E Shram Card Payment Check 2023 | অনলাইনে ই শ্রম কার্ডের টাকা চেক | ই শ্রম কার্ডের টাকা | ই শ্রম কার্ডের ব্যালেন্স চেক করার উপায় | ই শ্রম কার্ড তৈরি করার উপায় |
E Shram Card Payment Check 2023(অনলাইনে ই শ্রম কার্ডের টাকা চেক): আপনি তো এই Portal এর নাম নিশ্চয়ই শুনেছেন। এই E Shram Card Yojana Payment Stutus দেখতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই। আপনি যদি এই E Shram Card Yojana তে নাম রেজিস্ট্রেশন করেছেন তারা ভারত সরকারের পক্ষ থেকে 1000 টাকা করে পাবেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার E Shram Card করার সময় দিয়েছিলেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ টাকাটা আসবে। কিন্তু, এই টাকা আপনার অ্যাকাউন্ট এ আসলো কি না এটা কিভাবে, চেক করবেন, How To Check E Shram Card Payment Stutus.
E Shram Card Registration Prosess (ই-শ্রম কার্ড কিভাবে বানাবেন)
E Shram Card Registration আপনি বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। ই-শ্রম কার্ড করার জন্য আপনাকে ই-শ্রম পোটাল (E Shram Portal) এ গিয়ে করতে হবে। কিন্তু, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে একজন শ্রমিক হতে হবে। এবং আপনার কোনো EPFO Account বা UAN Number থাকলে আপনি এই ই-শ্রম কার্ড করতে পারবেন না। আপনি যদি নিজে এই কার্ড করতে চান তাহলে আপনার আধার কার্ড (Aadhar Card) এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
আর যদি আপনি নিজে না করতে পারেন তাহলে আপনি আপনার আসে পাশের কোনো CSC Center এ গিয়ে কিছু টাকা খরচ করে করতে পারবেন।
E Shram Card Payment Check 2023(অনলাইনে ই শ্রম কার্ডের টাকা চেক)
Authorized By | Government Of India |
Post Type | Govt. Yojana |
Benefits | ₹1000 |
Beneficiary | All Indian |
Apply Mode | Online |
States | All States |
Official Website | Click Here |
Kara Kara E Shram Card Banate Parbe(কারা কারা ই-শ্রম কার্ড বানাতে পারবেন)
Who’s Can Make E Shram Card, ই-শ্রম কার্ড প্রায় সবাই করতে পারবেন, শুধু আপনাকে একজন শ্রমিক হতে হবে। আর আজকের দিনে প্রায় বেশির ভাগ গ্ৰামীন এলাকার লোকজন শ্রমিক এর কাজ করে। এই কার্ড শহর ও গ্রামের সকল প্রকার শ্রমিক যেমন- রাজমিস্ত্রি, কৃষক, কাঠমিস্ত্রি, দুধয়াওলা, ফলয়াওলা আরো বিভিন্ন ধরনের শ্রমিকরা করতে পারবেন।
ই-শ্রম কার্ড নিজে মোবাইল দিয়ে তৈরি করতে চাইলে এই ভিডিও দেখতে পারেন Click Here 👈
E Shram Card Payment Check 2023 Decuments (ই শ্রম কার্ডের টাকা চেক করতে কি ডকোমেন্ট লাগবে)
আপনি যদি ই শ্রম কার্ডের ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনি দুটি উপায়ে ই শ্রম কার্ডের টাকা চেক করতে পারবেন। একটা অনলাইনে আর অফলাইনে। কিন্তু দুটি উপায়েই E Shram Card Payment Check করার জন্য নিচের ডকোমেন্ট গুলো কাজে লাগবে –
- আধার কার্ড (Aadhaar Card)
- ই শ্রম কার্ড (E Shram Card)
E Shram Card Payment Check 2023 Offline (ই-শ্রম কার্ডের টাকা চেক অফলাইনে)
- আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার এ আসা SMS চেক করে দেখতে পারবেন।
- আপনি নিজে ব্যাঙ্কে গিয়ে টাকা চেক করতে পারেন।
- আপনি আপনার ব্যাঙ্কের পাসবুক প্রিন্ট করে চেক করতে পারবেন।
- আপনি যদি GPay, Phonepe, Paytm ইত্যাদি ব্যবহার করেন তাহলে এখান থেকেও চেক করতে পারবেন।
- আপনি আপনার আসে পাশের কোনো CSC Center এ গিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন।
এই সকল উপায়ে আপনি আপনার ই-শ্রম কার্ড এর টাকা চেক করতে পারবেন।
E Shram Card Payment Check 2023 Online (অনলাইনে ই শ্রম কার্ডের টাকা চেক)
- সর্বপ্রথম আপনাকে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এখানে আসার পর আপনি হোম পেজে চলে আসুন।
- এখানে আপনি Workers বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এরপর, আপনার সামনে নিজের জেলা সিলেক্ট করার অপশন চলে আসবে। আপনি নিজের জেলার নাম খুঁজে সেখানে ক্লিক করুন।
- এরপর, আপনি গ্ৰামে না শহরে বাস করেন সেটা সিলেক্ট করতে হবে।
- এই সবকিছু ঠিকঠাক পূরণ করা হলে, আপনি সাবমিট অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে আপনার গ্ৰামের সমস্ত ই শ্রম কার্ডের লিস্ট চলে আসবে। এখানে নিজের নাম খুঁজুন।
- আপনার নাম যদি ই শ্রম লিস্টে থাকে তাহলে আপনি ই শ্রম কার্ডের টাকা পাবেন।
E Shram Card First Payment (ই-শ্রম কার্ড এর প্রথক কিস্তির টাকা কবে আসবে)
E Shram Card First Payment 2023 এর প্রথম থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। আপনার যদি ই শ্রম কার্ড থাকে তাহলে আপনি ই শ্রম কার্ড তৈরি করার ১০-১৫ দিনের মধ্যেই ই শ্রম কার্ডের টাকা পেয়ে যাবেন। E Shram Card First Payment দেওয়া হয়েছিল অক্টোবর ২০২২ এ। কিন্তু, এখন সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন মাস শুরুর ১০-১৫ দিনের মধ্যেই ই শ্রম কার্ডের টাকা(E Shram CardPayment Check 2023)পেয়ে যাবেন।
FAQs E Shram Card Payment Check 2023
Q. ই শ্রম কার্ডের টাকা চেক করার উপায় ?
উত্তর: ই শ্রম কার্ডের টাকা আপনি দুটি উপায়ে চেক করতে পারবেন। অনলাইনে আর অফলাইনে। আমি এই বিষয়ে বিস্তারিত একটি অ্যার্টিকেল লিখেছি, যার উপরে দেওয়া আছে।
Q. ই শ্রম কার্ডে কত টাকা দেওয়া হয় ?
উত্তর: ই শ্রম কার্ডে ১০০০ টাকা করে দেওয়া হয়।
Q. কারা ই শ্রম কার্ডের টাকা পাবে ?
উত্তর: ই শ্রম কার্ডের টাকা পাবেন – কৃষক, রাজমিস্ত্রি, দোকানদার, ফিরিওয়ালা এক কথায় ভারতে যত ধরনের শ্রমিক আছে। তারা সবাই ই শ্রম কার্ডের টাকা পাবে। কিন্তু এরজন্য আপনাকে আগে ই শ্রম কার্ড তৈরি করতে হবে।
Q. মোবাইল দিয়ে ই শ্রম কার্ড তৈরি করার উপায় ?
উত্তর: মোবাইল দিয়ে ই শ্রম কার্ড তৈরি করার জন্য আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং CSP ID লাগবে। তাহলেই আপনি মোবাইল দিয়ে ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন।
Important Links E Shram Card Payment Check 2023
CB Official Website | Click Here |
CB Telegram Group | Click Here |
WB Scholarship News | Click Here |
E Shram Card Website | Click Here |