cheapest mobile phone: আপনি যদি সবচেয়ে কম দামের মধ্যে একটা স্মাটফোন নিতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি 2023 এ সবচেয়ে কমদামের ৫টি মোবাইল Vivo, Realme, Micromax, Nokia, Redmi নিয়ে আলোচনা করবো। যা আপনার জন্য খুবই সুন্দর হবে।
Table of Contents
আজকের সময় মোবাইল কতটা প্রয়োজন তা বলতে হবে না। বুড়ো থেকে বাচ্চা সবার মোবাইল আছে, তবুও কিছু সংখ্যক লোক যারা মোবাইল কিনতে পারছেন না বেশি দামের জন্য। বাজারে ১০০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পয়ন্ত মোবাইল আছে। এখানে আমার ১০০০ টাকার মোবাইল এর সঙ্গে ১.৫ লাক্ষের মোবাইল এর তুলোনা করবো না।
আমরা কম দামের মধ্যে ভালো কিছু মোবাইল নিয়ে আলোচনা করব, যা একটা সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট। আজকের আলোচনাতে ৫টি মোবাইল নিয়ে আলোচনা করব যা দাম খুবই কম। বলতে পারেন “2023 এর বেস্ট ফোন” প্রতিটা ফোন ব্র্যান্ডেট কোম্পানির। আপনিও যদি কমদামের অ্যান্ড্রয়েড ফোন নিতে চান তাহলে একবার এখানে দেখেনিন।
Best 6 Mobile Phone under 5000 | ৫ হাজার টাকার ভালো মোবাইল ফোন |
Advertisement
cheapest mobile phone (2023 এ সবচেয়ে কমদামের ৫টি মোবাইল)
- Infinix Smart 5A
- Nokia C01 Plus
- Karbonn X21
- Redmi 7A
- Itel A48
cheapest mobile phone– Infinix Smart 5A
1️⃣ Infinix Smart 5A : এই মোবাইলটি Indian কোম্পানির তৈরি স্মাট ফোন, এই মোবাইলটির তিনটি কালার ভেরিয়েন্ট এ বাজারে পাওয়া যাচ্ছে।এই মোবাইলটিতে আছে ২জিবি রেম এর সাথে ৩২জিবি ইন্টানেল মেমোরি।
প্রসেসর আছে MediaTak Helio A20 ( Quad Core 1.8GHz), Front & Rear Camera আছে, Display 6.2 HD+ Battery 5000mAH, Duel Sim এছাড়া এক বছরের গ্যারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন মাত্র ৬.৯৯৯ টাকায়। এই মোবাইল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন – Infinix Smart 5A
cheapest mobile phone – Nokia C01 Plus
2️⃣ Nokia C01 Plus: নোকেয়া মোবাইল সম্পর্কে কারো হয়তো অজানা নেই, পুর বিশ্বের সবচেয়ে বিশ্বাস যোগ্য মোবাইল ফোন Nokia. Nokia C01 Plus দুটি কালারে বাজারে অ্যাবেলেবেল আছে। এই ফোনে থাকছে ২জিবি রেম এবং ১৬জিবি ইন্টারনেল স্টোরেজ, প্রসেসর Unisoc SC9863A, Front & Rear Camera, Display 5.45 HD+, Battery 3000mAH, এক বছরের গ্যারেন্টির সাথে এই মোবাইল এর দাম ৬.১৯৯ টাকা। এই মোবাইল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন – Nokia C01 Plus
cheapest mobile phone – Karbonn X21
3️⃣ Karbonn X21: Karbonn মোবাইল ভালো একটা মোবাইল এক সময় সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন। Karbonn X21 একটা কালারে বাজারে পাওয়া যাবে, এই ফোনে ২জিবি রেম এবং ৩২জিবি ইন্টারনেল স্টোরেজ থাকছে, প্রসেসর Octa Core, Front & Rear Camera, Display 5.45 HD+, Battery 3000mAH এছাড়া ফোনের গ্যারেন্টি এক বছরের আর বাকি জিনিসের ছয় মাসের গ্যারেন্টি। এই মোবাইল ফোনের দাম ৫.৯৮৯ টাকা। এই মোবাইল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন – Karbonn X21
cheapest mobile phone – Redmi 7A
4️⃣ Redmi 7A: এই ফোনটি ভারতেই তৈরি করা হয়, এই ফোনটি দুটি ভ্যারিয়েন্ট এ বাজারে আসছে ১৬জিবি এবং ৩২জিবি এবং তিনটি কালার ভেরিয়েন্ট আছে, এই ফোনটিতে ২ জিবি রেম থাকছে, প্রসেসর Qualcomm Snapdragon 439, Front & Rear Camera, Display 5.45 TFT IPS, Battery 4000mAH এছাড়া ব্যান্ড গ্যারেন্টি দুই বছরের এবং সকল অ্যাসেসিরিজ এর ছয় মাসের গ্যারেন্টি। এই ফোনটির দাম ৭.৯৯০ টাকা কিন্তু ১৬ জিবি দাম কম হবে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন – Redmi 7A
cheapest mobile phone – Itel A48
5️⃣ Itel A48: এই ফোনটি নাম চাইনিজ মনে হলেও এটা ভারতীয় তৈরি ফোন, এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট এর আছে, ২জিবি রেম এবং ৩২জিবি ইন্টারনেল স্টোরেজ থাকছে, প্রসেসর Quad Core, Front & Rear Camera, Display 6.1, Battery 3000mAH এবং ফেস লক আর ফিঙ্গার প্রিন্ট দুটোই আছে, এছাড়া এক বছরের মেনুফ্যাক্চার গ্যারেন্টি। এই মোবাইল ফোনটির দাম ৬.০৩৯ টাকা। এই মোবাইল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন – Itel A48
আপনি যদি এই 5টি মধ্যে যেকোনো একটা মোবাইল কিনতে চান, তাহলে আপনি amazon বা flipcart এর মত বড়ো মার্কেট থেকে কিনতে পারেন | আমি আপনাদের সুবিধার্থে প্রতিটি মোবাইল এর কেনার লিংক নিচে দেয়েছি |
আপনি যদি 2023 এর আরো কমদামের মোবাইল সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এই আর্টিকেল এর নিচে কমেন্ট করে জানতে পারেন বা আমার telegram group জয়েন করতে পারেন | এখানে আপনি সব ধরনের উত্তর পেয়ে যাবেন |