How To Apply Online Driving License: দর্শক, আপনার যদি একটি বাইক, কার বা যেকোনো গাড়ি আছে। কিন্তু, আপনি এখনো ড্রাইভিং লাইসেন্স তৈরি করেননি, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমি আজকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার উপায় (How To Apply Online Driving License) নিয়ে আলোচনা করবো।
আপনি নিজের মোবাইল দিয়ে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে এটা অনলাইনে করতে পারবেন (How To Apply Online Driving License West Bengal 2022-2023)
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন (How To Apply Online Driving License)
ড্রাইভিং লাইসেন্স আজকের সময় কতটা গুরুতপূর্ণ এটা আমার সবাই জানি | আজকের এই আর্টিকেলটিতে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন (How To Apply Online Driving License) করার উপায় সম্পকে আলোচনা করবো | আপনি যদি নিজের ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চান, বা অন্যের জন্য আবেদন করতে চান। তাহলে আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করুন :-
- প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – https://parivahan.gov.in
- এখানে আপনি Apply For Driving License অপশনে ক্লিক করুন।
- এরপর, Learner License Number And Date of Birth বসিয়ে সাবমিট করে নিন।
- এরপর, নিচের দিকে এসে গাড়ি সিলেক্ট করুন এবং সাবমিট করুন।
- এখন আপনার সামনে Acknowledgement Slip চলে আসবে সেটা ডাউনলোড় করে নিন।
- এখন আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে- Address Proof (আধার কার্ড, পেন কার্ড) এবং Learner License টি ।
- এখন আপনাকে পেমেন্ট করে হবে, পেমেন্ট করলেই আপনার কাজ শেষ।
- এরপর, আপনাকে ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য Slot Book করতে হবে। এরজন্য আপনি Home Page এ চলে আসুন, এখানে Appointment অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন। এরপর, DL Slot Book থেকে Slot Book করতে পারবেন। এছাড়া, আপনি RTO Office এগিয়েও এটা করতে পারবেন।
এই সামান্য স্টেপ অনুসরণ করে আপনি নিজেই ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন। সবকিছু হওয়ার ১৫-২০ দিনের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে।
How To Apply Online Driving License Overview
Driving Licence Fee | 200Rs + TDS |
Learner License Fee | 30Rs + TDS |
DL Renewal Fee | 250Rs + TDS |
DL Official Website | https://parivahan.gov.in/ |
Canbebangali Official Website | Visit Now |
Telegram Group | Join Now |
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার উপায় (How To Apply Online Driving License)

আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করার সেটা সারাজীবন ব্যবহার করতে পারবেন। কিন্তু, এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ২ বছর ৫ বছর এই ধরনের। লকড়াউনের আগে ড্রাইভিং লাইসেন্স রিনিউ(Driving License Renewal) করার জন্য আরটিও অফিসে (RTO Office) যেতে হতো। কিন্তু, এখন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন –
- প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্স(Driving License) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – https://parivahan.gov.in/
- এরপর, প্রথমে আপনি অনলাইন সার্ভিস সিলেক্ট করুন এবং এখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস সিলেক্ট করুন
- এখন নতুন একটা পেজ খুলবে এখানে নিজের রাজ্যের নাম বেছে নিন।
- নিজের রাজ্যের নাম বেছে নেওয়ার পর, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ (Driving License Renew) অপশন সিলেক্ট করুন।
- এখানে সবকিছু সঠিক থাকলে এখন সাবমিট অপশন চলে আসবে এখানে ক্লিক করুন।
- এরপর, একটি ফর্ম চলে আসবে এখানে আবেদনকারীর সমস্ত তথ্য প্রদান করতে হবে।
- এরপর, ডকুমেন্টস আপলোড করতে হবে, যা এখানে চাইবে।
- এরপর, চালকের স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে।
- অবশেষে, ড্রাইভিং লাইসেন্স রিনিউ ফি (Driving License Renew Fee) জমা করতে হবে।
- এখন আবেদন প্রক্রিয়া শেষ, আপনার সামনে পেমেন্ট রিসিভ চলে আসবে,সেটা প্রিন্ট করে রাখুন প্রমান হিসাবে।
Conclusion – How To Apply Online Driving License
সবশেষে, দর্শক আমি এই অ্যাটিকেলে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন এবং অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Frequently Asked Questions.
