Buy Now Pay Later: ভারতবর্ষে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে | ভারতীয় রেলের পক্ষ থেকে একটা বড়ো পদখেব নেয়া হয়েছে Buy Now Pay Later | এখন থেকে আমার সবাই বিনা টাকাতে ট্রেন টিকিট বুকিং করতে পারবেন | আজকের পুরো আর্টিকেলটি ভারতীয় রেলের নতুন আপডেট বিনা টাকায় টিকিট বুকিং(Buy Now Pay Later) আপনারা যদি এই updates এর সুবিধা নিতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন |
Buy Now Pay Later
ভারতীয় রেলের তরফ থেকে বিরাট বড় সুখবর ট্রেনে ভ্রমণ কারীদের জন্য। ভারতীয় রেলের তরফ থেকে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে, ভারতীয় রেলবে ট্রেনে ভ্রমণ কারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে Buy Now Pay Later নামক এই ফিচারটি। তাহলে কি এই #Buy Now Pay Later ফিচারস। পুরো ভারতবর্ষে প্রতিদিন ট্রেনে ভ্রমণ কারীদের সংখ্যা মোট ১ কোটি ৮০ লক্ষেরও বেশি। তাহলে ভাবতে পারছেন, ভারতে #Buy Now Pay Later সাধারণ মানুষের কতটা সাহায্য করবে।
Buy Now Pay Later ফিচারসটা কি ?
বাই নাউ পে লেটার ভারতীয় রেলবে তে প্রায় ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করে থাকেন, তার মধ্যে প্রায় ৬ লক্ষেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কাটে, তবে মুম্বাইয়ের epaylater কোম্পানি রেলের টিকিট অনলাইন বুকিং করার নতুন নিয়ম আনছে। আপনি এখন ট্রেনের টিকিট অনলাইন এ কাটার সময় ‘বাই নাউ পে লেটার’ অপশন দেখতে পাবেন, এটার আসল উদ্দেশ্য হল ট্রেনে ভ্রমণ কারীদের সুবিধার্থে আপনি ট্রেনের টিকিট আগে বুক করতে পারবেন কিন্তু টাকা পরে দিতে পারবেন। যার নাম দিয়েছে বাই নাউ পে লেটার
Read More – Tatkal Ticket Fast Booking Mobile | মোবাইল দিয়ে Tatkal Ticket
Buy Now Pay Later এর সুবিধা আপনি কি ভাবে নিবেন ?
বাই নাউ পে লেটার এর সুবিধা নেওয়ার জন্য আপনার যা প্রয়োজন হবে।
- আপনার আধার কার্ড এবং পেন কার্ড থাকতে হবে।
- বিনা টাকাতে ট্রেনের টিকিট অনলাইন বুকিং করতে পারবেন।
- টিকিটের টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
- টিকিট বুকিং করার ১৫-২০ দিন পর্যন্ত সময় থাকবে টাকা পরিশোধ করার।
- এখানে টিকিট বুকিং করার পর পেমেন্ট গেটওয়ে ফেল করার কোনও সম্ভাবনা নেয়।
How to use IRCTC’s ‘book now, pay later’ service
আপনার যদি ‘book now, pay later’ service use করতে চান তাহলে নিচের পয়েন্টগুলো ফলো করুন –
- প্রথমে itctc login করুন |
- এখন নিজের journey details পূরণ করুন |
- সবকিছু পূরণ করার পর এখন payments অপশন এ বাই নাউ পে লেটার অপশন সিলেক্ট করুন |
- এখন আপনাকে ePayLater’s website এ নিয়ে যাওয়া হবে | এখানে ePayLater’s login করতে হবে এবং tricket ammounts সিলেক্ট করেত হবে |
এই সামান্য কাজ করে আপনি IRCTC’s ‘book now, pay later’ service ব্যবহার করতে পারবেন |
তাহলে ভারতীয় রেলের এই নতুন ফীচাস কেমন হবে কোমেন্ট করে জানাতে পারেন। এবং পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