How To Link Aadhaar Voter: ভোটার কার্ড ভারতীয় নাগরিকত্বের সবচেয়ে পুরোনো পরিচয়পত্র। আজকে আমি “মোবাইল দিয়ে ভোটার আধার কার্ড লিংক (How To Link Aadhaar Voter) করার উপায় নিয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি নিজেই মোবাইল দিয়ে ভোটার কার্ডে আধার কার্ড লিংক(How To Link Aadhaar Voter) করতে পারবেন, এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ার পর।
ভোটার কার্ড ভারতীয় নাগরিকত্বের সবচেয়ে পুরোনো পরিচয়পত্র। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভোটার কার্ড ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে চলে আসছে।
কিন্তু, বর্তমান সময়ে ভোটার কার্ডে প্রচুর ফ্রড হচ্ছে, যা সরকারের জন্য বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, ভোটার কার্ডে কোনো ধরনের Security অপশন নেই, বাকি সব পরিচয়পত্রের মতো।
এই সব কারণে ভারতের ইলেকশন কমিশনের পক্ষ থেকে ভোটার কার্ডের নতুন আপডেন নিয়ে আসা হয়েছে। এখন থেকে ভোটার কার্ড আধার কার্ডের মতো দেখতে হবে।
আপনার ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ড বানানোর জন্য আপনাকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যে কিভাবে আপনি মোবাইল দিয়ে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করতে পারবেন (How To Link Aadhaar Voter)

কিভাবে মোবাইল দিয়ে ভোটার আধার লিংক করা যাবে | How To Link Aadhaar Voter
আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে চান | তাহলে আপনি দুটি উপায়ে সেটা করতে পারবেন | আমি আজকের এই আর্টিকেল এ দুটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো |
- অনলাইন(Online Prosess)
- অ্যাপ(Mobile App)
Voter Aadhaar Link Website | nvsp.in |
Voter Helpline App | Download Now |
Telegram Group More Information | Join Now |
Canbebangali Official Website | Visit Now |
Govt Job Requirement: কেন্দ্র সরকারের নতুন প্রকল্প লক্ষ লক্ষ চাকরির সুযোগ।
অনলাইনে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করার উপায় | How To Link Aadhaar Voter
আপনি যদি অনলাইনে ভোটার কার্ডে সাথে আধার কার্ড লিংক (How To Link Aadhaar Voter) করতে চান, তাহলে আপনাকে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে –
- প্রথমে আপনি এই সাইট ওপেন করুন – National Voter’s Service Portal (NVSP) – nvsp.in.
- এরপর, এখানে আপনাকে Register/Login অপশনে ক্লিক করতে হবে।
- এখানে আপনাকে Don’t have account অপশনে ক্লিক করুন এবং নতুন পেজ খুলবে।
- এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি করলে, একটা ওটিপি আসবে সেটা ভেরিফাই করতে হবে।
- এখন আপনার ভোটার কার্ড থাকলে I Have EPIC Number এ টিক করুন।
- এখন আপনার EPIC Number, email I’d, New Password And Re-Enter Password বসাতে হবে।
- এরপর, Register অপশনে ক্লিক করুন।
- এখন আপনি “Search in Electoral Roll” অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এরপর, নিজের জাবতীয় তথ্য প্রদান করুন, এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দিন।
- এখন সবকিছু সঠিক থাকলে, আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে।
- ওটিপি ভেরিফাই করা হলেই আপনার আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে, ভোটার কার্ডের সাথে।
Real money earning games in India 2022 without investment | সেরা ৭টি রিয়াল মানি আর্নিং অ্যাপ 2022
Advertisement
অ্যাপ(Mobile App) দিয়ে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করার উপায় ? (how to link aadhaar with voter card))
আপনি যদি অনলাইনের ঝামেলার মধ্যে না পরে অ্যাপ(Mobile App) এর সাহায্যে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করতে চান, সেটাও করতে পারবেন –
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App Download করতে হবে
- এরপর, সেটাকে Install করে নিন.
