Blogger Follow Button Add |
কিভাবে ব্লোগার ওয়েবসাইটে ফলো বোটন যুক্ত করা যায় | How To Add Follow Button On Blogger Website.
আপনি যদি একজন নতুন ব্লোগার হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয় জানেন না যে কিভাবে ব্লোগার ওয়েবসাইটে ফলো বোটন যুক্ত করা যায় (How To Add Follow Button On Blogger Website)। আজকের অ্যাটিকেলটি নতুন ব্লোগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারন আপনি ব্লোগিং করছেন, আর আপনার ব্লোগে সামান্য কিছু অরগানিক(Organic Traffic) আসছে। এই সময় আপনি যদি ফলো বোটন (Follow Button) না সেট করেন, তাহলে আপনার ওয়েবসাইট সাবস্ক্রাইবার(Subscribers) বাড়বে না। যা একটা নতুন ওয়েবসাইট এর জন্য খুব সমস্যার কারণ হতে পারে। আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়।
নোট:- এই পোস্টটি কোনো Sponsored পোস্ট নয়।
1. ব্লোগার ওয়েবসাইটে কিভাবে ফলো বোটন যুক্ত করা যায় ?
আপনি যদি নতুন ব্লোগিং শুরু করছেন, তাহলে আপনাকে ব্লোগিং সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আজকে জানতে পারবেন, যে কিভাবে ব্লোগার ওয়েবসাইটে ফলো বোটন যুক্ত করা যায় (How To add Follow Button On Blogger)।
প্রথমে আপনাকে মোবাইল বা কম্পিউটার এর মধ্যে গোগল ওপেন করতে হবে। এরপর আপনাকে “Onesignal” সার্চ করতে হবে। এখানে সঠিক ওয়েবসাইট এ ক্লিক করবেন। বা আপনি সরাসরি Onesimple ওয়েবসাইট এ আসার জন্য এখানে ক্লিক করুন Click Here.
এরপর আপনাকে নিচের স্টেপগুলো অনুসরন করতে হবে।
১. প্রথমে ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন।
২. এখানে আপনাকে Get Started Now এ ক্লিক করতে হবে।
৩. এরপর আপনাকে নিজের ওয়েবসাইট এর নাম বসিয়ে, নিচের অপশনগুলোর মধ্যে Web বেছে নিতে হবে।
৪. এরপর, আপনাকে WordPress Plugin Or Website Builder এ ক্লিক করতে হবে। এখন আপনার সামনে অনেক গুলো ব্লোগিং সাইট চলে আসবে এখান থেকে নিজের প্লাটফর্ম বাছাই করে নিন। যেমন- আমার ব্লোগার(Blogger) তারপর, Site Setup এ ওয়েবসাইট এর নাম এবং ইউআরএল (URL) বসাতে হবে। এরপর, আপনি চাইলে ওয়েবসাইট এর লোগো (Logo) আপলোড করতে পারবেন। এরপর, আর কিচ্ছু করতে হবে না, একদম নিচের দিকে Save অপশনে ক্লিক করুন।
৫. এরপর একটা HTML Code আসবে এই কোড় কপি করুন।
৬. এখন ব্লোগার থিমের মধ্যে গিয়ে <head> এবং </head> এর গিয়ে পেস্ট করুন। এরপর সেভ করুন। তাহলেই হয়ে যাবে।
▪️ ব্লোগারে ফলো বোটন কেন জরুরি ?(Why Blogger Follow Button Add)
ব্লোগারে ফলো বোটন জরুরি(Blogger Follow Button) কারণ আপনি অনেক কষ্ট করে একটা ব্লোগ পোস্ট লেখেন, এবং সেটাতে অনেক ভিজিটার আসে। ধরুন আপনার ব্লোগে ১০০জন ডিজিটাল আসে তারমধ্যে হয়তো সবাই আপনার ওয়েবসাইট ভালো না লাগতে পারে, কিন্তু, এখানে এমন কিছু ডিজিটার আসে যারা আপনার ওয়েবসাইট এবং পোস্টগুলোকে পছন্দ করে, তখন সে আরো এই ধরনের পোস্ট পাওয়ার জন্য আপনাকে ওয়েবসাইট কে সাবস্ক্রাইব বা ফলো করবে। যার কারণে আপনাকে ফলো ফোটন লাগাতে হবে। আর
আপনি যদি ফলো ফোটন(Follow Button) যুক্ত না করেন, তাহলে আপনার ওয়েবসাইট কে কেউ সাবস্ক্রাইব করবেনা, আর আপনার ওয়েবসাইটে যদি ফলোয়ার না থাকে তাহলে আপনি বেশি দিন ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন না।
▪️ FAQs.
1. ব্লোগারে ফলো বোটন কিভাবে যুক্ত করা যায় ? (How to Add Follow Button On Blogger Website)
Ans: ১. প্রথমে ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন।
২. এখানে আপনাকে Get Started Now এ ক্লিক করতে হবে।
৩. এরপর আপনাকে নিজের ওয়েবসাইট এর নাম বসিয়ে, নিচের অপশনগুলোর মধ্যে Web বেছে নিতে হবে।
৪. এরপর, আপনাকে WordPress Plugin Or Website Builder এ ক্লিক করতে হবে। এখন আপনার সামনে অনেক গুলো ব্লোগিং সাইট চলে আসবে এখান থেকে নিজের প্লাটফর্ম বাছাই করে নিন। যেমন- আমার ব্লোগার(Blogger) তারপর, Site Setup এ ওয়েবসাইট এর নাম এবং ইউআরএল (URL) বসাতে হবে। এরপর, আপনি চাইলে ওয়েবসাইট এর লোগো (Logo) আপলোড করতে পারবেন। এরপর, আর কিচ্ছু করতে হবে না, একদম নিচের দিকে Save অপশনে ক্লিক করুন।
৫. এরপর একটা HTML Code আসবে এই কোড় কপি করুন।
৬. এখন ব্লোগার থিমের মধ্যে গিয়ে <head> এবং </head> এর গিয়ে পেস্ট করুন। এরপর সেভ করুন। তাহলেই হয়ে যাবে।
2. ব্লোগার ফলো বোটন এইচটিএমএল কোড় ?(HTML Code)
Ans: ব্লোগার এর ফলো বোটন সেট করার জন্য আপনাকে, কোনো প্লাগিন(Plugin) বা ওয়াডপ্রেস এর সাহায্য নিতে হবে। আপনি ব্লোগার বা ওয়াডপ্রেস এর জন্য “Onesignal” ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে সামান্য কিছু স্টেপ অনুসরণ করে আপনি ফলো বোটন এর কোড় তৈরি করতে পারবেন।