Electric Bill: মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করুন ১ মিনিটে। Electric Bill Payment With Mobile | canbebangali

Advertisement
Advertisement

Electric Bill: বর্তমান সময়ে আমাদের সবার বাড়িতেই বিদ্যুৎ আছে। যার কারণে আমাদের ইলেকট্রিক বিল জমা করতে হয়। কিন্তু অনেক সময় আমরা সময়ের অভাবে টাইমে ইলেকট্রিক বিল জমা করতে পারি না, যার কারণে আমাদের ফাইন দিতে হয়। তাই আজকে আমি মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করুন ১ মিনিটে। Electric Bill Payment With Mobile এই বিষয়ে আলোচনা করবো। আপনি যদি আর ফাইন না দিতে চান তাহলে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। তাহলে আপনি মোবাইল দিয়ে নিজের ইলেকট্রিক বিল জমা করতে পারবেন।

Electric Bill: মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করুন ১ মিনিটে। Electric Bill Payment With Mobile | canbebangali

আরো পড়ুন; মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়।

Advertisement

মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করার উপায় ।

আপনি যদি নিজের মোবাইল দিয়ে বাড়ির ইলেকট্রিক বিল জমা করতে চান, তাহলে আপনি কোনো ধরনের অসুবিধা ছাড়াই এটা করতে পারবেন। আমাদের গ্ৰামের মানুষ ভাবে যে মোবাইল দিয়ে কিভাবে ইলেকট্রিক বিল জমা করা সম্ভব। আসলে এটা সত্তি আপনি নিজের মোবাইল দিয়ে নিজের এবং অন্যের ইলেকট্রিক বিল জমা করতে পারবেন। মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করার জন্য আপনাকে কি করতে হবে তা নিচে আলোচনা করা হয়েছে। আপনি মোবাইল সাহায্যে নিজের Electric Bill জমা করতে পারবেন, এছাড়াও আপনি অন্যের Bill জমা করে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে সেটা নিয়ে নিচে আলোচনা করবো।

Phonepe এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার উপায়।

Phonepe এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা

আপনি যদি নিজের মোবাইলে Phonepe ব্যবহার করে থাকেন, তাহলে আপনি নিজেই মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন। কিন্তু, আপনি কিভাবে Phonepe সাহায্যে ইলেকট্রিক বিল জমা করবেন, সেটা জানা খুবই জরুরি। আপনি যদি Phonepe সাহায্যে ইলেকট্রিক বিল জমা ব্যাপারে না জানেন তাহলে আপনি বিল জমা করতে পারবেন না। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে Phonepe সাহায্যে ইলেকট্রিক বিল জমা করতে হয়।

Advertisement

• প্রথমে আপনি Phonepe ওপেন করুন।

Advertisement

• এরপর, আপনি একটু নিচের দিকে নেমে আসুন।

• এখানে আপনি Electricity অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

• এখানে আপনি নিজের Biller Select করুন। যেমন পশ্চিমবঙ্গের জন্য – West Bengal Electricity

• এরপর, আপনাকে Castomar id এবং মোবাইল নাম্বার বসাতে হবে। আপনি নিজের Castomar id কোথায় পাবেন। আপনার বাড়িতে Electric অফিস থেকে যখন মিটার রিড়িং এর লোক আসে, তখন সে একটা সিলিপ দিয়ে যায়, যেখানে আপনার বিল উল্লেখ করা থাকে। এখানেই আপনি Castomar id পেয়ে যাবেন।

• এসব বসিয়ে Confirm করুন।

Advertisement

• এখন আপনার বিলের টাকা দেখতে পাবেন। যেটা আপনাকে জমা করতে হবে।

• এরপর, Pay Now তে ক্লিক করুন এবং নিজের User Password দিয়ে পেমেন্ট করে নিন। এই সহজ উপায়ে আপনি বাড়িতে বসে থেকে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন।

GooglePay এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার উপায়।

GooglePay এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা

আজকের সময় GooglePay ব্যবহার করি না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মোস্কিল। বর্তমান সময়ে আপনি যেখানেই যান না কেন আপনি GooglePay পেয়ে যাবেন। আজকে আমি GooglePay সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার উপায় নিয়ে আলোচনা করবো। আপনি যদি GooglePay সাহায্যে ইলেকট্রিক বিল জমা করতে চান তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

• প্রথমে আপনাকে GooglePay ওপেন করতে হবে।

• এরপর, আপনাকে Pay Bills অপশনে ক্লিক করতে হবে।

Advertisement

• এরপর, আপনাকে Payment Categories থেকে Electricity অপশনে ক্লিক করতে হবে।

• এখানে আপনি নিজের Biller Select করুন। যেমন পশ্চিমবঙ্গের জন্য – West Bengal Electricity.

