আপন বাংলা কার্ড় | Apon Bangla Card – কিভাবে আবেদন করবেন এবং সুবিধা কি ?

Advertisement
Advertisement

আপন বাংলা কার্ড় | Apon Bangla Card: রাজ্যে আরো একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছেন – পশ্চিমবঙ্গের প্রাপ্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) বা আমার বাংলা কার্ড় (Amar Bangla Card). রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই Apon Bangla Portal চালু করা হয়েছে।

আপনার এখন থেকে আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) বা আমার বাংলা কার্ড় (Amar Bangla Card) এ নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু, কথা হচ্ছে কিভাবে আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) পোর্ট্রালে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও, কারাই বা নিজের নাম রেজিস্ট্রেশন করবেন। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Advertisement

আপন বাংলা কার্ড় (Apon Bangla Card)

Apan Bangla Card
আপন বাংলা কার্ড় | Apon Bangla Card – কিভাবে আবেদন করবেন এবং সুবিধা কি ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর দ্বারা তৈরি এই আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) হল – একধরনের বানিজ্যিক ভিজা। আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) কে বানিজ্যিক ভিজা বলার কারণ হচ্ছে –

পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সময়ে একটাই লক্ষ্য নিজের রাজ্যের উন্নয়ন করা। কিন্তু, এরজন্য রাজ্যের বেকার শিক্ষিত যুবক – যুবতিদের কাজে লাগাতে হবে। আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) এর মূল উদ্দেশ্য হল। আমাদের দেশের প্রচুর ধনী ব্যক্তিরা বিদেশে আছেন।

Advertisement

Related Post – job alert: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মি নিয়োগ, বেতন এবং আবেদন প্রক্রিয়া দেখে নিন।

Advertisement

যারা তাদের টাকা বিদেশি কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন। কিন্তু, এই আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) এর মাধ্যমে যে কোনো ভারতীয় প্রোবাসি পশ্চিমবঙ্গে নিজের কোম্পানি তৈরি করতে পারবেন। এছাড়াও, রাজ্যের যে কোনো বানিজ্যিক সংমিলনে অংশগ্রহণ করতে পারবেন।

Apon Bangla Card

আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) – এর উদ্দেশ্য কি ?

আপন বাংলা কার্ড় (Apon Bangla Card) – এর উদ্দেশ্য সম্পর্কে যদি এক কথায় বলি, তাহলে রাজ্যের বানিজ্যিক উন্নয়ন করা। মমতা ব্যানার্জি রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর – এখন তার সরকারের মেন উদ্দেশ্য হল – কর্মসংস্থান । এই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাজ্যের উন্নয়ন করতে হলে, নতুন শিল্প তৈরি করতে হবে বা বিনিয়োগ বাড়াতে হবে। রাজ্যে নতুন শিল্প তৈরি হলে – বেকার শিক্ষিত যুবক-যুবতিরা কাজ পাবে। যার ফলে রাজ্য আর্থিক ভাবে সবলম্বন হতে পারবে।

সেই কারনে বিদেশে থাকা প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র হিসাবে এই আপন বাংলা কার্ড় (Apan Bangla Card) দেওয়া হবে। রাজ‍্যে যাতে আগামীদিনে শিল্পে, বিভিন্ন ধরনের ব‍্যবসায় বিনিয়োগ আসে, আর তার ফলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়, সেইদিকে নজর দিয়েই রাজ‍্য সরকারের এই উদ‍্যোগ বলে জানা গিয়েছে।

আপন বাংলা কার্ড় (Apan Bangla Card) – কারা আবেদন করতে পারবেন ?

আমরা উপরের পয়েন্টগুলোতে জেনেছি – আপন বাংলা কার্ড় কি এবং আপন বাংলা কার্ড় এর উদ্দেশ্য কি? কিন্তু, এখন আসল কথা হচ্ছে – কারা এই আপন বাংলা কার্ড়ে আবেদন বা রেজিস্ট্রাশেন করতে পারবেন। এই আপন বাংলা কার্ড় হল এক ধরনের বানিজ্যিক ভিজা।

Advertisement

এই কার্ড় শুধু মাত্র বিদেশে থাকা বাঙ্গালী প্রবাসী বা ভারতীয় নাগরিক যারা বিদেশে বসবাস করেন, তাদের জন্য বিশেষ পরিচয়পত্র হিসাবে চিহ্নিত হবে। এই আপন বাংলা কার্ড়ে জন্যসবাই আবেদন করতে পারবেন না।

আপন বাংলা কার্ড় (Apan Bangla Card) – রেজিস্ট্রেশন পদ্ধতি ?

