অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি প্রক্সিয়া যেখানে আপনি অন্যের জিনিস বা পরিষেবা বিক্রি করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাহায্যে যেকোনো জিনিস বা পরিষেবা একটা লিঙ্ক তৈরি করতে পারবেন এবং ভিজিটার বা ভিওয়াস যদি এই লিঙ্ক থেকে ওই জিনিস বা পরিষেবা কেনে তাহলে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন। এই কমিশন আপনি জিনিস বা পরিষেবা এর মালিকের কাছ থেকে পেয়ে যাবেন। আজকের আলোচনাতে Amazon Affiliate Marketing এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, আপনিও যদি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে এই অ্যাটিকেলটি সম্পুর্ণ পড়তে হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি (What is Affiliate Marketing)
সর্বপ্রথম আপনাকে জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে কি। অ্যাফিলিয়েট – মানে হচ্ছে সম্বন্ধ তৈরি করা। আরমার্কেটিং – মানে হল বাজারযাত করা বা কেনাবেচা করা।অর্থাত, এই দুটোকে এক সঙ্গে বলা যায় – সম্বন্ধ তৈরি করে কেনাবেচা করা। এটাকে ইংরেজি ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য নিচের উদাহরণটি অনুসরণ করুন।আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে হচ্ছে সম্পন্ধ তৈরি করে কেনাবেচা করা। কিন্তু, এখানে আপনি কিভাবে কেনাবেচা করবেন। এর জন্য আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা নিয়ে শেষে আলোচনা করা হবে। এখন ধরুন আপনি Amazon এর অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে যুক্ত হলেন।
Amazon প্রচুর প্রোড়াক্ট আছে, যা আপনি কেনাবেচা করতে পারবেন। এখানে শুধু আপনাকে যেকোনো একটা প্রোড়াক্ট বেছে নিতে হবে, এরপর অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে। এবং এরপর বিক্রি করার জন্য হয়ে যাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি ইউটিউব, ফেসবুক, ব্লোগ, হোয়াটসঅ্যাপ, এবং অন্যান্য প্লাটফর্ম এর সাহায্য নিতে পারেন। আপনার যে সকল দর্শক আছে তারা যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ওই প্রোড়াক্ট কেনে তাহলে আপনি কমিশন পাবেন, এটাকেই সহজ ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) বলা হয়।
আরো পড়ুন;
Amazon Prime Day Sell 2022 65% Off

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে (Affiliate Marketing Working Prosess)
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করার সিস্টেমটাকে ৪টি ধাপে ভাগ করা যায়। যেমন – • Vendor • Marketer • Deal Qualifiers • Revenue Sharing
➡️ Vendor Vendor মানে বিক্রেতা । এই ভেন্ডর একটি পণ্য বা পরিষেবা সংস্থা বা যেকোনো প্রোড়াক্ট এর ব্যান্ড হতে পারে। এই ভেন্ডর অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে এবং লেনদেনের হিসাব রাখে। এই বিক্রেতা সংস্থা তাদের পণ্য বা প্রোড়াক্ট বেশি বিক্রি করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাহায্য নিয়ে থাকে।
➡️ Marketer এখানে Marketer মানে যারা বাজারে কেনাবেচা করে। যেমন এখানে সকল অ্যাফিলিয়েটার দের বলা যায়। এখানে তারা কমিশনের উপর কাজ করে। তারা তাদের বিভিন্ন অনলাইন মাধ্যমে এই প্রোড়াক্টগুলো লিস্ট করে দর্শকদের দেখানোর জন্য। এবং এখান থেকে দর্শক এই প্রোড়াক্টগুলো কিনতেও পারে।
➡️ Deal Qualifiers এখানে Deal Qualifiers এর মানে হচ্ছে, বিক্রেতা এবং মার্কেটার মিলে যে প্রোড়াক্ট বিক্রি করে। তার সঠিক ভাবে গ্ৰাহকের কাছে পৌঁছে দেওয়া কাজ করে। বা একটা অড়ার আসার পর তা যদি ক্যানশল এই সম্পুর্ণ প্রক্সিয়াটি নিয়ন্ত্রন করে।
➡️ Revenue Sharingএখানে Revenue Sharing মানে হল টাকা ভাগাভাগি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে একটি প্রোড়াক্ট এর উপর ৩% থেকে ৫০% পর্যন্ত কমিশন পেয়ে পারেন। কিন্তু এটা নির্ভর করে পণ্যের উপর।
অ্যাফিলিয়েট মার্কেটিং কত প্রকার (Type Of Affiliate Marketing)
• Unattached Affiliate Marketing • Related Affiliate Marketing • Involved Affiliate Marketing
