Flipkart Pay Later কি ? Flipkart Pay Later Apply করার নিয়ম, Benifits of Flipkart Pay Later.

Advertisement
Advertisement
Flipkart_Pay_Later

Flipkart Pay Later কি ? Flipkart Pay Later ব্যবহার করার উপায় ? Flipkart Pay Later এর সুবিধা ও অসুবিধা ? Flipkart Pay Later Online Apply. Flipkart Pay Later Castomer Care Number ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

About Flipkart Pay Later

Flipkart বর্তমান সময়ে সর্বশেষ বড়ো e-commerce platform এর মধ্যে একটি। এখানে আপনি নিত্তি প্রয়োজনীয় সকল জিনিসপত্র অর্ডার করতে পারেন। Flipkart তার platform মধ্যে প্রায়ই কিছু না কিছু Update করতেই থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে Flipkart তার platform এ নতুন একটা Update নিয়ে এসেছে যা হল ফিলিপকার্ট পে লেটার. এখানে আপনি নিজের পছন্দের যেকোনো Products Order করতে পারবেন কিন্তু আপনার Order করা সকল Products এর দাম আপনি পরে Payment করতে পারবেন। এখানে Flipkart এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনি একমাসে যত Products Order করবেন, সেই Products এর যত দাম আপনি পড়ের মাসে Payment করতে পারবেন। এটাকেই বলা হয়েছে ফিলিপকার্ট পে লেটার

Advertisement
Flipkart Pay LaterVisit Now
Canbebangali Official WebsiteVisit Now
Canbebangali Telegram GroupJoin Now

ফিলিপকার্ট পে লেটার কি ? (What is Flipkart Pay Later)

ফিলিপকার্ট পে লেটার এক ধরনের Loan পরিষেবা। Flipkart তার কিছু Landing Patners এর সঙ্গে যুক্ত হয়ে এই পরিষেবা Castomar দিচ্ছেন। আপনি যদি Flipkart থেকে কিছু Product Order করেন, কিন্তু সেই সময় যদি আপনার Account এ Balance না থাকে তাহলে আপনি এই ফিলিপকার্ট পে লেটার Loan পরিষেবার আনন্দ নিতে পারবেন। এখানে আপনি 5000 থেকে 10000 হাজার টাকার মধ্যে ফিলিপকার্ট পে লেটার Loan পেয়ে যাবেন।

ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা নেওয়ার জন্য আপনাকে কোনো জায়গাতে যেতে হবে। আপনি আপনার নিজের মোবাইলের Flipkart App এর মধ্যে সামান্য Kyc করে এই সুবিধা নিতে পারবেন।

Advertisement

এখানে যে 10 হাজার টাকা আপনাকে দেওয়া হবে তা আপনি 30 দিনের মধ্যে পরিশোধ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে Flipkart Pay Later Loan Ammount কিস্তি(EMI) মাধ্যমেও পরিশোধ করতে পারবেন। কিন্তু এই বিকল্পে আপনাকে সামান্য Interest দিতে হবে। 

Advertisement

ভারতের সবচেয়ে বড়ো E-COMMERCE প্লাটফর্ম তার গ্ৰাহকদের জন্য এই ফিলিপকার্ট পে লেটার পরিষেবা এর সুবিধা 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে দিয়ে থাকেন। 

আপনিও যদি ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা নিতে চান, তাহলে আপনাকে Flipkart Pay Later Online Apply Prosess জানতে হবে, যা আমি নিচে আলোচনা করছি।

ফিলাপকার্ড পে লেটার চালু করার উপায় (How to Activate Flipkart Pay Later)

Flipkart Pay Later Online Apply করার জন্য আপনাকে প্রথমে Flipkart App Download করতে হবে। আর যদি আপনার মোবাইলে Flipkart App Download করা থাকে তাহলে আপনি পুরোনো Flipkart App Update করে নিন। আপনার আপড়েট সম্পুর্ন হলে নিচের উপায় গুলো অনুসরণ করুন..

1/ প্রথমে Flipkart App Open করুন।

2/ এরপর আপনি Flipkart Account এর ক্লিক করুন।

Advertisement

3/ এখানে আপনি ফিলিপকার্ট পে লেটার অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।

4/ ফিলিপকার্ট পে লেটার ক্লিক করার পর, 

Pan And Aadhaar Number বসাতে হবে।

5/ এখন আধার লিঙ্ক মোবাইল নাম্বারে OTP আসবে, OTP Verify করে নিন।

6/ এখন আপনার Bank Details Fill করুন।

Advertisement

7/ এখন আপনি যদি ফিলিপকার্ট পে লেটার এরজন্য Eligible হন, তাহলে কিছু সময়ের মধ্যে আপনাকে Flipkart Pay Later Ammount দেওয়া হবে। যা আপনি Flipkart Order এরজন্য ব্যবহার করতে পারবেন।

ফিলিপকার্ট পে লেটার ব্যবহার করার উপায় (How To Use Flipkart Pay Later)

ফিলিপকার্ট পে লেটার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে Flipkart Pay Later Activate করতে হবে যা উপরের পয়েন্টে আলোচনা করা হয়েছে। 

কিন্তু, ফিলিপকার্ট পে লেটার ব্যবহার করার জন্য নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন..

1/ প্রথমে Flipkart এ Product Select করুন, এবং Buy এ ক্লিক করুন।

2/ এরপর Payment Options এ Flipkart Pay Later Option Select করুন।

Advertisement

3/ এরপর Payment Complete করুন।

নোট : আপনি যদি Pay Later Option এ EMI Option ব্যবহার করতে চান তাহলে আপনাকে কম করে 3000 হাজার টাকার কেনাকাটা করতে হবে।

আপনাকে যে টাকা লেনদেন করার জন্য দেওয়া হবে সেই টাকায় আপনাকে পরিশোধ করতে হবে।

ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা (Flipkart Pay Later Benefits)

1/ ফিলিপকার্ট পে লেটার এ আপনি 30 সেকেন্ডের মধ্যে 10 হাজার টাকার লোন পেয়ে যাবেন।

2/ ফিলিপকার্ট পে লেটারএর লোনের টাকা 30 দিনের মধ্যে পরিশোধ করতে পারবেন।

Advertisement

3/ ভারতের যেকোনো স্থানে যেকোনো সময়ে ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা নিতে পারবেন।

4/ ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা নেওয়ার জন্য কোনো ফিজিক্যাল ডকোমেন্সের প্রয়োজন হবে না।

5/ ফিলিপকার্ট পে লেটার সম্পুর্ন ফ্রি পরিষেবা এখানে কোনো ফি দিতে হয় না।

6/ Flipkart এ যেকোনো কেনাকাটার জন্য ফিলিপকার্ড পে লেটার অপশন ব্যবহার করতে পারেন।

ফিলিপকার্ট পে লেটার কি ?

ফিলিপকার্ট পে লেটার এক ধরনের লোন‌ প্রক্সিয়া এর সাহায্যে আপনি Flipkart থেকে বিনা টাকাতে সপিং করতে পারবেন।

Advertisement

ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা কারা কারা পাবেন ?

ফিলিপকার্ট পে লেটার এর সুবিধা সবাই নিতে পারবেন, যারা Flipkart ব্যবহার করেন।

Advertisement

Leave a Comment