Android ফোনে কাটুন তৈরি করার সেরা ৫টি অ্যাপ | Top 5 Cartoon Maker App For Smartphone

Advertisement
Advertisement

দর্শক আমরা সবাই কাটুন ভিডিও দেখতে ভালোবাসি, কিন্তু এই কাটুন ভিডিও বানিয়ে আজকের সময় মানুষ প্রচুর টাকা ইনকাম করছে। সেই জন্য আমি “Android ফোনে কাটুন তৈরি করার সেরা ৫টি অ্যাপ” নিয়ে এসেছি। এই অ্যাপগুলোর সাহায্যে আপনি কাটুন ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ে আমরা সবাই কাটুন ভিডিও দেখতে পছন্দ করি। প্রতিটা পরিবারে কেউ না কেউ কাটুন ভিডিও দেখেন, বিশেষ করে ছোটো বাচ্চারা তো কার্টুনের ভক্ত। এমনকি আমি নিজেই কাটুন ভিডিও দেখতে পছন্দ করি। এই সময় ইউটিউবে কাটুন ভিডিওতে প্রচুর ভিউজ আসছে, যার ফলে ইনকামও বেশি হচ্ছে।

Advertisement

আপনি যদি ইউটিউবে কাটুন ভিডিও এর একটা চ্যানেল তৈরি করে কাটুন ভিডিও বানিয়ে আপলোড করেন, তাহলে আপনিও কিছু টাকা ইনকাম করতে পারবেন। একেবারে বেকারত্ব থেকে কিছু টাকা ইনকাম করাই ভালো। যদিও আপনি প্রথম অবস্থায় খুব একটা টাকা ইনকাম করতে পারবেন না।

কিন্তু, আপনি যদি সঠিক ভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে মাসে সর্বনিম্ন ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারবেন।আমি আজকে যে Android ফোনে কাটুন তৈরি করার সেরা ৫টি অ্যাপ নিয়ে এসেছি, এখানে আপনি কিছু না জানলেও কাটুন ভিডিও তৈরি করতে পারবেন।

Advertisement

কারণ এই অ্যাপগুলোতে সবকিছু দেওয়ায় থাকে, আপনাকে শুধু সাজিয়ে ভয়েস ওভার করতে হয়। আপনি এই অ্যাপগুলোতে photo to cartoon তৈরি করতে পারবেন।

Advertisement

Read More – মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

Android ফোনে কাটুন তৈরি করার সেরা ৫টি অ্যাপ

  • Flipaclip
  • TweenCraft
  • Plotagon Story
  • MJOC2
  • Make Joke Of Creator

Flipaclip

Flipaclip Cartoon Maker App

Flipaclip: এই কাটুন তৈরির অ্যাপটি খুবই জনপ্রিয় একটি Cartoon Maker App. এখানে আপনি অনেক Animation দেখতে পাবেন, যার সাহায্যে আপনি জীবন্ত কাটুন বানাতে পারবেন।

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড 10 মিলিয়নের বেশি এবং রেটিং 4.5+ এছাড়াও এই অ্যাপটি গুগল প্লে স্টোরের সবচেয়ে জনপ্রিয় কাটুন ভিডিও তৈরি করার অ্যাপ, যার কারণে Google Play Store Best App 2017 তে এর নাম এসেছিল।

আপনি যদি কাটুন ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি এই অ্যাপ নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি নিজের কাটুন ক্যারেক্টর বানাতে পারবেন। যেমন আপনি মুটু পাতলু দেখেন। এই অ্যাপে কি কি ফিচার্স আছে, তা দেখে নেওয়া যাক –

  • এই অ্যাপে আপনি Animation Timeline দেখতে পাবেন।
  • এখানে আপনি Text ব্যবহার করতে পারবেন।
  • এখানে আপনি Drawing Tool পাবেন, যার সাহায্যে নিজের কাটুন ক্যারেক্টর বানাতে পারবেন।
  • Drawing Layer দেখতে পাবেন।
  • Cartoon Video তৈরি করে সরাসরি Youtube এ আপলোড করতে পারবেন।
  • ভিডিও তে Voice Over করার জন্য Audio Library থাকছে।
  • আপনি এখানে Voice Recording করেও Voice Over করতে পারবেন।
  • Cartoon Video তৈরি করার পর সেটাকে MP4 বা gif format এ সেভ করতে পারবেন।

