Govt Job Requirement: দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একের পর এক নতুন নতুন সরকারি চাকরির প্রকল্পো নিয়ে এসেছে। সময়ীক সময়ে কেন্দ্র সরকার একটা নতুন চাকরির প্রকল্প নিয়ে এসেছে, যেখানে প্রার্থীদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর তাদের রাজ্যে বা কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
বর্তমান সময়ে যে পরিমানে বেকারত্ব বেড়ে চলেছে, এই সব কথা মাথায় রেখে কেন্দ্র সরকার লক্ষ লক্ষ চাকরির নতুন প্রকল্প নিয়ে এসেছে, বেকারত্ব দূর করার জন্য।
যেসকল চাকরির প্রার্থীরা দীর্ঘ দিন ধরে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটা খুবই খুসির খবর হতে পারে। কেন্দ্র সরকারের নতুন চাকরির প্রকল্পে মাধ্যমিক থেকে শুরু করে, উপরের সব উচ্চশিক্ষিত প্রার্থীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
এই প্রকল্পে প্রথমে সকল প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর সকল প্রার্থীদের নিজ নিজ জেলার বিভিন্ন শূন্য পদ বা নতুন কোনো কাজে লাগানো হবে। কেন্দ্র সরকারের এই প্রকল্পটি এখন পর্যন্ত সবচেয়ে বড়ো প্রকল্পের মধ্যে একটি।এই প্রকল্পের মাধ্যমে আবেদন কারী সকল প্রার্থীদের প্রথমে ট্রেনিং করানো হবে, যা একেবারে বিনামূল্যে এরজন্য প্রার্থীদের এক টাকাও খরচ করতে হবে না।
এখানে প্রথমে প্রার্থীদের ৩ মাস অথবা ৬ মাস ফ্রি ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিং শেষ হলে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।কেন্দ্র সরকারের এই চাকরির প্রকল্পটিতে আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এই সব নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

প্রকল্পেন নাম | দীনদয়াল উপধ্যায় গ্ৰামীণ কৌশল্য যোজনা (DDU-GKY) |
প্রকল্পের উদ্দেশ্য | বেকার ছেলে-মেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া। |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
যৌগ্যতা | নূন্যতম অষ্টম শ্রেণী পাশ এবং উপরে যত বেশি হতে পারে। |
কি কি ডকুমেন্টস লাগবে | আধার কার্ড, রেশন কার্ড, মার্কসিট, কাস্ট সার্টিফিকেট, জব কার্ড |
প্রার্থীর বয়স | ১৮-৩৫ কিন্তু, বিকলাঙ্গ দের জন্য ৪৫ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | https://kaushalpanjee.nic.in/ddugky/ekaushal |
কেন্দ্র সরকারের চাকরির প্রকল্পের নাম কি ?
সাময়িক সময়ে কেন্দ্র সরকার বেকার ছেলে-মেয়েদের জন্য লক্ষ লক্ষ চাকরির সুযোগ নিয়ে এসেছে, যার মাধ্যমে বেকার ছেলে-মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের নাম – দীনদয়াল উপধ্যায় গ্ৰামীণ কৌশল্য যোজনা(DDU-GKY)
কেন্দ্র সরকারের নতুন চাকরি প্রকল্পের উদ্দেশ্য কি ?
কেন্দ্র সরকারের নতুন চাকরি প্রকল্পের উদ্দেশ্য হল – দেশের বেকার ছেলে-মেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া। বর্তমান সময়ে দেশের মধ্যে বেকারত্ব বেড়েই চলেছে। যা একটা উন্নত দেশের জন্য বিশাল চিন্তার কারণ। যে দেশের বেকারত্ব যত বেশি সে দেশ কোনো দিন উন্নতি করতে পারে না।
এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার ছেলে-মেয়েদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর দেশের বিভিন্ন জায়গায় তাদের কাজে লাগানো হবে। এই প্রকল্পের ফলে দেশের লক্ষ লক্ষ বেকারত্ব দূর হবে।
কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ?
- আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, এবং আবেদনকারী যদি প্রতিবন্ধী হয় ।তাহলে ৪৫ বছর পর্যন্ত হবে।
- এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা থাকতে হবে, এছাড়া উপরে যত থাকতে পারে।
এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি ?
- এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে – https://kaushalpanjee.nic.in/ddugky/ekaushal
- এখানে প্রথমে আপনাকে নিজের রাজ্য বেছে নিতে হবে, এরপর নিকটবর্তী ট্রেনিং সেন্টার কোথায় আছে, সেটা দেখতে এখানে আবেদন করতে হবে।
- এরপর, আপনি নিকটবর্তী ট্রেনিং সেন্টারে ফোন করে বা অন্য যেকোনো মাধ্যমে যোগাযোগ করবেন, এবং জেনে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনি কোন পদের জন্য আবেদন করতে পারবেন।
- আপনি যদি নিজে ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ না করতে চান, তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে ট্রেনিং এ যুক্ত হওয়ার জন্য বলবে।
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনাকে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে –
- যে যৌগতায় আবেদন করবেন, তার মার্কসিট এবং সার্টিফিকেট এর ফটো কপি লাগবে।
- রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো দু কপি।
- আবেদন কারীর বায়োডাটা
- মাধ্যমিক পাশের প্রার্থী হলে অ্যাডমিট কার্ড
- আবেদনকারীর রেশন কার্ড
- নিজের বা পরিবারের জব কার্ড থাকলে সেটা যুক্ত করতে হবে।
- বয়সের প্রমাণপত্র (আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড)
- আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট থাকলে, সেটা যুক্ত করতে পারেন।
সবশেষে,
কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদনকারীরা নিজের জেলায় বা রাজ্যে চাকরি করতে পারবেন। এই প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনি করতে পারেন। এখানে লক্ষ লক্ষ বেকার ছেলে-মেয়েদের চাকরির সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার।
এই প্রকল্পে কত বেতন দেওয়া হবে, এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। এটা কথা হচ্ছে সরকারি চাকরিতে যত বেতন দিক না কেন একবার লাগতে পারলে, কোনো না কোনো দিন বেতন বৃদ্ধি হবেই।
Frequently Asked Questions.
২০২২ এ নতুন সরকারি কোনো চাকরি ?
এই বছর কেন্দ্র সরকার দেশের বেকার ছেলে-মেয়েদের কথা মাথায় রেখে নতুন একটি চাকরির প্রকল্পো নিয়ে এসেছে, যার নাম – দীনদয়াল উপধ্যায় গ্ৰামীণ কৌশল্য যোজনা(DDU-GKY)
DDU-GKY প্রকল্পে আবেদন করার যৌগ্যতা কি লাগবে ?
এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে, এবং উপরে আপনি যত শিক্ষিত হতে পারেন।
DDU-GKY প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
এই DDU-GKY প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে করতে হবে (https://kaushalpanjee.nic.in/ddugky/ekaushal)
Latest Posts ❤️
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali
- Green Exchange Bet | গ্ৰীন এক্সচেঞ্জ বেট – canbebangali
-
ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় | Auto Followers Instagram
Advertisement Advertisement ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় | Auto Followers Instagram | Instagram Tranding Hashtag | ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্ৰো করার উপায় | ইনস্টাগ্রাম ফলোর্য়াস ট্রিক | Instagram Viral Hashtag | Instagram Hashtag ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় (Auto Followers Instagram): এখন Social Media এর যোগ, এখনকার দিনে প্রায় সবাই Instagram, Facebook, Twitter, Whatsapp ইত্যাদি ব্যবহার করে থাকেন … Read more
-
RO Exchange Offers – canbebangali.com
Advertisement Advertisement RO Exchange Offers: We all know having access to clean and safe drinking water is essential for maintain your good health. In today’s there are many sources of water that are contaminated with various pollutants, making it unsafe for consumption. where water purifiers offers is here, providing a reliable and effective solution for … Read more
-
Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
Advertisement Advertisement Vivo Drone Camera Phone Lounch Date: সাম্প্রতি সময়ে Vivo Mobile Manufacturer Company বিশ্বের প্রথম উরন্ত ক্যামেরা ফোন (Flying Drone Camera Phone) একটি নতুন মোবাইল ফোন বাজারে নিয়ে আসছে। এই মোবাইলটির নাম Vivo Flying Drone Camera Phone. Vivo এর এই ফোনটি এই চলতি বছরে অর্থাত 2023 এ বাজারে নিয়ে আসবে এমন খবর পাওয়া যাচ্ছে … Read more
Advertisement -
Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
Advertisement Advertisement Pubg Mobile 1.4.0 Apk Latest Version চলে এসেছে। আপনি যদি Pubg Mobile 1.4.0 Apk Download Pavan করতে চান, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। Pubg Mobile 1.4.0 Apk তে অনেক নতুন নতুন আপড়েট করা হয়েছে। আপনি Pubg Mobile 1.4.0 Apk তে New Map, New Weapons, New Vehicles দেখতে পাবেন। আপনি যদি Pubg Mobile … Read more
2 thoughts on “Govt Job Requirement: কেন্দ্র সরকারের নতুন প্রকল্প লক্ষ লক্ষ চাকরির সুযোগ। সরকারি চাকরি…”