Indian Super League 2022-23 (ইন্ডিয়ান সুপার লীগ 2022-23) দীর্ঘ দুই বছর পর ভারতে নতুন করে শুরু হচ্ছে Indian Super League (ইন্ডিয়ান সুপার লীগ 2022-23) এই খেলায় প্রথম দল হলো East Bengal Vs Kerala Blasters FC.
Indian Super League 2022-23
2020 সালে শেষবার Indian Super League খেলা হয়েছিল কেরালার কোচিতে(Kochi) এই বারো কোচিতে খেলা হবে। করোনার কারণে ইন্ডিয়ান সুপার লীগ (ISL) বন্ধ ছিল। কিন্তু, এখন করোনার আতঙ্ক নেই বললেই চলে। এই কারনে শুরু হচ্ছে Indian Super League 2022-23(ইন্ডিয়ান সুপার লীগ 2022-23)
7th October 2022 অর্থাৎ শুক্রবারে প্রথম খেলা শুরু হবে, যেখানে সামনা-সামনি হবে East Bengal Vs Kerala Blasters (ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স এফসি)
গত দুই বছর ধরে East Bengal (ইস্টবেঙ্গল) Indian Super League (ISL) এ অংশ নিয়ে আছে। এই দুই বছরে নড়বড়ে দিয়েছে লাল হলুদ শিবিরকে। কিন্তু, বিনিয়োগকারীদের নিয়ে অনেক চিন্তায় ছিলেন এই প্রাচীন ক্লাবটি।
2020-21 এ Kerala Blasters দলটি দশম নাম্বারে ছিল। কিন্তু, করোনা কালে কেরালা ব্লাস্টার্স দলটির অবস্থা খুবই খারাপ হয়েগেছে। Kerala Blasters দলের কোচ ছিলেন ইভান ভুকুমানোভিচ। কিন্তু, এই দলের বর্তমান কোচ সার্বিয়ান দলটিকে অনেকটা চাঙ্গা করে তুলেছে।

7 অক্টোবর যে খেলাটি হবে, সেটা দেখার মতো হবে। আপনার যদি লাইভ দেখতে চান, তাহলে আপনার স্টার স্পোর্টস(Star Sports) এবং স্টার স্পোর্টস এইচডি (Star Sports HD) তে। এই খেলাটি আয়োজিত হবে – কেরলের কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, খেলা শুরু হবে – সন্ধ্যা 7:30PM9th Indian Super League এ সমনা সামনি হচ্ছে – East Bengal Vs Kerala Blasters FC.
এই খেলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে, আমাদের Telegram Group Join করুন, লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
Frequently Asked Questions Indian Super League 2022-23
ইন্ডিয়ান সুপার লীগ কবে চালু হবে ?
ইন্ডিয়ান সুপার লীগ কবে চালু হবে – ৭ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে।
ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League 2022-23) কোথায় খেলা হবে ?
ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League 2022-23) খেলাটি আয়োজিত হবে – কেরলের কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
ইন্ডিয়ান সুপার লীগ লাইভ দেখার উপায় ?
আপনার স্টার স্পোর্টস (Star Sports) এবং স্টার স্পোর্টস এইচডি (Star Sports HD) টিভি চ্যানেলের ইন্ডিয়ান সুপার লীগ লাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়ান সুপার লীগে প্রথম কোন টিম খেলবে ?
ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স এফসি
1 thought on “Indian Super League 2022-23 | ইন্ডিয়ান সুপার লীগ 2022-23”