TweenCraft

TweenCraft Cartoon Maker App

TweenCraft: এই অ্যাপটি জনপ্রিয় একটি Cartoon Video Maker App এখানে আপনি অনেক কাটুন ক্যারেক্টর দেখতে পাবেন। এই কাটুন ক্যারেক্টর গুলো ব্যবহার করে আপনি কাটুন ভিডিও তৈরি করতে পারবেন। এটা সম্পুর্ন ফ্রি একটি অ্যাপ যা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন।

Advertisement

আপনি যদি একবারে নতুন হন, তাহলে এই অ্যাপটি আপনার অনেক সাহায্য করবে ভিড়িও তৈরি করার জন্য। আপনি এখানে ফ্রি কাটুন ক্যারেক্টর দেখতে পাবেন, যেগুলোর সাহায্যে আপনি নিজের মতো করে ভিডিও তৈরি করতে পারবেন।

এই অ্যাপটির গুগল প্লে স্টোরে ডাউনলোড 1 মিলিয়ন এবং রেটিং 3.9+ যা একটা ভালো অ্যাপ হওয়ার ইঙ্গিত দেয়। আসুন দেখে নেওয়া যাক কি কি ফিচার্স আছে এই TweenCraft অ্যাপে –

  • এখানে আপনি Cartoon Video এবং Comics বানাতে পারবেন।
  • এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর পাবেন, ভিডিও তৈরি করার জন্য।
  • Video Background পরিবর্তন করার অপশন দেখতে পাবেন।
  • এখানে আপনি Cartoon Frame দেখতে পাবেন।
  • এখানে কাটুন ক্যারেক্টরের জন্য Sound Record করার অপশন দেখতে পাবেন।
  • এখানে নিজের তৈরি ভিডিও চালিয়ে দেখতে পারবেন।
  • TweenCraft তৈরি ভিডিও সেভ করার জন্য Export অপশন দেখতে পাবেন।

Plotagon Story

Plotagon Story Creator Cartoon App

Plotagon Story: এই অ্যাপটিও একটি জনপ্রিয় কাটুন ভিডিও তৈরি করার অ্যাপ। এখানে আপনি Normal থেকে Professional কাটুন ভিডিও তৈরি করতে পারবেন। এখানে প্রচুর কাটুন ক্যারেক্টর এবং থিম দেখতে পাবেন, যার মধ্যে কিছু ফ্রি আছে।

আপনি যদি এখানে Professional কাটুন ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। আমার মতে, এখানে যত ফ্রি ফিচার্স আছে সেগুলোই ব্যবহার করে শেষ করতে পারবেন না। আপনি নিজে এই অ্যাপটি কিছু সময়ের জন্য ব্যবহার করে ছিলাম। এখানে আপনি অসাধারণ লেভেলের কাটুন ভিডিও তৈরি করতে পারবেন।

Plotagon Story অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন। এই অ্যাপের ডাউনলোড 1মিলিয়ন এবং রেটিং 4+ এটি সম্পুর্ন ফ্রি একটি Cartoon Video Maker App. এই অ্যাপে কি কি ফিচার্স আছে তা নিচে আলোচনা করা হয়েছে –

Advertisement
  • এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর দেখতে পাবেন।
  • আপনি ফ্রি থিম বা Screen ব্যবহার করতে পারবেন।
  • কাটুন ক্যারেক্টরের জামা-পেন্ট, ফেস, কালার পরিবর্তন করতে পারবেন।
  • Sound Record করতে পারবেন, কাটুন ক্যারেক্টরের জন্য।
  • কাটুন ক্যারেক্টরে বিভিন্ন ধরনের অ্যাফেক্ট ব্যবহার করতে পারবেন।

