনো সময় বা বয়স এর প্রয়োজন হয় না। এখানে ছোটো বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি সবাই করতে পারবে। এখানে ১২ সংখ্যার নাম্বারের সাথে নিজের ফটো এবং নাম, ঠিকানা যুক্ত একটি কার্ড দেওয়া হয়। এটাকেই আধার কার্ড (Aadhaar Card) বলা হয়।
Advertisement
আধার কার্ড(Aadhaar Card)কি / What is Aadhaar Card ?
আধার কার্ড হলো একটি ভারতীয় নাগরিকের নিজস্ব প্রমান পত্র। যা আপনাকে একজন ভারতীয় হওয়ার প্রমান দেয়। এই কার্ড ভারতীয় সংস্থা UIDAI এর পক্ষ থেকে প্রতিটি ভারতীয় নাগরিককে দেওয়া হয়। এখানে ১২ সংখ্যার একটা নাম্বার, তার সাথে নিজের ছবি, জন্মতারিখ, পিতা/মাতার নাম, এবং ঠিকানা যুক্ত একটি কার্ড দেওয়া হয়। এই ১২ সংখ্যার নাম্বার আপনাকে ভারতীয় নাগরিকের পরিচয় করিয়ে দেয়। এটাকেই বলে, আধার কার্ড।
আধার কার্ড করার জন্য কি লাগে / New Aadhar Card Create Document ?
নতুন আধার কার্ড তৈরি করার জন্য তেমন কোনো ডকোমেন্স লাগে না, শুধু আপনার একটা সঠিক নাম, জন্মতারিখ, পিতা/মাতার নাম এবং ঠিকানা যুক্ত একটি ডকোমেন্স যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, পেন কার্ড, জন্ম সার্টিফিকেট, ইস্কুল সার্টিফিকেট থাকলেই হবে। এর সঙ্গে আপনার বায়োমেট্রিক বা হাতের এবং চোখের স্কেন করতে হবে। এই সামান্য কয়টা ডকোমেন্স দিয়ে আধার কার্ড তৈরি করতে পারবেন।
আধার কার্ড কারা করতে পারবে / Who can make Aadhaar card ?
আধার কার্ড কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা বর্গ এর মানুষের জন্য নয়, এই কার্ড সবাই তৈরি করতে পারবেন। এটা ভারতের প্রতিটি নাগরিক করতে পারবেন। এখানে একটা ছোটো বাচ্চাও আধার কার্ড তৈরি করতে পারবেন।
আধার কার্ড কিভাবে তৈরি করবেন / How to make Aadhaar card ?
আধার কার্ড আপনি নিজে তৈরি করতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট কোনো আধার সেন্টার (Aadhar Center) এ যেতে হবে। যেখানে আপনি নিজের অরিজিনাল ডকোমেন্স(Original Decuments) নিয়ে যাবেন এবং নিজের বায়োমেট্রিক দিয়ে তৈরি করতে পারবেন, নিজের আধার কার্ড।
আধার কার্ড করতে কত টাকা লাগবে / How much does it cost to make Aadhaar card ?
নতুন আধার কার্ড করার জন্য কোনো ধরনের চার্জ লাগবে না, কিন্তু, আপনি যে আধার সেন্টার এ যাবেন তারা কিন্তু আপনার থেকে কিছু টাকা চার্জ করবে। কারন, ইলেকট্রিক খরচ, ইন্টারনেট খরচ, এবং আরো কিছু মিলিয়ে কিছু টাকা নিবে। এছাড়া আপনি যদি কোনো ধরনের আপডেট (Aadhar Card Updates) করতে যান তাহলে আপনার টাকা দিতে হবে।
আধার কার্ড আপডেট চার্জ / Aadhar Card Updates Charges ?
▪️ নতুন আধার কার্ড অডার (New Aadhar Card Order) করার জন্য ৫০টা. দিতে হবে।
▪️ পিভিসি আধার কার্ড আবার(PVC Aadhaar Card Order) করার জন্য ৫০টা. দিতে হবে।
▪️ মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য (Mobile Link Aadhar Card Charge) ৫০ টাকা দিতে হবে।
▪️ নাম, ঠিকানা, জন্মতারিখ পরিবর্তন(Demographic Update Charge) করার জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে।
▪️ আধার কার্ড এ বায়োমেট্রিক আপডেট চার্জ (Aadhar Biometric Update Charge) ১০০ টাকা দিতে হবে।
আধার সেন্টার কিভাবে খুঁজবেন / How To Find Locate An Enrollment Center ?
