Iswar Chandra Vidyasagar Scholarship: আপনি বা আপনার পরিবারের কেউ কি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। তাহলে আপনি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবেন (Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23)
আমি আজকে এই অ্যাটিকেলের মাধ্যমে আলোচনা করবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে Iswar Chandra Vidyasagar Scholarship 2022-23 এ আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনকারী প্রার্থীরা বার্ষিক ৬০০০ টাকা করে পাবেন।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ কি(What’s Iswar Chandra Vidyasagar Scholarship)
বিগত, দুই বছর কোরনার কারনে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। এই দুই বছরে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। যা বিশাল একটা দূরচিন্তার ব্যবহার। শিক্ষার্থীদের ইস্কুলে না আসার সবচেয়ে বড়ো কারন হচ্ছে পরিবারের আর্থিক অবস্থা।
পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতের সমস্ত সরকারি এবং বেসরকারি ইস্কুলে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ উল্লেখযোগ্য।
আমি আজকে এই অ্যাটিকেলের মাধ্যমে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে অনলাইনে আবেদন (Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23) এবং কি কি ডকুমেন্টস লাগবে, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

কারা কারা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবেন (Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23)
চলুন, দেখে নেওয়া যাক যে কারা কারা এই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবেন –
- আবেদনকারীর পরিক্ষার্থী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যেকোনো ক্লাসে পড়তে হবে।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে কত টাকা পাওয়া যায় (Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23)
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে ভিন্ন শ্রেনীর জন্য ভিন্ন প্লান আছে। সবাই এখানে একসমান টাকা পায়না। আসুন, দেখে নেওয়া যাক কোন ক্লাসের জন্য কত টাকা দেওয়া হয় –
- অষ্টম শ্রেনীতে পড়া ছাত্র-ছাত্রীদের বার্ষিক ১২০০ টাকা দেওয়া হয়।
- নবম শ্রেনীতে পড়া শিক্ষার্থীদের বার্ষিক ২৪০০ টাকা দেওয়া হয়।
- দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৩৬০০ টাকা দেওয়া হয়।
- একাদশ শ্রেণীতে পড়া প্রার্থীদের বার্ষিক ৪৮০০ টাকা দেওয়া হয়।
- দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে অনলাইনে আবেদন, Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না, এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইন পদ্ধতি ব্যবহার করতে হবে। আসুন, দেখে নেওয়া যাক কি কি করতে হবে –
- প্রথমে আপনাকে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Iswar Chandra Vidyasagar Scholarship Apply Form Download করতে হবে, এবং প্রিন্ট করে নিন।
- এরপর, আপনাকে নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্মতারিখ, বিগত পরিক্ষার নাম্বার, পরিবারের বার্ষিক আয় ইত্যাদি বসিয়ে দিন।
- এরপর, সমস্ত ডকুমেন্টস লাগিয়ে, স্পিড় পোস্ট সঠিক জায়গায় পাঠিয়ে দিন। কোথায় পাঠাতে হবে সেটা নিচে আলোচনা করা হয়েছে।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ ফর্ম পাঠানোর ঠিকানা ?
আপনি যদি সবকিছু ঠিকঠাক ফিলাপ করেন, তাহলে আপনি ফিলাপ করা ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস যুক্ত করুন এবং নিচের দেওয়া ঠিকানায় বাই পোস্ট পাঠিয়ে দিন –
PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGUNJ, KELLAPUKUR, P.O- Midnapore, Paschim Medinipur , Pin- 721101
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকোমেন্স লাগে (Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23)
- বিগত, বা আগের বছরের পরিক্ষার মার্কসিট।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
- আবেদনকারী এবং অভিভাবকদের স্বাক্ষর।
- ইনকাম সার্টিফিকেট।
- আবেদনকারী ব্যাঙ্ক পাসবুক।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করার Last Date ?
এই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করা শুরু হয়, জানুয়ারি মাস থেকে এখানে প্রায় সবসময় আবেদন করা যায়।
আপনারা যদি এই ধরনের স্কলারশিপ প্রকল্প সম্পর্কে আরো জানতে চান, তাহলে আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন। এখানে আমি নতুন নতুন স্কলারশিপ নিয়ে আলোচনা করে থাকি ।
1 thought on “ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে অনলাইনে আবেদন, Iswar Chandra Vidyasagar Scholarship Online Apply In Bangla 2022-23”