FIFA World Cup Qatar 2022: ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 শুরু হতে চলেছে 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এ 32টি দল অংশগ্রহণ করেছে। আজকে আমি World Cup Qatar 2022 সম্পর্কে বিশেষ কিছু তথ্য নিয়ে এসেছি, যা আপনাদের অনেক কাজে আসবে। এই বছর Free Live Streaming FIFA World Cup 2022 দেখতে।
ফুটবল জগতের সবচেয়ে বড়ো খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 (FIFA World Cup Qatar 2022) আজকে থেকে অর্থাৎ 20 নভেম্বর থেকে শুরু হতে চলেছে। আপনার যারা FIFA World Cup দেখার জন্য খুবই আগ্ৰহী তাদের অপেক্ষার দিন শেষ। আজকে সন্ধ্যা বেলায় FIFA World Cup Qatar 2022 এর ওপেনিং সেরেমনি আয়োজিত করা হবে।
এই ওপেনিং সেরেমনি আয়োজিত হওয়ার পর প্রথম ম্যাচ খেলা হবে Group E তে থাকা মেজবান কতর এবং ইক্বাডোর এর মধ্যে। কিন্তু, এখানে একটা প্রশ্ন সবার মনে আসতে পারে, সেটা হলো ডাই হার্ড যদি ফুটবল ভক্ত না হয়, তাহলে আমরা FIFA World Cup Qatar 2022 এর লাইভ টেলিকাস্ট কিভাবে দেখতে পাবো। আজকের আলোচনাতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। কিভাবে FIFA World Cup Qatar 2022 লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন।
FIFA World Cup Qatar 2022(ফিফা ওয়ার্ল্ড কাপ 2022)
আপনাদের একটা বিশেষ তথ্য জানা দরকার, FIFA World Cup Opening Seremani আগে 21 নভেম্বর আয়োজিত হতো, কিন্তু এবছর কতর এর কথাতে FIFA World Cup Opening Seremani Date পরিবর্তন করে 20 নভেম্বর করেছে। এই ওপেনিং উৎসবে অনেক বড়ো বড়ো স্টার্সদের দেখতে পাওয়া যাবে | বিক্ষাত, BTS থেকে Nora Fatihi এর নাচ সবকিছুই থাকবে এই FIFA World Cup Opening Seremani তে।

FIFA World Cup 2022 Opening Seremani কোথায় আয়োজিত হবে ?
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওপেনিং সেরেমনি আয়োজিত হবে কতর এর অল বাযত স্টেডিয়ামে। এই ওপেনিং সেরেমনি আয়োজিত হবে, ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8টার সময় যা আপনি সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লাইভ টেলিকাস্ট কোথায় দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন Sports 18 এবং Sports 18 HD চ্যানেলে এছাড়াও দেখতে পাবেন Jio TV তে । Jio TV তে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর লাইভ ম্যাচ দেখতে পাবেন। এখানে আপনি হিন্দি ইংরেজি ভাষাতে ম্যাচ দেখতে পাবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 মোট ৫টি ভাষাতে লাইভ টেলিকাস্ট করা হবে।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লাইভ টেলিকাস্ট কখন এবং কোথায় হবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর ম্যাচ মেজবান কতর এবং ইক্বাডোর এর মধ্যে হবে। এই প্রথম ম্যাচটি আয়োজিত হবে কতর এর অল বাযত স্টেডিয়ামে। আপনি যদি ভারতীয় সময় অনুযায়ী এই খেলাটি দেখতে চান, তাহলে আপনাকে সন্ধ্যা 9.30PM এ দেখতে পাবেন।
Importent Links
CB Homepage | Click Here |
WB Scholarship News | Visit Now |
CB Telegram Group | Join Now |
Frequently Asked Questions FIFA World Cup Qatar 2022.
Q. ফ্রি’তে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 দেখার উপায়?
আপনি যদি ফ্রি’তে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 দেখতে চান, তাহলে আপনি Jio TV এর সাহায্যে দেখতে পাবেন সম্পুর্ন ফ্রি তে। এছাড়াও আপনি Vi, Airtel, BSNL গ্ৰাহকরাও FIFA World Cup Qatar 2022 সম্পুর্ন ফ্রি তে দেখতে পাবেন। কিন্তু, এরজন্য আপনাকে Data Recharge Plan দেখে রিচার্জ করতে হবে।
Q. ইন্ডিয়াতে/ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 দেখার সময় ?
ফিফা ওয়ার্ল্ড কাপ(FIFA World Cup 2022) ভারতে আয়োজিত হয় না, যার কারণে কতরে দিনের বেলায় খেলাটি আয়োজিত হলেও ভারতে এটা সন্ধ্যা 8PM এ লাইভ টেলিকাস্ট দেখা যাবে। কিন্তু, প্রথম ম্যাচটি 20 নভেম্বর সন্ধ্যা 9.30PM এ লাইভ টেলিকাস্ট করা হবে।
1 thought on “ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 | FIFA World Cup Qatar 2022 | canbebangali”