NSP Scholarship 2022-23: How To Apply NSP Scholarship in Bangla – Canbebangali

Advertisement
Advertisement

NSP Scholarship 2022-23: ভারত সরকার নতুন একটা Scholarship প্রকল্প নিয়ে এসেছে, যার নাম – NSP(National ScholarshipPortal) আজকের আলোচনাতে How To Apply NSP Scholarship in Bangla এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

ভারত সরকারের নির্দেশ অনুসারে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলো NSP 2022 এর আওতায় আসে, তাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান কে NSP 2.0 অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Advertisement

এই NSP Scholarship 2022-23 প্রকল্পে SC, ST and OBC কাস্টের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়তে হবে।

আমি NSP Scholarship 2022-23 এর জাবতীয় তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ার পর নিজেই মোবাইল দিয়ে NSP Scholarship 2022-23 এ আবেদন করতে পারবেন।

Advertisement
How To Apply NSP Scholarship in Bangla

NSP Scholarship 2022-23 কি ?

NSP যার পুরো নাম – National Scholarship Portal. এটা ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি Portal যার মাধ্যমে ভারতের সকল ছাত্র-ছাত্রীদের Scholarship প্রদান করা হয়।

Advertisement
Name Of ScholarshipNSP(National Scholarship Portal)
AuthorityGovernment Of India
BeneficiariesStudents
Years2022-23
Last Date 31st October Post Matric and 30th September Pre Matric
Officail Websitescholarships.gov.in

NSP Scholarship 2022-23 এ আবেদন করার জন্য কি কি ডকোমেন্স লাগবে ?

আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনাকে নিচে দেওয়া সমস্ত তথ্য আপনার থাকতে হবে।

  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট ।
  • ব্যাঙ্ক পাশবুক লাগবে।
  • আধার কার্ড।
  • ইমেইল এড্রেস
  • মোবাইল নাম্বার
  • ইস্কুল বা কলেজের রসিদ
  • পরিবারের ইনকামের শংসাপত্র
  • কাস্ট সার্টিফিকেট
  • ঠিকানা শংসাপত্র
  • পাসপোর্ট সাইজের কালার ছবি
  • আবেদনকারী যদি বাড়ির বাইরে থেকে পড়াশোনা করে, তাহলে ইস্কুল বা কলেজ থেকে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট নিতে হবে।

উপরের সমস্ত ডকোমেন্স আপনাকে Scan করে যুক্ত করতে হবে।

Govt Job Requirement: কেন্দ্র সরকারের নতুন প্রকল্প লক্ষ লক্ষ চাকরির সুযোগ

NSP Scholarship 2022-23 অনলাইনে আবেদন করার উপায় (How To Apply NSP Scholarship in Bangla)

যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে, তারা সকলেই এই NSP Scholarship 2022-23 প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন সেটা নিচে দেখানো হয়েছে –

  • প্রথমে আপনাকে NSP Scholarship 2022-23 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – scholarships.gov.in
  • এখানে আপনি Click Here To Registration অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
  • এরপর, আপনি নিজের পছন্দের Scholarship বেছে নিন।
  • এখন আপনার সামনে Scholarship Form চলে আসবে, এটাকে সঠিক ভাবে পূরন করতে হবে।
  • এখানে চাওয়া সমস্ত ডকোমেন্স স্ক্যান করে, আপলোড় করতে হবে।
  • এরপর, Submit অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন এবং Submit করে নিন।
  • এখন আপনি Scholarship Form পাবেন, সেটা প্রিন্ট আউট করে নিন।

NSP Scholarship 2022-23 প্রকল্পে আবেদন করার Last Date ?

NSP Scholarship 2022-23 প্রকল্পে আবেদন করার Last Date 31st October 2022 For Post Matric scholarships এবং 30th September 2022 For Pre-Matric Scholarships দের জন্য।

Advertisement

ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla

NSP Scholarship 2022-23 Payment Stutus কিভাবে চেক করবেন ?

Advertisement

আবেদন কারী যদি NSP Scholarship Payment Stutus দেখতে চাই, সে ক্ষেত্রে আবেদন কারীকে PFMS নামক একটি ওয়েবসাইটে গিয়ে সেটা ভেরিফাই করতে হবে –

  • প্রথমে আপনাকে PFMS ওয়েবসাইটে আসতে হবে – https://pfms.nic.in
  • এখানে আপনি বাম সাইটে Track NSP Payment Link পাবেন, এখানে ক্লিক করুন।
  • এখন নতুন একটা পেজ খুলবে।
  • এখানে প্রথমে নিজের ব্যাঙ্কের নাম (আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ছিলেন)
  • এরপর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে।
  • এখন আপনাকে NSP Application ID বসাতে হবে। যা আপনি আবেদন করার সময় পেয়ে ছিলেন।
  • এরপর, ক্যাপচা কোড় বসিয়ে দিন।
  • সবশেষে, Search Botten এ ক্লিক করুন। তাহলে আপনার Payment Information চলে আসবে।

Frequently Asked Questions.