আপন বাংলা কার্ড়ে রেজিস্ট্রেশন করার জন্য, আপনাকে Apan Bangla Card এর অফিসিয়াল ওয়েবসাইট https://aponbangla.wb.gov.in তে আসতে হবে। এখানে আসার পর, আপনার কাছ থেকে যে ডকমেন্টগুলো চাইবে। সেগুলো দিতে হবে এবং সঠিক ভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও, আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে, Apan Bangla Card এর অফিসিয়াল নোটিফিকেশন পড়তে পারেন। যার লিঙ্ক আমি আমার এই অ্যাটিকেলের শেষে দিয়ে।

আপন বাংলা কার্ড় (Apan Bangla Card) – আবেদন করতে কি ডকমেন্ট লাগবে ?

Advertisement

এই আপন বাংলা কার্ড় (Apan Bangla Card) – আবেদন করতে বিশেষ কিছু Decuments এর প্রয়োজন হবে না। সামান্য কিছু ডকোমেন্স এর সাহায্যেই আপনি এই আপন বাংলা কার্ড়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

  • Pasport Size Colour Photo (50kb)
  • Signature (50kb)
  • Passport (Front & Back In A single Image, Image Format – JPG/JPEG 2MB)
  • Current Address Proof (PDF/JPG/JPEG File Size – 2MB)

আপন বাংলা কার্ড় অনলাইনে আবেদন পদ্ধতি / Apon Bangla Card Apply Prosess

আপন বাংলা কার্ড় অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। যা আমি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

  • সর্বপ্রথম আপনাকে আপন বাংলা কার্ড়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  • এরপর, আপনাকে Register With Us অপশনে ক্লিক করুন।
  • এরপর, পরবর্তী পেজে “Click Here To Register” অপশনে ক্লিক করুন।
  • এখন আপনি নিচের পয়েন্টগুলো অনুসরণ করে, Apon Bangla Card Online Apply করতে পারবেন।

A) Basic Information:- First name,Middle name, Last name, Date of birth,Passport details, Current residingcountry, Mobile number, Email id,Whether you are NRI/PIO/0Cis.

Advertisement

B) Current Address/Residential/WorkAddress: House/Building no, Streetname, Area name, Landmark, City, Pincode, Country

C) Applicant’s Address in West Bengal :Address, District, Police station, Pincode, Total family members residing inWest Bengal, Contact person,Contactmobile number

D) Required Documents : Photo,Signature, Passport, Address proof,Aadhar card

Conclusion Of Apan Bangla Card

দর্শক, আমি আজকের এই অ্যার্টিকেলে আপন বাংলা কার্ড়ে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি একজন ভারতীয় প্রবাসী হয়ে থাকেন। তাহলে আপনি এই কার্ড়ের জন্য আবেদন করতে পারবেন।

এই কার্ড়ের সুবিধা হচ্ছে – এই আপন বাংলা কার্ড়ের সাহায্যে আপনি “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit), কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন শিল্প সম্মেলনের অনুষ্ঠানে” এই কার্ডের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।

Advertisement

FAQs. Apan Bangla Card

প্রশ্ন: আপন বাংলা কার্ড় কি ?

উত্তর: আপন বাংলা কার্ড় হল এক ধরনের বানিজ্যিক ভিজা। যা ভারতের প্রবাসী বাঙালি বা নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র। এই কার্ড়ের সাহায্যে যে কোনো ভারতের প্রবাসী পশ্চিমবঙ্গে নিজের কোম্পানি বা শিল্প তৈরি করতে পারবেন। এছাড়াও, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit), কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন শিল্প সম্মেলনের অনুষ্ঠানে” অংশগ্রহণ করতে পারবেন।

প্রশ্ন: আপন বাংলা কার্ড় তৈরি করতে কি ডকোমেন্ট লাগবে ?

উত্তর: আপন বাংলা কার্ড(Apan Bangla Card) তৈরি করার জন্য – আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ছবি, সাইন (Signature), পাসপোর্ট এবং বর্তমান ঠিকানাপত্র।

Advertisement

Advertisement

Leave a Comment