আপনি যদি নিজের Instagram Account Delete করতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, আজকে আমি Instagram Account Delete করার উপায় ? How to Delete Instagram in 2022 Permanently & Temporarily নিয়ে আলোচনা করবো। আপনি Permanently & Temporarily Instagram Account Delete করতে চাইলে নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন।
আপনি Permanently & Temporarily Instagram Account Delete করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি Instagram Account Delete করতে চান( How to Delete Instagram in 2022 Permanently & Temporarily), কিন্তু নিজের Instagram Reels, Video, Photo ভবিষ্যতে ব্যবহার করতে চান। তাহলে আপনাকে Instagram Account Delete করার আগে Instagram Account Data Download করতে হবে।
আপনি Instagram Account Data Download করার জন্য How to download Instagram Account Data লিখে সার্চ করতে পারেন। অথবা আমার লেখা অ্যাটিকেলটি পড়তে পারেন। আমি এই অ্যাটিকেলের মধ্যে লিঙ্ক দিয়ে দিবো।
যাই হোক এখন আসল পয়েন্টে আসা যাক, দর্শক Instagram Account Delete করার আগে আপনাকে জানতে হবে, যে আপনি Instagram Account Permanently & Temporarily Delete করতে চান।

- আপনি যদি Permanently Instagram Account Delete করেন, তাহলে আপনি সেটা ফেরত আনতে পারবেন।
- আর আপনি যদি Temporarily Instagram Account Delete করেন, তাহলে আপনি সেটা পরবর্তী সময়ে ফেরত আনতে পারবেন।
আজকের আলোচনাতে আমি দুই উপায়ে Instagram Account Delete করার উপায় নিয়ে আলোচনা করবো। আমি নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন।
Earn Money Online without investment Facebook | ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
Tranding Topic
How to Delete Your Instagram Account Permanently
আপনি নিজের Instagram Account Permanently Delete করার জন্য Computer Or Mobile Devices ব্যবহার করতে পারবেন। কিন্তু, আপনি Instagram App থেকে এটা করতে পারবেন না। কিভাবে ডিলেট করবেন (How to Delete Instagram in 2022 Permanently & Temporarily) এটা জানার জন্য নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন –
- Log in To Your Account – প্রথমে Web Browser Open করে Instagram Account Login (Instagram Deletion Page) করুন।
- Select A Reason For Deleting Your Account – এখন আপনাকে একটা কারণ বেছে নিতে হবে, যে কারণে আপনি Instagram Account Delete করতে চান।
- Enter Your Password and Delete Your Account – এখন আপনি নিজের পাসওয়ার্ড ব্যবহার করে Instagram Account Delete করতে পারবেন। কিন্তু, আপনি 30 দিন পর্যন্ত এই Account Access করতে পারবেন। 30 দিন পর এটা সম্পুর্ন মুছে যাবে, এরমধ্যে আপনি চাইলে এটা ফেরত আনতেও পারবেন।
How to Temporarily Disable Your Instagram Account
আপনি যদি নিজের Instagram Account Temporarily Disable করতে চান, তাহলে আপনি খুবই সহজে এটা করতে পারবেন। এরজন্য আপনি Computer Or Mobile Devices ব্যবহার করতে পারবেন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট ডিলেট করতে চান (How to Temporarily Disable Your Instagram Account) তাহলে আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করুন –
- Log in To Your Instagram Account – আপনি প্রথমে Computer Or Mobile Devices এ সার্চ করুন Instagram.com এবং নিজের User ID এবং Password বসিয়ে Login করুন।
- Go To Your Profile – এখন আপনি নিজের Profile Photo তে ক্লিক করুন।
- Edit Your Profile – এখন আপনি Edit Your Profile এ ক্লিক করুন।
- Request to Temporarily Disable Your Instagram Account – এখন আপনি Temporarily Disable My Account এ ক্লিক করুন।
- Provide Reason For Temporarily Disable Instagram Account – এখানে কেন আপনি Instagram Account Temporarily Disable করতে চান, সেই কারণ এখানে বসাতে হবে। এবং শেষে Temporarily Disable Account অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
How to download Instagram Account Data
আপনি যদি Instagram Account Temporarily Disable বা Permanently Delete করার আগে Instagram backup নেওয়া খুবই গুরুত্বপূর্ণ । কারণ, আপনি যদি কখনো Old Instagram Account Recovery করতে চান, তাহলে এই backup আপনাকে অনেকটা সাহায্য করবে। যাই হোক এখন কথা হচ্ছে, How to download Instagram Account Data. আপনি যদি নিতে চান তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন-
- প্রথমে আপনার মোবাইল Instagram App Open করুন।
- এরপর, উপরে ডান সাইটে Three Line এ ক্লিক করুন।
- এরপর, Settings Option এ ক্লিক করুন।
- এখানে আপনি Security Option এর ক্লিক করুন, এখানে Download Data Option দেখতে পাবেন।
- Download Data Option এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
সবশেষে, আপনি যদি নিজের Instagram Account Temporarily Disable বা Permanently Delete করতে চান তাহলে, আপনি প্রথমে Instagram Account backup নিয়ে রাখবেন। কারণ, আপনি যদি কোনোদিন পুরোনো অ্যাকাউন্ট ফেরত আনতে চান, তাহলে এই Account backup আপনার অনেক সাহায্য করবে।
How to Delete Instagram in 2022 Permanently & Temporarily
Frequently Asked Questions.
মোবাইল দিয়ে Instagram Account Delete করার উপায় ?
আপনি মোবাইল অথবা কম্পিউটার দুটোর সাহায্যে Instagram Account Delete করতে পারবেন। মোবাইল দিয়ে Delete করার জন্য, আপনাকে প্রথমে Web Browser খুলতে হবে এবং সেখানে Instagram Account Login করতে হবে। তাহলে আপনি মোবাইল দিয়ে Instagram Account Delete করতে পারবেন।
Permanently Delete Instagram Account ফিরে আনার উপায় ?
আপনি যদি Instagram Account Permanently Delete করে থাকেন, তাহলে সেটা ফেরত আসবে না। কিন্তু, আপনি যদি Instagram Account Permanently Delete করার আগে Account backup থাকেন, তাহলে আপনি ফেরত আনতে পারবেন।
Instagram Account Permanently Delete করার পর কত দিন চালু থাকে ?
Instagram Account Permanently Delete করার পর ৩০ দিন পর্যন্ত আপনি Account Access করতে পারবেন। এরমধ্যে আপনি চাইলে সেটা ফেরত আনতেও পারবেন।