- এখানে আপনি Voter Registration অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এরপর, আপনি সবচেয়ে নিচে Form 6B দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এরপর, Let’s Start এ ক্লিক করুন।
- এখন আপনাকে নিজের মোবাইল নাম্বার বসাতে হবে, এবং Send OTP করতে হবে। OTP আসলে সেটা ভেরিফাই করতে হবে।
- এরপর, আপনার যদি ভোটার কার্ড নাম্বার জানা থাকে তাহলে প্রথমটা টিক করবেন, না হলে নিচেরটা ক্লিক করবেন।
- এখন নিজের ভোটার কার্ড নাম্বার বসাতে হবে এবং নিজের State Select করে Fatch Details এ ক্লিক করুন।
- এখন আপনার সব তথ্য চলে আসবে।
- এখন আপনাকে Next করতে হবে।
- এরপর, আপনাকে নিজের আধার কার্ড নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, এবং জায়গায় নাম বসিয়ে Done করতে হবে।
- এখন আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন, এখন Conform এ ক্লিক করুন।
- এখন আপনার Application Successful হয়ে যাবে এবং এখানে আপনি একটা Reference Number দেখতে পাবেন, সেটা লিখে রাখুন।
এই সামান্য কিছু স্টেপ অনুসরণ করে আপনি নিজেই মোবাইল দিয়ে ভোটার কার্ডে আধার কার্ড লিংক(How To Link Voter-Aadhaar In Bangla) করতে পারবেন। আসা করি আপনি বুঝতে পেরেছেন।
ED কি ? ED হওয়ার জন্য কি করতে হবে ? ED এর বেতন কত ? How to Bacome ED in Bangla
how to link aadhaar with voter card Stutus
- প্রথমে আপনি Voter Helpline App ওপেন করুন।
- এখানে আপনি নিচের দিকে Explore Option দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এরপর, আপনি Status of Application অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
- এখন আপনার Reference Number বসিয়ে দিন এবং Treak Stutus এ ক্লিক করুন। তাহলে আপনি সব তথ্য দেখতে পাবেন।
Conclusion – How To Link Aadhaar Voter
দর্শক আমি এই অ্যাটিকেলের মাধ্যমে “মোবাইল দিয়ে ভোটার আধার কার্ড লিংক | how to link aadhaar with voter card)” উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
FAQs – How To Link Aadhaar Voter
ফ্রিতে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করার উপায় কি ?
আপনি যদি সম্পুর্ন ফ্রিতে ভোটার কার্ডে আধার কার্ড লিংক করতে চান, তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App Download করতে হবে। এই অ্যাপ থেকে আপনি ফ্রিতে লিঙ্ক করতে পারবেন।
ভোটার কার্ডে আধার লিঙ্ক না করলে কি হবে ?
দর্শক আপনার যদি ভোটার কার্ডে আধার লিঙ্ক না করেন, তাহলে সেই ভোটার কার্ড দিয়ে কোনো সরকারি বা বেসরকারি কাজ করতে পারবেন না। কারণ, এখন ভোটার কার্ড ডিজিটাল কার্ডের মতো হবে।
ভোটার কার্ডে আধার লিঙ্ক করার ওয়েবসাইট ?
আপনি যদি ভোটার কার্ডে আধার লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে – nvsp.in
Voter Card Aadhaar Card link last Date ?
এখন পর্যন্ত Voter Card Aadhaar Card link last Date প্রকাশিত করা হয়নি। আসা করা যায় যে এর লাস্ট ডেট আসবে না।
Voter Card Aadhaar Card link Online West Bengal ?
আপনি যদি West Bengal থেকে ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে অনলাইনে করতে পারবেন, এবং আপনি চাইলে মোবাইল অ্যাপের সাহায্যে এটা করতে পারবেন।
How To Check voter id Linked with Aadhaar Card ?
আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিংক হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনাকে Voter Helpline App Download করতে হবে। এখানে আপনি Explore নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন এবং আপনার Reference Number বসিয়ে দিন, তাহলেই আপনি দেখতে পাবেন।
- Post Matric Scholarship 2023 | পোস্ট মেট্রিক স্কলারশিপ ২০২৩ – canbebangali
- গাদার ২ ফুল মুভি হিন্দি ডাউনলোড়। Gadar 2 Full Movie Download
- পাঠান ফুল মুভি ডাউনলোড | Pathaan Movie Download ibomma | ibomma
- কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো ২০২৩ | Best Camera Mobile Phone 2023
- ভিডিও দেখে টাকা ইনকাম App | Real Money Earning Apps 2023
- গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ | Online Taka Income Game 2023
1xbet Aadhaar Aadhaar Card Affiliate marketing Bgmi Blogger Bloging Business idea Canbebangali cb earn money Facebook Govt Scheme Govt Yojana Hello Mini Ibomma Instagram Jio Jobs Loan Make Money Money Earning Money income News Old Note Sale Online Money Earning Paytm Phonepe Phonepe থেকে টাকা ইনকাম PM Kisan PM Kisan ekyc 2022 Pubg ration card RummyCircle Scholarship Train Ticket Booking Wb Web Series website Web stories WhatsApp Winzo App YouTube আধার কার্ড রেশন কার্ড
2 thoughts on “মোবাইল দিয়ে ভোটার আধার লিংক করার উপায় | How To Link Aadhaar Voter”