আধার সেন্টার বা Enrollment Center খোঁজার জন্য আপনাকে প্রথমে আধার এর ওয়েবসাইট এ ভিজিট করতে হবে।
▪️ আধার ওয়েবসাইট ওপেন করুন বা uibai.gov.in এ ক্লিক করুন।
▪️এখন আধার এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে।
▪️ এখানে লেফ্ট সাইটে 3 Line ক্লিক করুন।
▪️ এখন My Aadhaar এ ক্লিক করুন।
▪️My Aadhaar ক্লিক করতেই Locate An Enrollment Center অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
▪️Locate An Enrollment Center ক্লিক করলে, আপনি তিনটি উপায়ে আধার সেন্টার খুঁজতে পারবেন।
1.State 2.Postel Code (Pin Code) 3.Search Box
▪️এখন আপনার যেটা পছন্দ সেটা দিয়ে পাশের আধার সেন্টার খুঁজতে পারবেন।
আধার কার্ড ডাউনলোড় করার জন্য কি লাগবে /What does it take to download Aadhaar card ?
আধার কার্ড ডাউনলোড় করার জন্য বিশেষ কিছুই লাগবে না। নিচের এই ডকোমেন্স গুলির প্রয়োজন হবে।
▪️আপনার আধার কার্ড থাকতে হবে অথবা, Enrollment I’d / VID থাকতে হবে।
▪️ আপনার আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
▪️আপনি যখন আধার কার্ড ডাউনলোড় (Aadhar Card Download) করতে যাবেন তখন, ওই মোবাইল নাম্বার এ একটা ওটিপি আসবে।
▪️এই ওটিপি ভেরিফাই করলেই আপনার আধার কার্ড ডাউনলোড় করতে পারবেন।
আধার কার্ড ডাউনলোড় করার নিয়ম / EAadhar Card Download Prosess ?
▪️প্রথমে আধার ওয়েবসাইট ওপেন করুন বা এই লিঙ্কে ক্লিক করুন।
▪️ এখন আধার এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসে।
▪️ এখানে Get Aadhaar থেকে Download Aadhaar এ ক্লিক করুন।
▪️এখন আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইট এ আসবেন।
▪️ এখানে Login অপশন এ ক্লিক করুন।
▪️এরপর, আধার নাম্বার এবং কেপ্চার কোড বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করুন।
▪️ এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার এ একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করলেই আপনি নিজের আধার কার্ড এর সবকিছু পরিবর্তন করতে পারবেন।
▪️ এখন আপনি Download Aadhaar এ ক্লিক করে EAadhar Download করে নিন।
▪️EAadhar PDF file এ Download হবে। এবং এটা খোলার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।
ই-আধার পাসওয়ার্ড / EAadhar Password ?
আপনি যখন EAadhar ডাউনলোড করবেন, তখন সেটা PDF file এ ডাউনলোড় হবে। আর এই PDF file খোলার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করার উদ্দেশ্য হল, যাতে কেউ এর আলাদা ভাবে ব্যবহার না করতে পারে।
ই-আধার পাসওয়ার্ড কোথায় পাবো / How to Find EAadhar Password ?
EAadhar Password আপনাকে কোথাও খুঁজতে হবে না বা কোথাও পাবেও না। এটা আপনার আধার কার্ড এর মধ্যেই থাকে। এখন আপনি ভাবছেন আপনার আধার কার্ড এর মধ্যে কোনো পাসওয়ার্ড তো নেই। এটা বোঝার জন্য নিচের উপায় গুলো দেখুন।
উদাহরণ:
ধরুন আপনার নাম- Santosh Barman এবং আপনার জন্মতারিখ হল- 20/01/2022 এর মধ্যেই আপনার EAadhar Password লুকিয়ে আছে।
এখন আপনার EAadhar Password হবে SANT2022 এখানে সব অক্ষর বড়ো হাতের ব্যবহার করতে হবে। ঠিক একই ভাবে আপনার নামের প্রথম 4টা সংখ্যা আর জন্মের সাল এক সঙ্গে মিলিয়ে লিখতে হবে, কোনো ধরনের গ্যাপ ছাড়াই।
ই-আধার পিডিএফ কিভাবে খুলবে / How To Open Aadhaar PDF ?
Aadhar PDF File Open করার জন্য আপনাকে উপরের আলোচনা করা সব স্টেপ ফলো করতে হবে। এবং নিজের নাম ও জন্মের সাল বসিয়ে দিলেই ই-আধার খুলে যাবে।
FAQ.
1. What is EAadhar/EAadhar কি?
Answer: EAadhar হল একটি ডিজিটল আধার কার্ড(Digital Aadhaar Card) এর সাহায্যে সব কিছুই করা সম্ভব, এই EAadhar কার্ড শুধু আপনি মোবাইল বা কম্পিউটার এর মধ্যে রাখতে পারবেন।
2. How to Link Mobile Number on Aadhaar Card / আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন ?
Answer: আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে আপনার আসে পাশের কোনো আধার সেন্টার এ যেতে হবে বা আপনি নিজেও এটা করতে পারবেন Aadhaar Enrolment এর সাহায্যে।
Advertisement
Advertisement
Advertisement