iphone s : কেনার আগে এই পয়েন্টগুলো অনুসরণ করুন – Canbebangali

Advertisement
Advertisement

iPhone s: আপনি যদি একটা আইফোন (iPhone) কেনার কথা ভাবছেন, তাহলে এই অ্যাটিকেলটি আপনার অনেক সাহায্য করবে, iPhone s কেনার জন্য। আজকের আলোচনাতে iPhone s এর ফির্চাস, ক্যামেরা, ডিসপ্লে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

iPhone কেন জগৎ বিখ্যাত ?

Apple এর CEO স্টিভ জবস দশ শতকের সময় অ্যাপল ভার্চ্যুয়াল কি-বোর্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করেছিল। কিন্তু, সেই সময় তার সঙ্গে যারা কাজ করতো, তারা সেই সময়কার মোবাইল কে নিয়ে খুবই অসুবিধায় ছিলেন।

Advertisement
iphone s
iphone s : কেনার আগে এই পয়েন্টগুলো অনুসরণ করুন – Canbebangali

Apple এর CEO স্টিভ জবস ভাবেন, যে এখনকার মোবাইলগুলোতে যে সমস্যা আছে, তার একটা সমাধান করা দরকার। সেই সময় তিনি বাজারে মোবাইলের চাহিদা কে দেখে একটা iPhone তৈরি করার পরিকল্পনা করে।

এটাও পড়ুন 👉 ২০২৩ এর সেরা ক্যামেরা ফোন

Advertisement

তিনি ২০০৭ সালের ২৯ জুন একটি iPhone বাজারে নিয়ে আসে। ২০০৭ সালের iPhone বাজারে আসার পর, মোবাইল জগতের পরিকাঠামো বদলে দেয়। গত এক দশকে বিশ্বের গোটা মোবাইল কোম্পানি যা করতে পারেনি, তা Apple এর একটা ফোনেই করে দেখিয়েছে।

Advertisement

iPhone জগৎ বিখ্যাত হওয়ার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে, তার উন্নত পরিকল্পনা। এখানে আপনি উন্নত ধরনের Security Settings, Advance Software, Best Camera Phone, Best OS ইত্যাদি আরো অনেক কিছু যা iPhone জগৎ বিখ্যাত করে।

iPhone s

আমাদের মধ্যে ‌অনেকেই আছেন, যারা গুগলে iPhone s লিখে সার্চ করে থাকেন। আসলে “iPhone s” নির্দিষ্ট কোনো আইফোনের মড়েল নয়। iPhone – হল একটি ব্র্যান্ড আর s – এর অর্থ হল সিরিজ।

এটাও পড়ুন 👉 ১০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন

আমরা অনেকেই জানি যে, এখনকার সময় Mobile Phone Series হিসাবে বাজারে আনা হচ্ছে। যেমন – Vivo V Series, Samsung S Series, iPhone S Series ইত্যাদি। iPhone s এরমধ্যে যেসকল মোবাইলগুলো আসে, – iPhone 6s, iPhone 5s, iPhone SE

Apple এর প্রথম মোবাইল ?

Apple সর্বপ্রথম যে মোবাইল মোবাইল ফোনটি বাজারে নিয়ে আসে, তার মড়েল হলো – A1203. এই ফোনটি ২৯ শে জুন ২০০৭ সালে মোবাইল বাজারে নিয়ে আসা হয়েছিল। এই মোবাইলে যে সকল ফির্চাস ছিল –

Advertisement
  • Memory: 128MB eDRAM
  • Storege: 4, 8, or 16 GB flash memory
  • Battery: 3.7 V 1400 mAh Lithium-ion battery
  • Display: 90 mm (3+1⁄2 inch)
  • Rear camera: 2.0 MP
  • Operating system Original: iPhone OS 1.0, iPhone OS 3.1.3 (Released February 2, 2010)
  • Price: 499$
Apple First Mobile Phone
Apple First Mobile Phone

Join Telegram Group 👉 Click Here

iPhone 6s

আপনি যদি iPhone 6s কিনতে চান, তাহলে কম বাজেটের মধ্যে ভালো মোবাইল হতে পারে। আমি নিচে iPhone 6s এর ফির্চাস সম্পর্কে তথ্য দিয়েছি। আপনি iPhone কেনার আগে নিচের পয়েন্টগুলো একবার অনুসরণ করুন।

iPhone 6s কেনার পর, আপনি যেসকল জিনিসপত্র বক্সের মধ্যে পাবেন – One Handset, One Apple EarPods, USB Cable, USB Power Adapter, SIM Slot Remove Tool

iPhone 6s Features

Advertisement
  • ROM: 32GB (More Option Available)
  • Camera: 12MP Rear Camera And 5MP Front Camera
  • Processor: Apple A9 64-bit Processor And Embedded M9 Motion Co-Processor
  • Color: 4 Color Available (Space Gray,
  • SIM Type: Single SIM Slot
  • Display Size: 4.7 Inch
  • Display Type: LED Backlit IPS LCD
  • Resolution: 750×1334 Pixels
  • Operation System: iOS 9
  • Network Type: 2G, 3G, 4G
  • SIM Size: NANO SIM
  • Battery Capacity: 1715 mAh
  • Waranty Summary: 1 Year Brand Waranty
  • iPhone 6s New Price: ₹25,399 (Starting Price)

iPhone 5s

আপনি যদি iPhone 5s কিনতে চান, তাহলে কম বাজেটের মধ্যে ভালো একটি মোবাইল হতে পারে। আপনি অল্প টাকায় আইফোন মজা নিতে পারবেন।আমি নিচে iPhone 5s এর ফির্চাস সম্পর্কে তথ্য দিয়েছি। আপনি iPhone কেনার আগে নিচের পয়েন্টগুলো একবার অনুসরণ করুন।

iPhone 5s কেনার পর, আপনি যেসকল জিনিসপত্র বক্সের মধ্যে পাবেন – One Handset, One Apple EarPods, USB Cable, USB Power Adapter, SIM Slot Remove Tool

Advertisement

iPhone 5s Features

  • ROM: 16GB (More Option Available)
  • RAM: 1GB
  • Camera: 8MP Rear Camera And 1.2MP Front Camera
  • Processor: Apple A7 Processor
  • Color: 4 Color Available (Space Gray,
  • SIM Type: Single SIM Slot
  • Display Size: 4 Inch
  • Display Type: LED Backlit IPS LCD
  • Resolution: 750×1334 Pixels
  • Operation System: iOS 9
  • Network Type: 2G, 3G, 4G
  • SIM Size: NANO SIM
  • Battery Capacity: 1570 mAh
  • Waranty Summary: 1 Year Brand Waranty
  • iPhone 5s New Price: ₹14,000 (Starting Price)

Advertisement

Leave a Comment