আপনি যদি মোবাইল দিয়ে ফটো এডিটিং করার জন্য ফটো এড়িটিং অ্যাপ খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, আজকে আমি ২০২২ এর জনপ্রিয় ৫টি ফটো এড়িটিং অ্যাপ(best 5 photo editing app 2022) নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আমি যে ৫টি ফটো এড়িটিং অ্যাপ নিয়ে আলোচনা করবো, আমি নিজেই এই অ্যাপগুলো ব্যবহার করি Youtube Thumbnail এবং Blog Image তৈরি করার জন্য। আপনি যদি ফটো এড়িটিং সম্পর্কে কিছুই না জানেন তাহলেও আপনি এই অ্যাপগুলোর সাহায্যে Photo Editing করতে পারবেন।
২০২২ এর জনপ্রিয় ৫টি ফটো এড়িটিং অ্যাপ(Best 5 Photo Editing App 2022 )
- PicsArt
- Snapseed
- Photo Editor – Polish
- Photoshop Express
- Airbrash
PicsArt Photo And Video Editor

আপনি যদি মোবাইল দিয়ে প্রফেসনাল ফটো এড়িটিং করতে চান, তাহলে আপনাকে PicsArt Studio ব্যবহার করতে হবে। এই PicsArt Studio অ্যাপে আপনি অনেক সুবিধা পাবেন, যেগুলো বড়ো বড়ো ফটো এড়িটিং Software থাকে। আপনি এখানে এক ক্লিকে Image Background Remove করতে পারবেন, এছাড়াও আরো অনেক ফিল্টার আছে, যেগুলো ব্যবহার করে আপনি নিজের ছবিকে জীবন্ত করতে পারবেন।
আপনি যদি একবারে নতুন ফটো এড়িটিং করতে বা শিখতে চান, তাহলে এই PicsArt Studio App আপনার অনেক কাজে আসতে পারে। আপনি এই অ্যাপের মধ্যে কি কি ফির্চাস পাবেন, সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হয়েছে –
- Background Remover
- Object Remover
- 200+ Text Style
- Image Crop, Draw, Sticker
- Photo Frames
- Create Funny Moments
- Beautify Tools
এই সব ছাড়াও আরো অনেক ফির্চাস পাবেন, যা আপনি নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন। এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন, যার বর্তমান ডাউনলোড় সংখ্যা প্রায় ১ বিলিয়ন এর উপর এবং রেটিং 4.5+ এই সব কারনেই আমি এই অ্যাপকে প্রথমে রেখেছি। আপনি যদি এই অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারেন।
আরো পড়ুন; মোবাইল দিয়ে PM KISAN প্রকল্পে আধার নাম্বার পরিবর্তন
Snapseed

বর্তমান সময়ে Snapseed Photo Editing App একটি জনপ্রিয় ফটো এড়িটিং অ্যাপ। এই অ্যাপটি গুগলের তৈরি করা একটি ফটো এড়িটিং অ্যাপ। এই অ্যাপটি খুবই সাধারণ একটি অ্যাপ, যে কেউ এই অ্যাপটির সাহায্যে ফটো এড়িটিং করতে পারবে। Snapseed তে থাকছে 29টি আকর্ষনীয় ফিল্টাস যা ফটো প্রেমিকদের নিজের কাছে নিয়ে আসে।
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন। Snapseed অ্যাপের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে, এটা গুগলের নিজস্ব একটি অ্যাপ যার কারণে এখানে কোনো বিঞ্জাপন দেখতে পাবেন না। Snapseed অ্যাপের আকর্ষনীয় কিছু ফির্চাস নিচে দেওয়া হয়েছে –
- আপনি যদি একটি ফটো ভালো করে সাজিয়ে তৈরি করেন, এবং একই ফটোর মতো অন্য গুলোও যদি তৈরি করতে চান তাহলে, আপনাকে ইনফরমেশন সেভ করতে হবে এবং পরবর্তী ফটোতে সেটা অ্যাপ্লায় করতে হবে।
- আপনি যদি কোনো ছবির নির্দিষ্ট একটা জায়গায় কোনো অ্যাফেক্ট ব্যবহার করতে চান তাহলে আপনি সিলেক্টিভ ব্রাশ মোড় সিলেক্ট করে, তা করতে পারবেন।
- এখানে নিজের ফটোতে Stylish Text ব্যবহার করতে পারেন।
- এখানে আপনি কার্ভস অপশন দেখতে পাবেন, যেটা সাধারণ ফটোশপে থাকে। এটার সাহায্যে আপনি ফটোর Colour and Brightness কম বেশি করতে পারবেন।
এছাড়াও, আরো অনেক ফির্চাস ও ফিল্টার দেখতে পাবেন। আপনি যদি খুবই সাধারণ ভাবে ফটো এড়িটিং করতে চান, তাহলে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
Photo Editor – Polish

