নতুন ভোটার লিস্ট 2023 | নতুন ভোটার লিস্ট ২০২৩ ডাউনলোড | How to download 2023 voter list | New Voter List 2023
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন ভোটার লিস্ট ২০২৩ প্রকাশিত হয়েছে। নতুন ভোটার লিস্ট ২০২৩ অনুসারে গত বছরের তুলনায় এই বছর পশ্চিমবঙ্গের ১২ হাজার ৫৭৭ ভোটার সংখ্যা কমে গেছে। আপনার নাম আছে তো এই নতুন ভোটার লিস্ট ২০২৩ এ। এই বিষয়ে বিস্তারিত জানতে পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আজকে আমি নতুন ভোটার লিস্ট ২০২৩ ডাউনলোড করার উপায় (How to download 2023 voter list) সম্পর্কেও আলোচনা করবো।
নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিভাবে বুঝবেন, এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি একটু মনোযোগ দিয়ে পড়ুন। আসা করছি অনেক কাজে আসবে।
পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা | West Bengal Total Voter
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর নতুন ভোটার তালিকায় অনেক নাম বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে মৃত্য ব্যক্তিরা এছাড়াও আরো অনেক রানিং ভোটার। নির্বাচন কমিশনের মতে, ২০২২ সালের জানুয়ারিতে যে ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছিল, তার মতে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল – ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০। কিন্তু, ২০২৩ সালের নতুন ভোটার তালিকায় ১২ হাজার ৫৭৭ ভোটার সংখ্যা কমে হয়েছে – ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩।
এসএসসি পরিক্ষা 2023 ডেট | SSC Exam 2023 Dates | SSC Exam Calendar 2023 PDF
How to download 2023 voter list
আপনি যদি 2023 সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, এবং নিজের নাম আছে কি না সেটা ভেরিফাই করতে চান, তাহলে আমি নিচে স্টেপ বাই স্টেপ সকল পয়েন্ট গুলো আলোচনা করেছি, নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন –

- সর্বপ্রথম আপনাকে ceowestbengal.nic.in ওয়েবসাইটে আসতে হবে।
- এরপর, আপনাকে Special Summary Revision 2023 New এ ক্লিক করতে হবে।
- এখন নতুন পেজ খুলবে, এখানে Electoral Roll (Voter List) এ ক্লিক করতে হবে।
- এখন আপনাকে নিজের জেলা, বিধানসভা, এবং পোলিং সেন্টারের নাম সিলেক্ট করতে হবে।
- এরপর, আপনি পরবর্তী পেজে Draft Roll এ ক্লিক করুন এবং সাবমিট করুন।
- এখন আপনার সামনে নতুন ভোটার লিস্ট ২০২৩ চলে আসবে, আপনি এখান থেকে নিজের নাম দেখতে পাবেন, এবং চাইলে Voter List Download করতে পারবেন
CB Homepage | Click Here |
WB Scholarship News | Visit Now |
5 thoughts on “নতুন ভোটার লিস্ট ২০২৩ ডাউনলোড | How to download 2023 voter list”