![]() |
Best Business Ideas in Indian Village |
Best Village Business Ideas 2022 | Village Business Ideas in Bangla | Canbebangali
১.১/ Village Business Ideas
আপনি যদি গ্ৰামাঞ্চলে বাস করেন এবং গ্ৰামাঞ্চলে ব্যবসা করতে চান (Village Business Ideas) তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন।
আপনি যদি গ্ৰামে নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন(Business Ideas For Rural Areas/Village) বা ভাবছেন যে গ্ৰামে কোন ধরনের ব্যবসা করা যেতে পারে। এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আজকের এই প্রতিবেদনে যা আপনাকে একটা নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করবে।
আপনি যদি একটা নতুন ব্যবসা (New Business Set-up) শুরু করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে কোন ধরনের ব্যবসা আপনার জন্য বা আপনি কোন ধরনের ব্যবসা করতে পারবে।
একটি নতুন ব্যবসা শুরু করা নিজের মধ্যেই বিশাল বড় ব্যাপার এবং এই ব্যবসাকে টিকিয়ে রাখা এবং এখান থেকে নিজের খরচ বাঁচিয়ে লাভ করা। এটা খুবই দুঃসাধ্য কাজ।
কিন্তু, আপনি হয়তো জানেন যে ভারতের বিশাল একটা জনসংখ্যা গ্ৰামে বসবাস করে। শহরের আর গ্ৰামের মধ্যে অনেক বড়ো পার্থক্য আছে।
গ্ৰামের মানুষ এখনো শহরের মতো উন্নত হতে পারেনি।
আপনি যদি গ্ৰামে বাস করেন তাহলে গ্ৰামের এই দুর্বলতা কে আপনি কাজে লাগতে পারবেন।
আপনি গ্ৰামের এই দূর্বলতা কে কাজে লাগিয়ে আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন।
আজকের আলোচনাতে আমরা গ্ৰামে কোন ধরনের ব্যবসা করা সম্ভব, এই বিষয়ে আলোচনা করবো।
১.২/ Must Profitable Business Ideas in Rural Areas/Village in India
আজকের আলোচনাতে ভারতের গ্ৰামাঞ্চলে করার মতো কিছু নতুন ব্যবসার সম্পর্কে জানবো যা সামান্য বিনিয়োগ বা কোনো বিনিয়োগ ছাড়াই করা সম্ভব।
১. একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করা / Start A Education Institution
আমরা সবাই জানি যে ভারতের গ্ৰামাঞ্চলে শিক্ষার মান তেমন উন্নতমানের নয়। এখানে আজও শিক্ষার তেমন উন্নতি হয়ে ওঠেনি।
কিন্তু, আপনি একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, গ্ৰামের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করতে পারেন। এখানে আপনি প্রতিমাসে একটা নির্ধারিত খরচ/টাকা শিক্ষার্থীদের পরিবার থেকে নেবেন।
আপনি যদি গ্ৰামে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন এবং শহরের মতো উন্নত শিক্ষা গ্ৰামের বাচ্চাদের দিতে পারেন, তাহলে আপনি ভাবতেও পারবেন না যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন।
গ্ৰামে একটা নিয়ম আছে, কারো বাচ্চা যদি ভালো পড়াশোনা করেন পারে। তাহলে তাদের আসে পাশের সকলকে এই ব্যাপারে সুচনা দেয় এবং অন্যরাও আপনার শিক্ষা প্রতিষ্ঠান তাদের বাচ্চাদের ভর্তি করে দিবে। যা গ্ৰামের জন্য খুবই সাধারণ ব্যাপার।
গ্ৰামে আপনাকে কোনো প্রচার বা অ্যাড চালাতে(Ads Run) হবে না। এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে তেমন কোনো খরচা করতে হবে না। কারণ এখানে জিনিসপত্রের দাম এবং শ্রমিক খরচ শহরের তুলনায় অনেক কম। যা আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলে এই ব্যবসা করতে পারবে।
২. কৃষি কাজের সামগ্রী (Farming Equipment and Product)
গ্ৰাম মানেই কৃষি কাজ। এখানকার বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই কৃষি কাজ করার জন্য অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়।
একজন কৃষক তার ফসল চাষ করতে যে সকল সামগ্ৰী দরকার তা কেনার জন্য তাদের গ্ৰাম থেকে শহরে বা দূরে কোনো স্থানে যেতে হয়।
