how To Change Mobile Number Aadhaar | আধার কার্ড

Advertisement
Advertisement

আজকের আলোচনাতে আমি আধার কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায়(how To Change Mobile Number Aadhaar) নিয়ে আলোচনা করবো। আজকের সময় আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। আর তারচেও বড়ো বিষয় হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা। বর্তমান সময়ে আপনি যে কাজের জন্য জান না কেন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার থাকতে হবে।

আমাদের মধ্যে ‌অনেকেই আছেন, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। আবার, এমন অনেক মানুষ আছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল। কিন্তু মোবাইল বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে। এই সময় আপনাকে নতুন মোবাইল নাম্বার আধার কার্ডে লিঙ্ক করতে হয়।আমি এই অ্যাটিকেলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার সমস্ত উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো(how To Change Mobile Number Aadhaar) আপনি যদি আধার কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করে চান তাহলে সঙ্গে থাকুন।

Advertisement
how To Change Mobile Number Aadhaar

আরো পড়ুন;

মোবাইল থেকে টাকা ইনকাম করার উপায়

Advertisement

UIDAI এর নতুন আপড়েট FaceRD App

Advertisement

how To Change Mobile Number Aadhaar

আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা কোনো কারণ বসত যদি মোবাইল নাম্বার হারিয়ে যায়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি সামান্য কিছু স্টেপ অনুসরণ করে, আধার কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়(how To Change Mobile Number Aadhaar) –

• সর্বপ্রথম আপনি আপনার নিকটবর্তী Aadhaar Enrolment Center এ চলে যান।

• এখানে আপনি Aadhaar Update or Aadhaar Correction Form নিন, এবং সেটা ফিলাপ করুন।

• ফর্মে আপনি Mobile Number Update এ টিক করবেন। এছাড়া, আপনি যদি অন্য কিছুও আপডেট করতে চান, সেটাতেও টিক করুন।

• এরপর, ফর্মটা জমা করে দিন, এবং আপনাকে ৫০ টাকা দিতে হবে Mobile Number Update করার জন্য।

Advertisement

• এরপর, আপনার Biomatric Scan করা হবে, এবং আপনাকে একটা acknowledgement Slip দেওয়া হবে। এটার সাহায্যে আপনি Mobile Number Update Stutus দেখতে পাবেন।

এইসব প্রক্সিয়া সম্পুর্ন হলে, আপনার প্রথমদিন থেকে ৯০ দিনের মধ্যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। যদিও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক মাত্র ৫-৭ দিনের সময় লাগে।

How to verify mobile number in Aadhaar online

আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই সেটা আমার কিভাবে দেখতে পারবো(How to verify mobile number in Aadhaar online) আপনি যদি জানতে চান, যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই, বা কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তাহলে আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করুন –

• সর্বপ্রথম আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – UIDAI

• এখানে আসার পর আপনি একটু নিচের দিকে আসুন, এখানে আপনি Aadhaar Services অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

Advertisement

• Aadhaar Services অপশনে আপনি Verify Email/Mobile Number অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

• এখন আপনার সামনে নতুন অপশন চলে আসবে, এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিন।

• এরপর, ক্যাপচা কোড় বসিয়ে Send OTP তে ক্লিক করুন।

• এখন আপনার মোবাইলের উপরে একটা মেসেজ চলে আসবে। আপনার মোবাইল যদি লিঙ্ক থাকে তাহলে Green বক্সে লেখা আসবে, “আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে” আর যদি লিঙ্ক না থাকে তাহলে Red বক্সে লেখা আসবে, “আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই”

এই ভাবে আপনি নিজের দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই। এছাড়াও, আপনি যেকারো দেখতে পারবেন(how to Change Mobile Number Aadhaar)

Advertisement

How to Book Appointment Mobile Number Update

আপনি যদি নিজের মোবাইল থেকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক(how To Change Mobile Number Aadhaar) করতে চান, তাহলে আপনাকে প্রথমে Appointment নিতে হবে এবং আপনাকে একটা একটা Slot Book করতে হবে। আমি আজকে আলোচনা করবো যে আপনি কিভাবে Appointment Book করবেন(How to Book An Appointment For Mobile Number Update) আপনি জানতে চান, তাহলে নিচের উপায় গুলো অনুসরণ করুন –

• প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – UIDAI

• এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন Get Aadhaar অপশন।

• এখানে আপনি Book An Appointment অপশনে ক্লিক করুন।

• এখানে আপনি কিছু লেখা দেখতে পাবেন। এখন আপনি নিচে চলে আসুন এবং শেষের অপশন ক্লিক করুন –Proceed to Book Appointment (Book an Appointment at Registrar run Aadhaar Seva Kendra)

Advertisement

• এখানে আপনি মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড় বসিয়ে send OTP তে ক্লিক করুন, এবং ওটিপি ভেরিফাই করে নিন এবং আগে করুন।

• এখন আপনার সামনে New Enrollment And Update Aadhaar অপশন চলে আসবে। আপনি এখানে Update Aadhaar অপশন ক্লিক করুন।

• এখন নাম, আধার নাম্বার, Resident Type – Indian Resident রেখে, নিচের দিকে What Do You Want To Update থেকে নিচে Mobile Number এ টিক করুন, এবং আগে করুন।

• এখন আপনার সামনে নাম, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার চলে আসবে সব ঠিক থাকলে আগে করুন।

• এতটুকু করার পর আপনার Appointment Book হয়ে যাবে।

Advertisement

• এখন আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টার বেছে নিতে হবে। এরজন্য আপনি সেন্টারের নাম, এলাকার পিনকোড়, বা রাজ্য, জেলা দিয়ে সার্চ করে নিন।

• এখানে আপনাকে একটা তারিখ দেওয়া হবে, যে তারিখে আপনি সেই সেন্টারে গিয়ে টাকা দিয়ে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন।

How To Change Mobile Number in Aadhaar FAQs.

How to Change Mobile Number Aadhaar?

Advertisement

Yes, 1) First You Visit Nearly Aadhaar Update Center 2) Fill Aadhaar Update Form 3) Submit Form And Pay 50Rupees 4) Scan Biomatric 5) Your Mobile Number Update Done 1 to 90 Days

What documents are required for Change Mobile Number in Aadhaar?

No, documents are required for Change Mobile Number in Aadhaar.

How Match Charge for Change Mobile Number in Aadhaar?

50 Rupees Charge for Change Mobile Number in Aadhaar.

Advertisement

Latest Posts ❤️

Advertisement

Leave a Comment