Photo Editor – Polish এই ফটো এড়িটিং অ্যাপটিও খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন। বর্তমান সময়ে এই অ্যাপটির ডাউনলোড 100 মিলিয়নের উপর এবং রেটিং 3.5+
Photo Editor – Polish অ্যাপটি সম্পুর্ন ফ্রি একটি অ্যাপ যার জন্য এখানে বিঞ্জাপন দেখতে পাবেন। তবে সাধারণ পরিমানে, আপনি যদি ফটো এড়িটিং এর কিছুই না জানেন তাহলেও আপনি এই অ্যাপ থেকে নিজের ফটো এড়িট করতে পারবেন। এই অ্যাপে কি কি ফির্চারস আছে,তা নিচে আলোচনা করা হয়েছে –
- এই অ্যাপে আপনি Aesthetic Filters পাবেন, যার দ্বারা আপনি ছবির Colour পরিবর্তন করতে পারবেন।
- Cutout Change Sky Editor এর সাহায্যে আপনি ফটোর ব্যাকগ্ৰাউন্ড পরিবর্তন করতে পারবেন।
- Photo Collage Maker এর সাহায্যে আপনি অনেক গুলো ছবি এক সঙ্গে যুক্ত করতে পারবেন।
- Remove Objects এই অপশনের সাহায্যে আপনি ছবির মধ্যে থাকা ফালতু জিনিস গুলো মুছে ফেলতে পারবেন।
- AI Photo Enhancer এর দ্বারা আপনি ছবির Quality Improve করতে পারবেন।
- Face Retouch এর সাহায্যে আপনি গায়ের রং এবং মুখের রং পরিবর্তন করতে পারবেন।
- AI Blur এই অপশনের সাহায্যে আপনি ছবির ব্যাকগ্ৰাউন্ড Blur করতে পারবেন।
এই হলো Photo Editor – Polish অ্যাপের ফির্চারস এছাড়াও আরো অনেক ফির্চাস পাবেন। আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন।
Photoshop Express

মোবাইল দিয়ে ফটো এড়িটিং করার অ্যাপগুলোর মধ্যে এটিও একটি খুবই জনপ্রিয় Photo Editing App যার সাহায্যে আপনি খুবই সহজে ফটো এড়িটিং করতে পারবেন। এটা একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ যার কারণে এই অ্যাপ সবাই ব্যবহার করতে পারবে খুবই সহজে।
এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন।এই Photoshop Express অ্যাপটি Adobe কোম্পানির দ্বারা তৈরি করা একটি অ্যাপ। এখানে আপনি কোনো ধরনের বিঞ্জাপন দেখতে পাবেন না। এই অ্যাপের কিছু ফির্চারস নিচে আলোচনা করা হয়েছে –
- এখানে আপনি এক ক্লিকে নিজের ছবিতে ফিল্টার লাগাতে পারেন।
- এখানে আপনি ৮০+ অসাধারণ কিছু ফিল্টার্স দেখতে পাবেন।
- এখানে আপনি ফটোর ব্যাকগ্ৰাউন্ড Blur করতে পারবেন।
- এখানে আপনি Photo Collage Maker অপশন দেখতে পাবেন, যার সাহায্যে অনেক গুলো ছবি এক সঙ্গে যুক্ত করতে পারবেন।
- আপনার ছবিতে যদি কোনো দাম থাকে তাহলে আপনি ফাইটো রেন্ডারিং স্ক্রিনের সাহায্যে সেটা মুছে ফেলতে পারবেন।
Photoshop Express অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন।
Airbrash

Airbrash অ্যাপটিও খুবই জনপ্রিয় একটি ফটো এড়িটিং অ্যাপ। বর্তমান সময়ে এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা প্রায় 10 মিলিয়নের উপর। এই কারনেই আমি এই অ্যাপটি নিয়ে এসেছি। এখানে আপনি খুবই সহজে ফটো এড়িটিং করতে পারবেন।এই অ্যাপের কিছু ফির্চারস নিচে আলোচনা করা হয়েছে –
- এই অ্যাপে এমন কিছু ফিল্টার্স আছে, যার সাহায্যে আপনি ফেস পরিস্কার করতে পারবেন। এক কথায় কালো মানুষ ফসা দেখা যাবে।
- লাইভ ইফেক্ট দেখতে পাবেন।
- ক্যামেরায় ছবি তোলার কিছু ইফেক্ট দেখতে পাবেন।
- চোখ এবং দাঁত উজ্জ্বল করার ফিল্টার দেখতে পাবেন।
এই অ্যাপে আরো অনেক ফির্চাস আছে, যা আপনি ডাউনলোড় করে ব্যবহার করার সময় দেখতে পাবেন। Airbrash অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন।
My Opinion
আমি গত ১ বছর ধরে Youtube এবং Website নিয়ে কাজ করছি, যার কারণে আমি অনেক ফটো এড়িটিং অ্যাপ ব্যবহার করেছি। কিন্তু আমার যে অ্যাপ সবচেয়ে বেশি পছন্দের সেটা হল PicsArt Photo And Video Editing App (PicsArt) আপনি যদি ফটো এড়িটিং সম্পর্কে সামান্য কিছু জানেন, তাহলে আপনি PicsArt App ব্যবহার করতে পারেন।
FAQs.
Q. Best Photo Editing Software For Computer.
Ans: Adobe Photoshop 0.7
Q. Mobile Best Photo Editing App 2022.
Ans: Best Mobile Photo Editing App 2022 is – PicsArt photo and video Editor, Canva, Snapseed Etc.
Q. How to Download Photo Editing App.
Ans: First You Visit Google Play Store And Search App Name And Download Now.
Q. Best Photo Editing App For iphone.
Ans: Best Photo Editing App For iphone is – Snapseed, Adobe Photoshop Express, Adobe Lightroom Etc.
Latest Posts ❤️
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali