Duare Sarkar Camp 2022: দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হয়ে। দুয়ারে সরকার ক্যাম্প ২০২২ এর লিস্ট..

Advertisement
Advertisement

 Duare Sarkar Camp 2022

দুয়ারে_সরকার_Duare_Sarkar

Advertisement

    Advertisement

    1. Duare Sarkar Camp:

    এই “Duare Sarkar” (Government at doorstep) প্রকল্প পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের নতুন একটি প্রকল্প(Scheme) চালু করেছে। এই দুয়ারে সরকার ক্যাম্প ২০২০এর ডিসেম্বর মাসে শুরু করা হয়। এই “Duare Sarkar Camp” পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি গ্ৰামে এই সুবিধা প্রদান করবেন। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল, সরকার সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা এই “দুয়ারে সরকার” ক্যাম্প এর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২২ এর ফেব্রুয়ারি মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্প পুনরায় চালু করেছে। তবে, দুয়ারে সরকারের শেষ ক্যাম্প হয়ে ছিল ২০২১ এর আগস্ট মাসে। আজকের আলোচনাতে আমরা Duare Sarkar Camp সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে জানতে চান তাহলে সঙ্গে থাকুন।

    Advertisement

    2. About Duare Sarkar Camp / দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে বিস্তারিত।

    এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প যার নাম দেওয়া হয়, “Duare Sarkar Camp” এই প্রকল্প ২০২০ সালের ডিসেম্বর মাসে শুরু করা হয়। দুয়ারে সরকার এর শেষ ক্যাম্প হয়ে ছিল- ২০২১ এর আগস্ট মাসে। এবং আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে ২০২২ এর ফেব্রুয়ারি মাস থেকে। এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক পাবে। এই প্রকল্পের আরো একটি উদ্দেশ্য হল, যেকোনো অভিযোগ এর সমাধান করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ প্রদান করা। Duare Sarkar Camp এটা একটা অফলাইন ভার্সন এখানে যা কিছু হয়, সব অফলাইনে। অর্থাত, আপনাকে নিজে যেতে হবে। এটা পশ্চিমবঙ্গের প্রকল্প হওয়ার জন্য এই ওয়েবসাইট হল- wb.gov.in

    3. দুয়ারে সরকার ক্যাম্প ২০২২ এর লিস্ট / Schedule of Duare Sarkar Camp 2022

     ২০২২ এর দুয়ারে সরকার ক্যাম্প বসার যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তা হল 15-02-2022 থেকে 21-02-2022 এটা প্রথম তারিখ দুয়ারে সরকার ক্যাম্প এর এবং দুয়ারে সরকার ক্যাম্প বসার দ্বিতীয় তারিখ হল 01-03-2022 থেকে 07-03-2022 পয়ন্ত।

    Advertisement

    4. Delivery of Benifits / Certificates 

    Duare Sarkar Camp এর Benifits / Certificates বিতরণ করার তারিখ হল 08-03-2022 থেকে 15-08-2022 তারিখ। 

    5. Registration Process For Duare Sarkar Camp / দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার নিয়ম?

    দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার কিছু নিয়ম:

    ১. প্রথমে আপনি আপনার আসে পাশের দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে।

    ২. আপনাকে আপনার I’d Proof এবং Address Proof নিয়ে যেতে হবে।

    Advertisement

    ৩. এছাড়া, আপনি আপনার Caste Certificate এবং অন্যান্য কাগজপত্র নিয়ে যাবেন।

    ৪. এখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পর সেই কাউন্টারে যাবেন, যার জন্য আপনি আবেদন করতে চান।

    ৫. এখন আপনার নাম এবং জাবতীয় তথ্য দুয়ারে সরকার ক্যাম্পর কর্মচারীরা তাদের কোম্পিউটার এ সেভ করে নিবে।

    ৬. এখন আপনাকে “Duare Sarkar Registration Number” দেওয়া হবে। এটাই শেষ স্টেপ Duare Sarkar Registration করার।

    Advertisement

    6. What Services Provided at Duare Sarkar Camp / দুয়ারে সরকার ক্যাম্পে কি সুবিধা দেওয়া হয়?

    পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে “Duare Sarkar” ক্যাম্পগুলি নিচের এই সুবিধা গুলো প্রদান করে থাকেন:

    7. Addressing Grievances / অভিযোগ সম্বোধন

    দুয়ারে সরকার প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রতিদিনের ভিত্তিতে জনগণের সমস্যার সমাধান করা। যে কেউ তাদের এলাকার যেকোনো সমস্যার অভিযোগ করতে পারবেন, এই “দুয়ারে সরকার ক্যাম্পে” গিয়ে। এর ফলে সাধারণ মানুষের সময় এবং অথ্য উভয় বাঁচাতে পারবেন। এই ক্যাম্পে উপস্থিত কর্মকর্তারা আপনার সমস্যার উপর ভিত্তি করে, সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই ক্যাম্পে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের প্রকল্পে আবেদন করতে পারবেন। আর, এই দুয়ারে সরকার ক্যাম্পের মূখ্য উদ্দেশ্য হল, যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করার নিয়ম বা প্রোসেস সহজ করা। 

    8. দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পে আবেদন করা যাবে / Schemes to apply for at Duare Sarkar Camp?

    দুয়ারে সরকার ক্যাম্পে নিচের এই সকল প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।(Schemes Name Of Duare Sarkar Camp)

    ১. লক্ষীর ভান্ডার(Laxmi Bhandar)

    Advertisement

    ২. সাস্থ-সাথী(Swasthya Sathi)

    ৩. কন্যাশ্রী প্রখল্প(Kanyashree Prakalpa)

    ৪. ইস্টুডেন্ট ক্সাডিট কার্ড(Student Credit Card)

    ৫. খাদ্যসাথী(রেশন কার্ড)(Kadyasathi Ration Card)

    ৬. কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)

    Advertisement

    ৭. শিক্ষাশ্রী প্রকল্প( Sikhashree Prakalpa)

    ৮. রুপশ্রী প্রকল্প(Rupashree Prakalpa)

    ৯. বান্ধক্য ভাতা / বিধ্বা ভাতা ( Bardhoka Bhata / Old Age Bhata)

    ১০. প্রতিবন্ধি ভাতা(Protibondi Bhata)

    ১১. বিধবা ভাতা (Bidhoba Bhata)

    Advertisement

    ১২. জয় জহর বা তপশিলি বন্ধু( Jai Johar/Taposili Bandhu)

    ১৩. আয়কাশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

    ১৪. ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু(Bank Account Opening)

    ১৫. মানাবিক প্রকল্প(MANABIK Scheme)

    ১৬. জমির রেকর্ড (Agriculture Land Records Correction)

    Advertisement

    ১৭. ১০০ দিনের কাজ(100 Days Works)

    ১৮. কৃষক বন্ধু(Krishak Bandhu)

    9. দুয়ারে সরকার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন / Eligibility For Duare Sarkar Camp?

    দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার বিস্তারিত নিচে দেওয়া হল।

    ১. সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।

    Advertisement

    ২. যে কোনো ধরনের অভিযোগ থাকলে ক্যাম্পে গিয়ে করতে পারবেন।

    ৩. পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যদি আপনি তার যোগ্য হয়ে থাকেন।

    10. দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাগজপত্র লাগবে / Document Required For Duare Sarkar Camp?

    দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়, তবে সাবার ক্ষেত্রে যে কাগজপত্র/Documents এর প্রয়োজন হবে তা হল-

    ১. আধার কার্ড (Aadhaar Card)

    Advertisement

    ২. ভোটার কার্ড (Voter Card)

    ৩. রেশন কার্ড (Ration Card)

    ৪. মোবাইল নাম্বার (Mobile Number)

    ৫. নিজের ফটো (Passport Size Photo)

    Advertisement

    11. FAQ.

    1. দুয়ারে সরকার ক্যাম্প কবে চালু হবে / Duare Sarkar Camp Start Date 2022?

    Answer: দুয়ারে সরকার ক্যাম্প এই বছর অর্থাত ২০২২ এর ফেব্রুয়ারি মাসে 15-02-2022 থেকে চালু হবে।

    2. কারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন / Eligibility For Duare Sarkar Camp?

    Answer: Duare Sarkar Camp এ পশ্চিমবঙ্গের স্থায়ী প্রতিটি নাগরিক আবেদন করতে পারবেন। 

    Advertisement

    Advertisement

    Leave a Comment