HS Exam 2023 Routine: আজকের আলোচনাতে আমি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি এই বছর অর্থাৎ ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন। তাহলে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। আপনার অনেক কাজে লাগবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা বা HS Exam প্রতিবছর পরিচালনা করা হয় – পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) এর দ্বারা।
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিবছর ৮.৫ লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন। এই উচ্চমাধ্যমিক পরীক্ষা বা HS Exam একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষার পথ তৈরি করে। এই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর একটি ছাত্র তার পছন্দের শিক্ষা গ্ৰহন করতে পারে। যেমন – ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এবং আইন সহ আরো অনেক পেশাতে শিক্ষা গ্ৰহন করতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পুরো দায়িত্ব বহন করেন – পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE). ১০ই জুন ২০২২ এ উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছিল (2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন | HS Exam 2023 Routine) । এই নোটিশে উল্লেখ করা হয়েছে – উচ্চমাধ্যমিক পরীক্ষা রুটিন, সিলেবাস, পরীক্ষার ধরন। আপনি যদি এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন। তাহলে এই পোস্টটি সম্পুর্ন পড়ুন।
Highlights Points 👇

উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে | HS Exam 2023 Routine
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE এর দ্বারা উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন, সিলেবাস, পরীক্ষার ধরন ইত্যাদি প্রকাশিত করা হয়েছে। WBCHSE এর দ্বারা ১০ই জুন ২০২২ এ উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছিল। এখানে জানানো হয়েছে – 14 মার্চ 2023 থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam Start Date 2023) শুরু হবে। আপনি যদি এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাহলে নিচে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই অনুসরণ করুন।
HS Exam 2023 Routine Overview
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
শিক্ষাবর্ষ | 2022-2023 |
পরীক্ষার নাম | দ্বাদশ শ্রেণী / উচ্চ মাধ্যমিক / Higher Secondary Examination 2023 |
বিষয় | কলা, বানিজ্য, বিঞ্জান এবং ভোকেশনাল |
পরীক্ষা শুরু ডেট | 14 মার্চ 2023 |
পরীক্ষা শেষ ডেট | 27 মার্চ 2023 |
পরীক্ষার সময় | 3 ঘন্টা 15 মিনিট (15 মিনিট প্রশ্নপত্র বোঝার জন্য) |
অফিসিয়াল ওয়েবসাইট | wbchse.nic.in |
HS Exam 2023 Routine | 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছে। যা আমরা উপরের পয়েন্টগুলোতে জেনেছি। WBCHSE এর দ্বারা উচ্চমাধ্যমিক পরীক্ষা রুটিন, সিলেবাস (WB HS Exam Routine 2023) ঘোষণা করা হয়েছে। আমি এই অ্যার্টিকেলে উচ্চমাধ্যমিকের প্রতিটা পরীক্ষার তারিখ এবং সময় এই অ্যার্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। 14 মার্চ 2023 থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam Start Date 2023) শুরু হবে, যা চলবে 27 মার্চ 2023 পর্যন্ত।
14 মার্চ 2023 থেকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। কিন্তু, WBCHSE এর দ্বারা 15 মিনিট পরীক্ষার পেপার ভালো করে দেখার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি পরীক্ষার জন্য 3 ঘন্টা পাবেন।
2023 উচ্চমাধ্যমিক রুটিন ডাউনলোড (West Bengal HS Routine 2023 Download)
WBCHSE এর দ্বারা প্রকাশিত উচ্চমাধ্যমিকের রুটিন ডাউনলোড (HS Exam 2023 Routine) কিভাবে করবেন। আপনি যদি উচ্চমাধ্যমিকের রুটিন ডাউনলোড করতে চান, তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে –
- এখানে আপনি হোম পেজে WB HS Routine 2023 Download Link দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করুন।
- এখন আপনার সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৩(West Bengal HS 2023 Routine) খুলে যাবে। এখন আপনি ডান দিকের ডাউনলোড বিকল্পটি সিলেক্ট করে, WB HS Routine Pdf 2023 Download করতে পারবেন।