আপনি এই পয়েন্ট কে কাজে লাগতে পারেন। আপনি কৃষি সামগ্ৰীর ব্যবসা শুরু করতে পারেন (Farming Equipment and Product Shop) ।
এখানে আপনি একজন কৃষকের কৃষি কাজ করার যা যা দরকার সব রাখবেন। এখানে আপনাকে নিজের এলাকায় কি কি কাগজপত্র লাগে তা আপনি নিজে দেখে নিবেন।
আপনি শহর বা হলসেল দোকান থেকে এই সব সামগ্ৰী কম দামে কিনে তা গ্ৰামে বেশি দামে বিক্রি করতে পারবেন। এবং এখান থেকে ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন।
৩. কৃষকের ফসল কিনে শহরে বেচা (Selling Farmers Yleld In Cities)
ভারতের গ্ৰামাঞ্চলে ব্যবসা করার অনেক রাস্তা আছে। শুধু আপনাকে সঠিক পরিকল্পনা করে করতে হবে।
গ্ৰামে কৃষকরা ফসল উৎপাদন করে যা বেঁচে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এখানে আপনি খুবই সুন্দর একটা ব্যবসা করতে পারবে।
গ্ৰামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল বেচার জন্য শহরে যাবে না এবং তারা শহরের বাজার দর জানে না এখানেই আপনার ব্যবসা লুকিয়ে আছে।
আপনি গ্ৰামের কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল সঠিক দামে কিনে তা শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন। যা থেকে আপনি ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন।
এই ব্যবসা করার আগে আপনাকে শহরের বাজার দর জানতে হবে এবং শহরের বড়ো বড়ো দোকানের সঙ্গে পরিচিতি স্থাপন করতে হবে।
৪. ইলেকট্রিক আইটেম বিক্রি (Electronic Items Selling Shop)
আজকের দিনে ভারতের এমন কোনো গ্ৰাম নেই যেখানে ইলেকট্রিক সংযোগ নেই। অতেব, গ্ৰামের মানুষের ইলেকট্রিক আইটেম অর্থাত, ইলেকট্রিক বাল্ব, ফেন, টিভি, আরো অনেক জিনিসের প্রয়োজন হয়।
এই সব জিনিস কেনার জন্য গ্ৰামের মানুষদের শহরে যেতে হয়। কিন্তু আপনি যদি এই ব্যবসা আপনার গ্ৰামে চালু করতে পারেন, তাহলে আপনি ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন।
এখানে আপনি শহর থেকে পাইকারি ইলেকট্রিক আইটেম কিনে গ্ৰামে বেশি দামে বিক্রি করতে পারবেন।
১.৩/ গ্ৰামে বাড়িতে করার মতো ব্যবসা(Home Business Ideas in Village)
গ্ৰামে বসবাসকারী মানুষের কাছে করার মতো অনেক ব্যবসা আছে। যা শুরু করার জন্য আপনাকে বিশেষ কোনো যোগ্যতা বা ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে না।
এখানে আমি বাড়িতে করার মতো কিছু ব্যবসা(Home Business Ideas in indian Village) নিয়ে আলোচনা করবো।
• Candles Making / মোমবাতি তৈরি
Advertisement• Aggravatties Making / ধুপকাঠি তৈরি
• Pickles Making / আচার তৈরি
• Tea Making / চা তৈরি
• Papad Making / পাপড় তৈরি
• Disposable Plates and Cups / ডিসপোসাবেল প্লেট আর কাপ তৈরি
Advertisement• Cotton Bags / সুতির ব্যাগ তৈরি
এই সব পয়েন্ট নিয়ে আলোচনা করবো না, আপনি যদি এই সব পয়েন্ট বা ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
১.৪/ Best Business Ideas in Indian Village FAQ.
Q. Which Business is Best in Indian Village
Ans:- গ্ৰামে করার মতো কিছু ব্যবসা যা আপনি চাইলে করতে পারেন।
• Clothes Manufacturing or Clothes Store
• Bike/Cat Washing And Repairing Shop
• Poultry Farming
• Coaching Center
• Flowers Farming
• Electronic Items Selling Shop
• Farmers Yleld Buying
Q. Which Business is most profitable in rural areas.
Ans:- গ্ৰামাঞ্চলে সবচেয়ে লাভজনক ব্যবসা গুলো হলো :
• Poultry Farming Business
• Retail Business
• Flour Mill Business
• Dairy Business
• Organic Vegetables and Fruits Business
• Money Withdrawal / CSC Shop