➡️ Unattached Affiliate Marketingএটি একটি বিঞ্জাপনের পরিষেবা, কিন্তু এখানে অ্যাফিলিয়েট করার মতো কোনো পণ্য বা পরিষেবার সাথে কোনো সংযোগ রাখেন না। এটি হল অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে অনিচ্ছাকৃত পরিষেবা।
➡️ Related Affiliate MarketingRelated Affiliate Marketing হল অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংযুক্ত একটি পরিষেবা। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে যুক্ত হয়ে প্রোড়াক বিক্রি করতে পারবেন।
➡️ Involved Affiliate MarketingInvolved Affiliate Marketing এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এই তারা যে প্রোড়াক্ট বা পরিষেবা প্রদান করে, তার মধ্যে তারা একটি গভীর সংয়োগ স্থাপন করে। যারা Involved Affiliate Marketing এর প্রোড়াক্ট বা পরিষেবা ব্যবহার করছে, তাদের মতামত নিয়ে অন্য গ্ৰাহকদের আনুপ্রানিত করা।
অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট তৈরি করার উপায় (Amazon Affiliate Marketing Account Create In Bangla)
আপনি যদি Affiliate Marketing করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি Amazon Affiliate Marketing করতে পারবেন। এখানে আপনি খুবই সহজ উপায়ে প্রোড়াক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ Amazon Affiliate Marketing Account Create করার উপায় আলোচনা করবো। আপনি যদি জানতে চান তাহলে সঙ্গে থাকুন।
• প্রথমে আপনি Chorme Browser Open করুন এবং সার্চ করুন Amazon.com
• এরপর, Amazon সাইটে চলে আসবে এখানে একেবারে নিচে চলে আসুন।
• এখানে Make Money With Us অপশন দেখতে পাবেন, এখানে নিচে Became an Affiliate অপশনে ক্লিক করুন।
• এখানে ক্লিক করার পর আপনি Affiliate Program পেজে চলে আসবেন।
• এখানে আপনাকে Create Your Amazon Account করতে হবে।
• এখানে আপনি Name, Email I’d, Password And Re-Enter Password বসিয়ে Create Your Amazon Account এ ক্লিক করুন।
• এখন আপনার Email I’d তে একটা ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে।
• এরপর, আপনাকে নিজের মোবাইল নাম্বার বসাতে হবে। এবং এখানে একটা ওটিপি আসবে সেটা ভেরিফাই করতে হবে।
• এরপর, আবার Create Your Amazon Account এ ক্লিক করতে হবে।
• এখন Your Account Information পেজ চলে আসবে, এখানে সব সঠিক সবিয়ে দিন এবং নিচের অপশনে প্রথমটাতে টিক করে আগে করুন।
• এরপর, Your Website And Mobile App অপশন দেখতে পাবেন। আপনার যা আছে তার লিঙ্ক এখানে বসাতে হবে। নিচে Yes or No অপশন দেখতে পাবেন এখানে No করতে হবে।
• এখন Profile পেজ আপনার সামনে চলে আসবে।
• এখানে আপনি কি প্রোড়াক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেটা বাছাই করতে হবে এবং আপনার Traffic কোথা থেকে আসে সেটা সিলেক্ট করতে হবে।
• এরপর, সবশেষে ক্যাপচা কোড বসিয়ে Finish অপশনে ক্লিক করুন, তাহলে আপনার Affiliate Account তৈরি হয়ে যাবে।
Affiliate Marketing FAQs.
Q. Can I create my own Amazon affiliate link?
Ans: প্রথমে আপনি Amazon affiliate Account এ প্রবেশ করুন। এরপর, প্রোড়াক্ট বেছে নিন এবং শেয়ার অপশনে ক্লিক করুন, এখানে আপনি প্রোড়াক্ট এর Amazon affiliate link পেয়ে যাবেন।
Q. Amazon Affiliate Marketing করে কত টাকা ইনকাম করা সম্ভব ?
Ans: বর্তমান সময়ে মানুষ Amazon Affiliate Marketing করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনি যত বেশি প্রোড়াক্ট সেল করতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখানে প্রতিটা প্রোড়াক্টে আপনি কমিশন পেয়ে যাবেন।
Q. Affiliate Marketing করার জন্য কি লাগবে ?
Ans: Affiliate Marketing করার জন্য আপনার একটা অ্যাপ বা ওয়েবসাইট থাকতে হবে। এছাড়া, আপনি Facebook, Instagram, Whatsapp এর মাধ্যমেও Affiliate Marketing করতে পারবেন।
Latest Posts ❤️
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali
1 thought on “অ্যাফিলিয়েট মার্কেটিং কি | Amazon Affiliate Marketing Account Create In Bangla.”