আপনি যদি সরাসরি আমার ওয়েবসাইট থেকে WB HS Routine Pdf 2023 Download করতে চান, তাহলে আমি এই অ্যার্টিকেলে শেষে লিঙ্ক দিয়েছি। এখান থেকে আপনি উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড় করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন| HS Exam 2023 Routine
দিন | তারিখ | বিষয় |
মঙ্গলবার | 14 মার্চ 2023 | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
বৃহস্পতিবার | 16 মার্চ 2023 | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
শুক্রবার | 17 মার্চ 2023 | # Health Care, # Automobile, #Organized Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, # Plumbing, # Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power – VOCATIONAL SUBJECTS |
শনিবার | 18 মার্চ 2023 | Biological Science, Business Studies, Political Science |
সোমবার | 20 মার্চ 2023 | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
মঙ্গলবার | 21 মার্চ 2023 | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education |
বুধবার | 22 মার্চ 2023 | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
বৃহস্পতিবার | 23 মার্চ 2023 | Physics, Nutrition, Education, Accountancy |
শুক্রবার | 24 মার্চ 2023 | Economics |
শনিবার | 25 মার্চ 2023 | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
সোমবার | 27 মার্চ 2023 | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management |
উচ্চ মাধ্যমিক রুটিন 2023 (HS Exam 2023 Routine) : বিষয়বস্তু
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর দ্বারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৩(HS Exam Routine 2023) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। এই প্রকাশিত রুটিনে যা যা উল্লেখ করা হয়েছে, আমি নিচে সবগুলো পয়েন্ট উল্লেখ করেছি।
- পরীক্ষার সময়
- পরীক্ষার তারিখ
- পরীক্ষার দিন
- পরীক্ষার নির্দেশাবলী
- পরীক্ষার বিষয়
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (HS Exam 2023 Routine) : নির্দেশাবলী
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু জরুরী নির্দেশাবলী জারি করা হয়েছে। আমি নিচে সব নির্দেশাবলী স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি –
- প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা বেজে ১৫মিনিট পর্যন্ত পরীক্ষার সময় রাখা হয়েছে। এখানে মোট সময় ৩ ঘন্টা ১৫ মিনিট, কিন্তু ১৫ মিনিট হল প্রশ্নপত্র বোঝার জন্য।
- এখানে যে ১৫ মিনিট প্রশ্নপত্র বোঝার জন্য দেওয়া হয়েছে, সেটা এই বিষয়গুলোর জন্য প্রযোজ্য নয় – Health & Physical Education, Visual Arts, Music and Vocational Subjects
- Health & Physical Education, Visual Arts, Music and Vocational Subjects এগুলোর পরীক্ষার সময় ২ ঘন্টা দেওয়া হবে।
- সমস্ত প্র্যাক্টিকাল পরীক্ষা ০৫-১২-২০২২ থেকে ২১-১২-২০২২ তারিখের এরমধ্যে হবে।
- পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE পরীক্ষার তারিখ এবং সময় পরিবর্তন করে পারবেন।
HS Exam 2023 Routine Important Links
CB Official Website | Click Here |
CB Telegram Group | Click Here |
WB Scholarship News | Click Here |
HS Exam 2023 Routine | Download |
FAQs HS Exam 2023 Routine
Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশ করতে কত নাম্বার লাগবে ?
Answer: আপনি যদি এই বছর অর্থাৎ 2023 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাহলে আপনি সর্বনিম্ন 30 নাম্বার উঠালে পাশ করতে পারবেন।
Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পিডিএফ ফাইল ?
Answer: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পিডিএফ ফাইল 2023 ডাউনলোড করার জন্য আপনাকে WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Q. Uccho maddhomik 2023 পরীক্ষার রুটিন কোথায় পাওয়া যাবে ?
Answer: Uccho maddhomik 2023 পরীক্ষার রুটিন আপনি প্রথমত, আপনার ইস্কুল থেকেই পাবেন। কিন্তু, আপনি যদি নিজেই মোবাইল দিয়ে Uccho maddhomik 2023 পরীক্ষার রুটিন ডাউনলোড করতে চান, তাহলে WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Q. উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে ?
Answer: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে, 14 মার্চ 2023 থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam Start Date 2023) শুরু হবে, যা চলবে 27 মার্চ 2023 পর্যন্ত।