Phonepe QR Code ফ্রিতে অডার । Order Phonepe QR Code Free | ফ্রিতে ফোনপে QR কোড় অড়ার করার উপায় | How To Order Phonepe QR Code Free 2022
বিগত কয়েক বছরে যে মানুষ অনলাইন এ টাকা লেনদেন করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ফোনপে (Phonepe)। প্রথম দিকে এটা Phonepe to Phonepe টাকা পাঠানো যেত, কিন্তু আস্তে আস্তে QR Code আসলে, ব্যাঙ্কে টাকা পাঠানো শুরু হলো, এছাড়া আরো অনেক সুবিধা নিতে আসতে লাগলো। কিন্তু এখন আপনি দোকানেও টাকা পেমেন্ট করতে পারবেন। দোকান থেকে কিছু কেনার পর নগদ টাকা দেওয়ার প্রয়োজন হবে না, মোবাইল দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন আপনি কিভাবে Phonepe QR Code Order করবেন ফ্রিতে। Phonepe QR Code Order করার নিয়ম জানুন।
Phonepe QR Code ফ্রিতে অডার । Order Phonepe QR Code Free
আমরা বর্তমান সময়ে Real Cash ব্যবহার না করে Digital Cash ব্যবহার করতে বেশি পছন্দ করি। এর কারণ হচ্ছে, আজকের আপনি যে কোনো দোকানে বা বাজারে জান না কেন। সব জায়গায় আপনি QR Code দেখতে পাবেন। আমরা যখন Phonepe QR Code দিয়ে পেমেন্ট করি তখন খুচরো টাকা পয়সার সমস্যার মধ্যে পড়তে হয় না। যা আপনার এবং দোকানদারের পক্ষে খুবই সহজ হয়ে ওঠে। আপনার যদি কোনো ছোটো বা বড়ো দোকান থাকে তাহলে আপনি ফ্রিতে ফোনপে QR কোড় অড়ার করতে পারবেন। আমি এই অ্যার্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।
Phonepe অ্যাকাউন্ট কিভাবে বানাবেন।(How To Create Phonepe Account)
Phonepe QR Code Order করার জন্য আপনাকে প্রথমে ফোনপে অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং সেটাপ করতে হবে। আসাকরি আপনি সেটাপ করতে পারবেন। না জানলে জেনে নিন

1. প্রথমে Phonepe App Download করুন
2. ব্যাঙ্কের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই করতে হবে।
3. তারপর UPI Pin তৈরি করতে হবে।
4. এরপর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে।
5. আপনার আ্যাকাউন্ট তৈরি কম্পিলিট।
এই সামান্য কিছু প্রসেস কম্পিলিট করে আপনি নীজের Phonepe Account তৈরি হয়ে যাবে। এর পর আপনি টাকা লেনদেন করতে পারবেন। যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ টাকা পাঠাতে পারবেন। কিন্তু আপনি এখানে আপনার দোকানের জন্য Phonepe QR Code Order করতে চাচ্ছেন। কিভাবে QR Code Order করতে পারবেন।
Phonepe QR Code কিভাবে অডার করবেন।( How to order Phonepe QR Code Free)
যেমনটা আগেই বলেছি Phonepe QR Code Order করার জন্য ফোনপে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। আপনি যদি নীজের দোকানের জন্য QR Code Order করতে চাচ্ছেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই আছে। Phonepe QR Code Order Step by Step
1. প্রথমে Phonepe Business App Download করতে হবে।
2. আপনার Phonepe তে রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে।
3.এরপর, দোকানের নাম, ঠিকানা এবং অন্যান্য সবকিছু ঠিকঠাক বসিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিন।
4. এখন আপনি, Phonepe Business এর মধ্যে প্রবেশ করেছেন।
5. এরপর, Left Side এ আপনার Profile দেখাচ্ছে, এখানে ক্লিক করুন।
6. এখন অনেক গুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে Manage QR Code এ ক্লিক করুন।
7. Manage QR Code এ ক্লিক করলে, নতুন পেজ খুলবে।
8. এখানে Request More QR Codes এ ক্লিক করুন।
9. এখন আপনার QRCODE Order হয়ে গেছে।
এই Order করা QR Code আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে কিছু দিনের মধ্যেই। এবং আপনাকে ফোন করে জানানো হবে।
এই ভাবে আপনি আপনার দোকানের জন্য Phonepe QR code order করতে পারবেন।