Agneepath Bharti Yojana 2022 | Indian Army New Rules | Agneepath Yojana 2022
Agneepath Bharti Yojana 2022 ভারতের সুরক্ষা বিভাগ ভারতের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছেলে-মেয়েদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ করার ব্যবস্থা করেছে। এই Agneepath Yojana 2022 এর অন্তর্গত ভারতীয় স্থল সেনা, বায়ু সেনা এবং নৌসেনাতে ভর্তি নেওয়া হবে। ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই Agneepath Yojana 2022 প্রকল্পের ঘোষণা করেছেন। আজকের আলোচনাতে Agneepath Yojana 2022 সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং এই প্রকল্পের ফলে কি সুবিধা এবং অসুবিধা হবে, এছাড়া এই Agneepath Yojana 2022 প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এই সব বিষয়ে আলোচনা করবো, সঙ্গে থাকুন।
Agneepath Bharti Yojana 2022
ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই Agneepath Yojana 2022 প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল ভারতের সকল 10th এবং 12th Pass ছেলে-মেয়েদের ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ করে দেওয়া। এই Agneepath Yojana 2022 এ বলা হয়েছে যে ভারতের সকল অগ্নিবীরদের চাকরি সময়সীমা 4 বছর করা হয়েছে, এই 4 বছর প্রতি মাসে 30 হাজার টাকা দেওয়া হবে এবং 44 লাক্ষ টাকার বীমা, এছাড়াও আরো অনেক সুবিধা প্রদান করা হবে।
ভারতের সকল 10th এবং 12th Pass ছেলে-মেয়েরা এই Agneepath Bharti Yojana Online Apply করতে পারবেন। Agneepath Scheme 2022 ভারতের সকল শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের টাকা উপার্জন করার সুবিধা করে দিয়েছে। আপনিও যদি 17 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই Agneepath Bharti Yojana Online Apply করবেন।
এই Agneepath Bharti Yojana সম্পর্কে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Agneepath Bharti Yojana 2022 Information
এই Agneepath Bharti Yojana 2022 ভারতীয় সুরক্ষা বিভাগ দ্বারা পরিচালনা করা হয়েছে, এই প্রকল্পের ঘোষণা করেছেন ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এই Agneepath Bharti Yojana 2022 প্রকল্পের উদ্দেশ্য হল ভারতের সকল শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের টাকা উপার্জন করার সুযোগ করে দেওয়া, এই প্রকল্পের মাধ্যমে BSF, Army And Navy তে Online Apply করতে পারবেন। এখানে আপনার চাকরির সময়সীমা হল মাত্র 4 বছর এখানে আপনি প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পাবেন এবং 44 লাক্ষ টাকার বীমা এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন। এই Agneepath Bharti Yojana 2022 প্রকল্পের Official Website – https://www.mod.gov.in/
Agneepath Bharti Yojana Eligibility
এই Agneepath Bharti Yojana প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার জন্য সামান্য কিছু নিয়ম আপনাকে মানতে হবে, যেমন – আপনার মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে, আপনার বয়স 17-21 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে একজন ভারতের নাগরিক হতে হবে।
Agneepath Yojana Required Documents
Agneepath Yojana Online Apply করতে কি কি লাগবে। এই প্রকল্পে আবেদন করার জন্য বিশেষ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে না, নিচে সমস্ত তথ্য দেওয়া হল –
1/ আধার কার্ড (Aadhaar Card)
2/ পেনকার্ড (Pan Card)
3/ হাফ ছবি (Passport Size Photo)
4/ মোবাইল নাম্বার (Mobile Number)
5/ ব্যাঙ্কের বই (Bank Account)
6/ ইস্কুল সার্টিফিকেট (School Certificate)
7/ ঠিকানা পত্র (Address Proof)
Agneepath Bharti Yojana 2022 Online Apply Date
Agneepath Bharti Yojana Online Registration 2022 করার সঠিক তারিখ এখনো সঠিক ভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু খুবই তারাতারি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই Agneepath Bharti Yojana 2022 প্রকল্পের ঘোষণা করা হয় 15-06-2022 কিন্তু এখানে আবেদন করার কোনো সঠিক তারিখ এখনো প্রকাশিত হয়নি।
How to Apply Agneepath Bharti Yojana Online
Agneepath Yojana প্রকল্পে Online Apply করার জন্য আপনাদেরকে Agneepath Bharti Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট mod.gov.in এ আসতে হবে। এখানে আসার পর কি করতে হবে, তা সঠিক ভাবে দেখে নিন।
1/ প্রথমে আপনাকে Agneepath Bharti Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট mod.gov.in এ আসতে হবে।
2/ এখানে আপনাকে নিজের সমস্ত তথ্য সঠিক ভাবে বসাতে হবে।
3/ এরপর সাবমিট করতে হবে এবং অবশেষে Agneepath Yojana Online Apply Form Print Out বের করে নিজের কাছে রাখতে হবে। আর কিছু করতে হবে না।