WB Uttarkanya Scholarship 2022: How To Apply- Uttarkanya Scholarship pdf, Website

Advertisement
Advertisement

 

Uttarkanya_Scholarship_2022

WB Uttarkanya Scholarship 2022

Advertisement

Uttarkanya Scholarship 2022 WB: এই উত্তরকন্যা স্কোলারসিপ 2022 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন প্রকল্পো, এখানে West Bengal Chief Minister’s Relief Fund এবং Chief Minister’s Discretionary Fund মিলে এই “Uttarkanya Scholarship” নিয়ে আসে। মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য। 

Advertisement

🔹 About Uttarkanya Scholarship 2022 WB

এই “Uttarkanya Scholarship” মাধ্যমিক পাশের (10 Class Pass) যে সকল ছাত্র-ছাত্রীরা টাকা অভাবে পড়াশোনা বন্ধ করে দেয়, তাহলের জন্য এই প্রকল্পটি। পশ্চিমবঙ্গ সরকার এই সকল ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পে কিছু বাছাই করা ছাত্র-ছাত্রীরা 15,000 টাকা পর্যন্ত পাবে। এই প্রকল্পে আবেদন করার কোনো শেষ তারিখ নেই, ছাত্র-ছাত্রীরা সারা বছর এই “Uttarkanya Scholarship” এর জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে মাধ্যমিক পাশ(Madhyamik Passed) থেকে MA, MSc সবাই পাবে, 10,000 টাকা শুধু একবার।

Advertisement

🔹 উত্তরকন্যা স্কোলারসিপে আবেদন করার জন্য কি কাগজপত্র লাগবে ? What Documents Recurment Of Uttarkanya Scholarship Apply.

▪️ A Copy Of Mark Sheet (HS Passed)

▪️ Rank Card & Allotment Latter.

▪️ Monthly Income Certificate Signed By DM/SDO/BDO 

Advertisement

▪️ Recommendations From MP/MLA to the Hon’ble chief minister.

▪️ Self Declaration of The Students.

▪️ Bank Account Details.

▪️ A Copy Of Admission Fee Slip.

▪️ Contact Details.

Advertisement

🔹 উত্তরকন্যা স্কোলারসিপে আবেদন করার যোগ্যতা ? (Uttarkanya Scholarship Apply Eligibility Criteria.)

▪️ এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।

▪️ পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে।

▪️ ছাত্র-ছাত্রীরা যদি অন্য কোনো রাজ্যের হয়, তাহলে আবেদন করতে পারবেন না।

Advertisement

▪️ ছাত্র-ছাত্রীদের নিম্নতম মাধ্যমিক পাশ থাকতে হবে।

▪️ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় কম করে 65% নাম্বার থাকতে হবে।

▪️ ছাত্র-ছাত্রীদের কম করে হলেও 60% নাম্বার থাকতে হবে।

▪️ ছাত্র-ছাত্রীরা যদি অর্নাস নিয়ে পড়াশোনা করে, তাহলে 55% নাম্বার থাকতে হবে।

Advertisement

🔹 উত্তরকন্যা স্কোলারসিপে কত টাকা দেবে ? (Uttarkanya Scholarship Amount)

 

এই “West Bangal Uttarkanya Scholarship 2022″ প্রকল্পে আবেদন করা, ছাত্র-ছাত্রীদের ডিগ্ৰির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে।

মাধ্যমিক পাশ বা 11th Catagory ছাত্র-ছাত্রীদের 10,000 টাকা দেওয়া হবে। এবং BA/BSc/BCA/Engineering/Pharmacy/Medical/Nursing এই সকল ছাত্র-ছাত্রীরা 12,000 টাকা পাবেন। এছাড়া, কিছু বাছাই করা ছাত্র-ছাত্রীরা 15,000 টাকা পর্যন্ত পাবেন। এই বিষয়টা পুরোটা শিক্ষার যোগ্যতা এবং পার্সেন্টেজ এর উপর নির্ভর করে।

🔹 উত্তরকন্যা স্কোলারসিপে আবেদন করার নিয়ম ? ( West Bangal Uttarkanya Scholarship 2022 Apply Prosess)

Advertisement

▪️ সর্বপ্রথমে West Bangal Uttarkanya Scholarship অফিসিয়াল ওয়েবসাইট এ আসতে হবে। Click Here

▪️ এখন হোম পেজ খুলবে এখানে ‘Donations‘ এ ক্লিক করুন।

▪️ এখানে “Download Chief Minister Relief Fund Scholarship Application Form 2022 2023” ফর্ম এর উপর ক্লিক করুন।

▪️ অথবা, সরাসরি ডাউনলোড করার জন্য ক্লিক করুন। Click Here

▪️ এই ফর্মটি প্রিন্ট করে নিন।

Advertisement

▪️ এরপর, সবকিছু ঠিকঠাক ভাবে ফর্মটি পূরণ করুন।

▪️ এরপর, নীচে ঠিকানায় পাঠিয়ে দিন।

🔹 Uttarkanya Scholarship PDF

উত্তরকন্যা স্কোলারসিপের পিড়িএফ ফাইল(Uttarkanya Scholarship PDF) ডাউনলোড করার জন্য, আপনাকে প্রথমে Uttarkanya Scholarship এই অফিশিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে, বা আপনি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। Click Here

Advertisement

🛑 UTTARKANYA CMRF Office.

Department of CMRF Scholarship, ‘UTTARKANYA’, New Satellite Township, Kamrangaguri, Fulbari, West Bengal – 734015

Advertisement

Leave a Comment