ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla

Advertisement
Advertisement

দর্শক আজকের আলোচনাতে ED(Enforcement Directorate বা Directorate of Enforcement) নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla দর্শক আপনি এই অ্যার্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, তাহলে আপনি ED সম্পর্কে সম্পুর্ন তথ্য পেয়ে যাবেন।

বর্তমান সময়ে আমরা প্রায় টিভিতে বা নিউজ পেপারে ED সম্পর্কে বিভিন্ন খবর দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে ‌অনেকেই আছেন যারা পশ্চিমবঙ্গে ED এর তল্লাশি হওয়ার আগে এটা সম্পর্কে কিছুই জানতাম না। বর্তমান সময়ে ED বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে।

Advertisement

এই কিছু দিন আগে আমাদের পশ্চিমবঙ্গের তৃনমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা অর্পিতা মুখার্জি কেস আমনে এসেছে। যেখানে ED তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে।

এই ধরনের বড়ো বড়ো‌ তল্লাশি চালিয়ে আজ ED সবার কাছে একটা বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে ‌অনেকেই জানতে চান যে ইডি অফিসারের কাজ কি? তাদের ক্ষমতা ? বেতন এবং ইডি অফিসার হওয়ার জন্য কি করতে হবে ? এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই অ্যার্টিকেলটি।

Advertisement
ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla

ED Officer Full Details In Bangla (ইডি সম্পর্কে বিস্তারিত তথ্য)

ED(Enforcement Directorate বা Directorate of Enforcement) এর বাংলা অর্থ হল আর্থিক তদন্তকারী সংস্থা। ইডি হচ্ছে Group D পজিশনের চাকরি। এটি কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইনেন্স এর আর্থিক তদন্তকারী সংস্থা।

Advertisement

ED ভারতের একটি গুরুত্বপূর্ণ সংস্থা যার কাজ ভারতে বিদেশি সম্পতি সংক্রান্ত মামলা, মানি লন্ডারিং (Money Laundering) আয়ের থেকে বেশি সম্পতি থাকার বিষয়ে তদন্ত করে থাকে।

ED Full FormDirectorate of Enforcement
ED Departmentমিনিস্ট্রি অফ ফাইনেন্স এর আর্থিক তদন্তকারী সংস্থা
ED Head OfficeDelhi
ED Officer Salary60,000Rs.
ED Age Limit20-27 Years
ED ExamSSC CGL (Combined Graduate level Exam)
ED Official WebsiteVisit Now
Canbebangali Official WebsiteVisit Now

ED Full Form In Bangla (ইডি এর পুরো নাম কি)

ED এর Full Form হল – Enforcement Directorate বা Directorate of Enforcement যার বাংলা অর্থ হল – আর্থিক তদন্তকারী সংস্থা। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফাইনেন্স এর আর্থিক তদন্তকারী সংস্থা।

What is ED in Bangla (ইডি কি)

ED ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফাইনেন্স এর আর্থিক তদন্তকারী সংস্থা। ইডি এর কাজ হচ্ছে দেশের মধ্যে যেকোনো জায়গায় বা ব্যাক্তি বিশেষের মধ্যে যদি অর্থনৈতিক কোনো গোলমাল সামনে আসে তাহলে ইডি এর অধীনে কর্মরত অফিসাররা তদন্ত শুরু করে।

ইডি যেকোনো অভিযুক্তের বাড়িতে, অফিসে রেট করতে পারবে, এবং তার ইনকামের হিসাব, কালো টাকা উদ্ধার করার কাজ করে ইডি। এক কথায় ইডি এর কাজ কিছুটা Income Tex Department এর মতোই কিন্তু ইডি এর ক্ষমতা Income Tex Department এর থেকে বেশি।

What is the Work of ED In Bangla (ইডি এর কাজ কি)

ইডি এর প্রধান কাজ হল অর্থনৈতিক অপরাধমূলক কাজগুলো বন্ধ করা। ভারতের মধ্যে টাকার গোলমাল, হিসাবের বাইরে বিদেশি সম্পতি আগমন, এবং মানি লন্ডারিং এর মতো‌ অপরাধ মূলক কাজ বন্ধ করার কাজ করে ইডি(ED) যেমন-

Advertisement
  • Foreign Exchange Management (FEMA) আইনের লঙ্ঘন হলে ইডি তদন্ত করে।
  • ভারতের যেকোনো জায়গায় টাকা পয়সার গোলমাল হলে ইডি তদন্ত করে।
  • ভারতে বিদেশি সম্পতি সংক্রান্ত ব্যাপারে ইডি তদন্ত করে থাকেন।
  • FEMA আইন যদি কেউ লঙ্ঘন করে, তাহলে ইডি তার সমস্ত সম্পতি বাজেয়াপ্ত করতে পারে।
  • ভারতের বাইরে কোথাও সম্পতি নিলে, তার সমস্ত তদন্তের কাজ ইডি করে থাকেন।