MJOC2

Advertisement
MJOC2 Cartoon Maker App

MJOC2: একটি খুবই জনপ্রিয় অ্যাপ। আপনি ইউটিউব এ Make of Joke নামে একটি কাটুন চ্যানেল দেখতে পাবেন। এই চ্যানেলে যত ভিডিও এই অ্যাপের মাধ্যমে তৈরি করা। এখানে আপনি লাইভ ভিডিও তৈরি করতে পারবেন।

এই অ্যাপটি অসাধারণ একটি কাটুন ভিডিও তৈরি করার অ্যাপ। আপনি যদি সঠিক ভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি খুবই সহজে ভাইরাল হতে পারবেন। এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর এবং ফ্রি থিম দেখতে পাবেন।

যা আপনার কাটুন ভিডিও তৈরি করতে খুব সাহায্য করবে। আপনি এই অ্যাপ নিয়ে কাজ করতে পারেন। এখন দেখে নেওয়া যাক এই অ্যাপের ফিচার্স কি আছে –

  • এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর দেখতে পাবেন।
  • আপনি ফ্রি থিম বা ইনভাইরমেন্ট ব্যবহার করতে পারবেন।
  • Live Cartoon Video তৈরি করতে পারবেন।
  • কাটুন ক্যারেক্টরের জন্য Sound Record করতে পারবেন।
  • Cartoon Video Record করতে পারবেন।

Make Joke Of Creator

Make of Joke Creator Cartoon Maker App

Make Joke Of Creator: এই অ্যাপটি MJOC2 অ্যাপের মতোই। এখানে আপনি ঠিক একই ভাবে কাটুন ভিডিও তৈরি করতে পারবেন। এই অ্যাপটি সম্পুর্ন ফ্রি একটি অ্যাপ। এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর ব্যবহার করতে পারেন এবং থিম ব্যবহার করতে পারেন।

Make Joke Of Creator অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড় করতে পারবেন। একজন নতুন Cartoon Video Maker এর জন্য সবচেয়ে সহজ‌ অ্যাপ। এই অ্যাপে কি কি ফিচার্স আছে তা দেখে নেওয়া যাক –

Advertisement
  • এখানে আপনি ফ্রি কাটুন ক্যারেক্টর এবং থিম দেখতে পাবেন।
  • আপনি এখানে কাটুন ক্যারেক্টর এবং থিম কিনতে পারবেন, এরজন্য আপনাকে এখানে পয়েন্ট জড়ো করতে হবে।
  • এখানে কাটুন ক্যারেক্টরের জামা-কাপড়, কালার, পরিবর্তন করতে পারবেন।

আমি যে Android ফোনে কাটুন তৈরি করার সেরা ৫টি অ্যাপ নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়ে আপনি যদি কাজ করতে পারেন। তাহলে আপনি খুবই সহজে ভিডিও ভাইরাল করতে পারবেন।

Conclusion

আমি যে Top 5 Cartoon Maker App For Smartphone নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো অ্যাপ আমি নিজে ব্যবহার করার পর এই পোস্টটি শেয়ার করলাম। এই পাঁচটি অ্যাপের মধ্যে আপনি যদি সবচেয়ে সহজ অ্যাপ কোনটা জানতে চান, তাহলে আমি বলবো TweenCraft, Plotagon MJOC2 এই তিনটির মধ্যে একটা নিয়ে কাজ করুন।

আমি প্রথমের Flipaclip এর কথা বললাম না, এরকারন হচ্ছে। এই অ্যাপটি Advance Level এর কাটুন ভিডিও মেকারদের জন্য। আপনি যদি কাটুন ভিডিও তৈরি সমন্ধে কিছু না জানেন তাহলে এটি আপনার জন্য নয়। আসা করি আপনি বুঝতে পেরেছেন।

FAQs.

কাটুন ভিডিও বানিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব ?

কাটুন ভিডিও বানিয়ে আপনি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

Best Cartoon Maker App For Smartphone 2022.

Best Cartoon Maker App For Smartphone 2022 is Flipaclip.

Advertisement

মোবাইল দিয়ে কাটুন ভিডিও তৈরি করার উপায় কি?

আপনি যদি মোবাইল দিয়ে কাটুন ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে Cartoon Maker App ডাউনলোড করতে হবে।

Latest Posts ❤️

Advertisement

Advertisement

Leave a Comment