NSP Scholarship 2022-23 Apply Last Date ?

31st October 2022 Post-Matric Scholarships Last Date And 30th September 2022 Pre-Matric Scholarships Last Date.

NSP Scholarship 2022-23 কারা আবেদন করতে পারবেন ?

এই NSP Scholarship 2022-23 প্রকল্পে ক্লাস 1 থেকে উপরে সব শ্রেনীর ছাত্ররা আবেদন করতে পারবেন।

NSP Scholarship 2022-23 এর অফিসিয়াল ওয়েবসাইট ?

NSP Scholarship 2022-23 এর অফিসিয়াল ওয়েবসাইট হল – scholarships.gov.in

Advertisement
NSP Scholarship এ আবেদন করতে কত পারসেন্ট নাম্বার থাকতে হবে ?

এই NSP Scholarship এ আবেদন করতে হলে আবেদনকারীর কম করে ৫০% নাম্বার থাকতে হবে।

NSP Scholarship এ আবেদন করার জন্য কি কি ডকোমেন্স লাগবে ?

NSP Scholarship এ আবেদন করার জন্য যে ডকোমেন্সগুলো লাগবে – • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট ।• ব্যাঙ্ক পাশবুক লাগবে।• আধার কার্ড।• ইমেইল এড্রেস• মোবাইল নাম্বার• ইস্কুল বা কলেজের রসিদ • পরিবারের ইনকামের শংসাপত্র• কাস্ট সার্টিফিকেট• ঠিকানা শংসাপত্র• পাসপোর্ট সাইজের কালার ছবি• আবেদনকারী যদি বাড়ির বাইরে থেকে পড়াশোনা করে, তাহলে ইস্কুল বা কলেজ থেকে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট নিতে হবে।

How to apply NSP Scholarship in Bangla ?

Visit NSP Scholarship Official Website – scholarships.gov.in Next Click Here To Registration And Next Select Scholarship Type And Fillup Application Form, Next Upload Valid Decument Scan Copy and Submit Application.

Latest Posts ❤️

  • ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় | Auto Followers Instagram

    Advertisement Advertisement ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় | Auto Followers Instagram | Instagram Tranding Hashtag | ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্ৰো করার উপায় | ইনস্টাগ্রাম ফলোর্য়াস ট্রিক | Instagram Viral Hashtag | Instagram Hashtag ইনস্টাগ্রাম ফলোর্য়াস বাড়ানোর উপায় (Auto Followers Instagram): এখন Social Media এর যোগ, এখনকার দিনে প্রায় সবাই Instagram, Facebook, Twitter, Whatsapp ইত্যাদি ব্যবহার করে থাকেন … Read more

    Advertisement

  • RO Exchange Offers – canbebangali.com

    RO Exchange Offers – canbebangali.com

    Advertisement Advertisement RO Exchange Offers: We all know having access to clean and safe drinking water is essential for maintain your good health. In today’s there are many sources of water that are contaminated with various pollutants, making it unsafe for consumption. where water purifiers offers is here, providing a reliable and effective solution for … Read more


  • Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali

    Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali

    Advertisement Advertisement Vivo Drone Camera Phone Lounch Date: সাম্প্রতি সময়ে Vivo Mobile Manufacturer Company বিশ্বের প্রথম উরন্ত ক্যামেরা ফোন (Flying Drone Camera Phone) একটি নতুন মোবাইল ফোন বাজারে নিয়ে আসছে। এই মোবাইলটির নাম Vivo Flying Drone Camera Phone. Vivo এর এই ফোনটি এই চলতি বছরে অর্থাত 2023 এ বাজারে নিয়ে আসবে এমন খবর পাওয়া যাচ্ছে … Read more


  • Pubg Mobile 1.4.0 Apk Download Pavan

    Pubg Mobile 1.4.0 Apk Download Pavan

    Advertisement Advertisement Pubg Mobile 1.4.0 Apk Latest Version চলে এসেছে।‌ আপনি যদি Pubg Mobile 1.4.0 Apk Download Pavan করতে চান, তাহলে আপনি এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। Pubg Mobile 1.4.0 Apk তে অনেক নতুন নতুন আপড়েট করা হয়েছে। আপনি Pubg Mobile 1.4.0 Apk তে New Map, New Weapons, New Vehicles দেখতে পাবেন। আপনি যদি Pubg Mobile … Read more


Advertisement

Advertisement

Leave a Comment