• এরপর, আপনি Castomar id, mobile number and Name বসিয়ে link account এ ক্লিক করুন।

• এখানে আপনার বিলের টাকা দেখতে পাবেন এবং নিচে Pay Now অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন, তারপর নিজের GPay Password বসিয়ে বিল জমা করে দিন।

Paytm এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার উপায়।

Paytm এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা

Paytm একটি ভারতীয় অ্যাপ এখানে আপনি সব ধরনের বিল জমা করতে পারবেন এবং আপনি এখান থেকে মোবাইল রিচার্জ ও করতে পারবেন। আজকে আমি Paytm এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার উপায় নিয়ে আলোচনা করবো। আপনি যদি Paytm ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এটার সাহায্যে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন। Paytm এর সাহায্যে ইলেকট্রিক বিল জমা করার জন্য নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন।

Advertisement

• প্রথমে Paytm অ্যাপ ওপেন করুন।

• এরপর, এখানে আপনি Electricity Bills অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

• এখানে আপনি নিজের Biller Select করুন।

• এরপর, আপনি Castomar id, mobile number and Name বসিয়ে Proceed করুন।

• এরপর, আপনি নিজের বিলের টাকা দেখতে পাবেন এবং নিচে Pay Now অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন এবং আপনার Paytm Password বসিয়ে পেমেন্ট করে নিন।

Advertisement

আপনি যদি এই তিনটি অ্যাপের মধ্যে একটাও ব্যবহার করেন, তাহলে আপনি নিজেই মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন। এখন কথা হচ্ছে মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করে টাকা ইনকাম করার উপায় কি। আপনি যদি অন্যের ইলেকট্রিক বিল জমা করাতে চান, তাহলে আপনাকে একই উপায় অনুসরণ করতে হবে।

মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করে টাকা ইনকাম করার উপায়।

আমি এই অ্যাটিকেলের প্রথমে মোবাইলের মাধ্যমে ইলেকট্রিক বিল জমা করার তিনটা উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করছি। আপনি যদি না পড়ে থাকেন তাহলে প্রথম থেকে পড়ুন। এখন কথা হচ্ছে মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করে টাকা ইনকাম করার উপায়।

আপনি Phonepe, Google Pay, Paytm যেটাই ব্যবহার করেন না কেন। আপনি প্রথমে অ্যাপ ওপেন করুন এবং এখানে ইলেকট্রিক বিল জমা করার অপশন সিলেক্ট করুন। এরপর, কাস্টোমার আইড়ি, মোবাইল নাম্বার এবং নাম বসিয়ে দিন এবং যা বিল আছে তা পেমেন্ট করে দিন, এরপর যার বিল জমা করলেন তার কাছ থেকে ১০ বা ২০ টাকা চার্জ করলেন। এইভাবে আপনি অন্যের ইলেকট্রিক বিল জমা করে টাকা ইনকাম করতে পারবেন।

Electric Bill Payment FAQs.

Advertisement

Q. মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করার অ্যাপ ?

Ans: আপনি যদি মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করতে চান তাহলে আপনাকে Phonepe, Google Pay and Paytm ব্যবহার করতে পারেন।

Q. Phonepe থেকে ইলেকট্রিক বিল জমা করা সম্ভব কি না ?

Ans: হ্যা, আপনি Phonepe থেকে ইলেকট্রিক বিল জমা করতে পারবেন।

Advertisement

Q. Best Electricity Bill Payment App ?

Ans: Best Electricity Bill Payment App – • Phonepe • GPay • Paytm

Latest Posts

Advertisement

Advertisement

2 thoughts on “Electric Bill: মোবাইল দিয়ে ইলেকট্রিক বিল জমা করুন ১ মিনিটে। Electric Bill Payment With Mobile | canbebangali”

Leave a Comment