ED Headquarter and Offices (ইডি এর অফিস কোথায়)

Advertisement

ইডি এর মেন‌ অফিস হচ্ছে দিল্লিতে(Delhi) এছাড়াও, ভারতের আরো শহরে ইডি এর অফিস আছে, যার পশ্চিমবঙ্গের কোলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চন্ডীগড়ে আছে।

How to Become A ED in Bangla (ইডি অফিসার হওয়ার জন্য কি করতে হবে)

আপনি যদি ইডি অফিসার হতে চান, তাহলে আপনি দুটি উপায়ে ইডি অফিসার(ED Officer) হতে পারবেন –

  1. SSC CGL (Combined Graduate level Exam) পরীক্ষার মাধ্যমে।
  2. কেন্দ্র সরকারের অফিসার র‍্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে।

ED Recruitment Prosess (ইডি নিয়োগ প্রক্রিয়া)

SSC CGL পরিক্ষার মাধ্যমে ইডি নিয়োগ প্রক্রিয়া –

  • Teir – 1 Exam (200 Number)
  • Teir – 2 Exam (200 Number)
  • Teir – 3 Exam (100 Number)
  • Last – Decument Verification

ED Officer Salary (ইডি অফিসারদের বেতন কত)

একজন ইডি অফিসারদের প্রথম অবস্থায় বেতন লাগে সর্বনিম্ন ৬০ হাজার টাকা, কিন্তু এটাই শেষ নয়। ইডি অফিসারদের কাজের উপর এবং অভিঞ্জতার উপর পরে বেতন বাড়ানো হয়। আপনি যদি ইডি তে আবেদন করতে চান, তাহলে পোস্টটি সম্পুর্ন পড়ুন।

Advertisement

ED Officer Age limit (ইডি চাকরির বয়স কত লাগে)

আপনি যদি ইডি অফিসার হওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে আপনার বয়স ২০-২৭ বছরের মধ্যে হতে হবে। কিন্তু, এখানে কিছু ছাড়পত্র আছে। আপনি যদি SC, ST কাস্টের মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনি বয়সে ৫ বছরের ছাড় পাবেন, এবং আপনি যদি OBC শ্রেনীর হন তাহলে আপনি ৩ বছরের ছাড় পাবেন। ইডি এর পোস্টের জন্য PWD শ্রেনীর প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

ED Eligibility Criteria (ইডি চাকরির যৌগ্যতা কি লাগবে)

আপনি যদি ইডি অফিসার হতে চান, তাহলে আপনার ED Eligibility Criteria থাকতে হবে, যেমন-

  1. আপনাকে যেকোনো সরকারী স্বকৃতিপাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েট করতে হবে।
  2. আবেদন কারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  3. ইডি অফিসার হওয়ার জন্য প্রাথীকে ধূর্ত, চালাক এবং মানুষকে বোঝার ক্ষমতা থাকতে হবে।

আজকের আলোচনাতে আমি যে ইডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, আসা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি একজন ইডি অফিসার হতে চান, তাহলে আপনি এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন। আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।

FAQs.

ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি এর কাছ থেকে কত টাকা উদ্ধার করে?

ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি এর কাছ থেকে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রায় ৫০কোটি টাকা উদ্ধার করেছে।

ED হওয়ার জন্য কি করতে হবে?

ED হওয়ার জন্য আপনাকে আগে যেকোনো সরকারী স্বকৃতিপাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েট করতে হবে। এরপর SSC CGL পরিক্ষা দিতে হবে।

Advertisement
ED এর Full Form কি?

ED এর Full Form হল – Enforcement Directorate বা Directorate of Enforcement যার বাংলা অর্থ হল- আর্থিক তদন্তকারী সংস্থা।

ED এর হেড অফিস কোথায় আছে?

ED এর হেড অফিস আছে দিল্লিতে । কিন্তু ভারতের পাঁচটি রাজ্যে ইডির অফিস আছে, যেমন- কোলকাতা, মুম্বাই দিল্লি চেন্নাই, এবং চন্ডীগড়ে।

ED অফিসারের বেতন কত ?

ED অফিসারদের প্রথম অবস্থায় বেতন পায় ৬০ হাজার টাকা, কিন্তু এটা সময়ের সাথে এবং কাজের উপর নির্ভর করে বাড়তে থাকে।

Latest Posts ❤️

Advertisement
Advertisement

3 thoughts on “ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla”

Leave a Comment