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে ?
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে ৫০০-৬০০ টাকা লাগে(Learner License – 30Rs, Driving Test – 50Rs, Driving License – 200Rs, Service Fee – 20Rs, DL Renewal – 250Rs)
ড্রাইভিং লাইসেন্স রিনিউ ফি কত ?
ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে 250 টাকা এবং TDS লাগে।
Learner License কি ?
Learner License হল একজন গাড়ি চালক যখন গাড়ি চালানো শিখে যায়, তখন তাকে এই Learner License দেওয়া হয়, যার সময়সীমা ছয় মাসের জন্য। কিন্তু, এই Learner License নিয়ে গাড়ি চালানো সময় একজন সহ-চালক তার সাথে থাকতে হবে।
Learner License কিভাবে তৈরি করা যায় ?
প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে Online Service থেকে Driving License Related Service এ ক্লিক করুন। এরপর, নিজের রাজ্য সিলেক্ট করুন এবং এখানে Apply For Learner License অপশনে ক্লিক করুন। এরপর, সব তথ্য দিয়ে পেমেন্ট করে দিন, তাহলে আপনার Learner License তৈরি হয়ে যাবে।
-
Post Matric Scholarship 2023 | পোস্ট মেট্রিক স্কলারশিপ ২০২৩ – canbebangali
Advertisement Post Matric Scholarship 2023 | পোস্ট মেট্রিক স্কলারশিপ ২০২৩ | Pre Matric Scholarship | স্কলারশিপ ২০২৩ | Post Matric Scholarship 2023 Apple Online | Importent Decuments | Post Matric Scholarship 2023(পোস্ট মেট্রিক স্কলারশিপ): দর্শক, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রচুর সুবিধা পাবেন। যার মধ্যে সবচেয়ে বড়ো সুবিধাগুলো হলো … Read more
-
গাদার ২ ফুল মুভি হিন্দি ডাউনলোড়। Gadar 2 Full Movie Download
Advertisement গাদার ২ ফুল মুভি হিন্দি ডাউনলোড় | Gadar 2 Full Movie Download | গাদার বইয়ের গান | গাদার ফিল্মকে গানে | গাদার ফুল মুভি হিন্দি | Gadar 2 Movie Download | Gadar 2 Release Date | Gadar 2 Release Date 2023 | Gadar 2 Cast | Gadar Movie Budgets | Gadar 2 Movie Shooting … Read more
-
পাঠান ফুল মুভি ডাউনলোড | Pathaan Movie Download ibomma | ibomma
Advertisement Pathaan Movie Download ibomma (পাঠান ফুল মুভি ডাউনলোড): SRK এর Pathaan Movie একটি ভারতীয় হিন্দি ভাষার সিনেমা। Pathaan Movie Director Writer Siddharth Anand এবং Produced করেছেন Aditya Chopra. এই সিনেমাটির প্রধান চরিত্র – শারহুক খান, দিপিকা পাড়ুকোন এবং জন ইব্রাহিম এছাড়াও আরো অনেক আছেন। আজকের এই অ্যার্টিকেলে আমি Pathaan Movie Download, Pathaan Movie Box … Read more
- Post Matric Scholarship 2023 | পোস্ট মেট্রিক স্কলারশিপ ২০২৩ – canbebangali
- গাদার ২ ফুল মুভি হিন্দি ডাউনলোড়। Gadar 2 Full Movie Download
- পাঠান ফুল মুভি ডাউনলোড | Pathaan Movie Download ibomma | ibomma
- কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো ২০২৩ | Best Camera Mobile Phone 2023
- ভিডিও দেখে টাকা ইনকাম App | Real Money Earning Apps 2023