West Bengal Board Exam Date 2023 | মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 | ২০২৩ এ মাধ্যমিক পরিক্ষার রুটিন | Madhyamik Exam Routine Pdf West Bengal | মাধ্যমিক পরিক্ষা কবে হবে |
West Bengal Board Exam Date 2023: পশ্চিমবঙ্গের ২০২৩ সালের মাধ্যমিক পরিক্ষার ডেট বা তারিখ প্রকাশিত করা হয়েছে। আজকের এই অ্যার্টিকেলটি সম্পুর্ন West Bengal Board Exam Date 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এই বছর অর্থাৎ 2023 সালে মাধ্যমিক পরিক্ষা দিবেন, তাহলে এই অ্যাটিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।
আমি এই অ্যাটিকেলে West Bengal Board Exam Date 2023(মাধ্যমিক পরিক্ষার রুটিন 2023), কত তারিখ থেকে মাধ্যমিক পরিক্ষা শুরু হবে, কোন তারিখে কোন পরিক্ষা হবে। একটা একটা করে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এখন থেকেই জানতে পারেন, যে কোন তারিখে কোন পরিক্ষা হবে। তাহলে আপনি পরিক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত হতে পারবেন।
Highlights Points 👇
West Bengal Board Exam Date 2023 | মাধ্যমিক পরিক্ষা 2023

Board Name | Exam Date |
WB 10th Board (Madhyamik Pariksha) West Bengal Board of Secondary Education | 23 Feb to 04 March 2023 |
WB 12th Board (West Bengal Council of Higher Secondary Education) | 02 to 20 April 2023 |
West Bengal Class 10th Exam Time Table 2023 | WB Madhyamik Exam Routine Pdf
WBBSE (West Bengal Board of Secondary Examination) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরিক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছে (West Bengal Madhyamik Exam Routine 2023) আমি নিচে আলোচনা করেছি যে কোন তারিখে কোন পরিক্ষা হবে। আমার মতে এটা একজন মাধ্যমিক পরিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। একজন মাধ্যমিক পরিক্ষার্থী যদি আগেই জানতে পারে যে কোন তারিখে কোন পরিক্ষা হবে। তাহলে সে অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক নিচে West Bengal Madhyamik Exam Routine 2023 দেওয়া হয়েছে।
এটাও পড়ুন, ২০২৩ সালের নতুন রেশন কার্ড লিস্ট, প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে।
Time Table for Physical Education & Social Service
Exam Date | Subjects |
March 2023 – 6th, 9th, 10th, 11th, 13th | Physical Education & Social Service |
March 28th, 29th, 20th, 31th and April 1st, 2023 | Work Education |
How to download West Bengal Madhyamik Exam Routine Pdf 2023 ?
West Bengal Board Exam Date 2023: WBBSE এর পক্ষ থেকে Madhyamik Exam Routine Pdf 2023 অনলাইন ভাবেও প্রকাশিত করা হয়েছে। যে সকল শিক্ষার্থীরা West Bengal Madhyamik Exam Routine 2023 download করতে চান, তাহলে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন –
- West Bengal Madhyamik Exam Routine 2023 download করার জন্য আপনাকে WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে – wbbse.org
- এখানে আপনি Homepage এ দেখতে পাবেন – WBBSE 10th Time Table 2023.
- এখন আপনি এই WBBSE 10th Time Table 2023 এর উপর ক্লিক করুন।
- এরপর, আপনি Madhyamik Exam Routine 2023 Pdf File দেখতে পাবেন।
- এখন আপনি এই Madhyamik Exam 2023 Pdf File Download করতে নিন এবং এটাকে প্রিন্ট আউট করে রেখে দিন।
2023 মাধ্যমিক পরীক্ষার কিছু জরুরী নিয়ম (Madhyamik Exam 2023 Roles)
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা ২৩ সে ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হবে। কিন্তু, WBBSE এর পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষার্থী এবং মনিটরিং করা শিক্ষকদের জন্য বিশেষ নিয়ম জারি করা হয়েছে। আমি নিচে স্টেপ বাই স্টেপ প্রতিটি নিয়ম আলোচনা করেছি –
- প্রথমত, প্রতিটি বিদ্যালয়ে শৌচাগার রাখতে হবে এবং সেটা যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- বিদ্যালয়ে পয়াপ্ত পরিমানে পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।
- Madhyamik পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মনিটর করার জন্য CC Camera এর ব্যবস্থা থাকতে হবে।
- বিদ্যালয়ে পয়াপ্ত পরিমানে আসবাবপত্র থাকতে হবে। যেমন – চিয়ার, টেবিল, ব্রেঞ্চ ইত্যাদি।
- Madhyamik পরীক্ষা চলাকালীন ক্লাস রুমে যেন পয়াপ্ত পরিমানে আলোর ব্যবস্থা থাকে।
- অসুস্থ পরীক্ষার্থীদের জন্য আলাদা একটা ক্লাসরুম রাখতে হবে।
- পরীক্ষার্থীদের বেগ এবং অন্যান্য জিনিসপত্র রাখার জন্যও আলাদা একটা ঘর রাখতে হবে। যাতে পরীক্ষার্থীরা সেই রুমে যেতে না পারে।
মাধ্যমিক পরীক্ষা 2023 এর নতুন রুটিন
মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের দ্বারা। 2022 এ যে মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছিল, তার নিচে দেওয়া হয়েছে –
Old Madhyamik Exam Routine
23 February 2023 | First Language |
24 February 2023 | 2nd Language |
25 February 2023 | ভূগোল |
28 February 2023 | জীবন বিজ্ঞান |
1 March 2023 | ইতিহাস |
2 March 2023 | অংক |
3 March 2023 | ভৌত বিজ্ঞান |
4 March 2023 | শরীরশিক্ষা এবং কর্মশিক্ষা |
Madhyamik Exam New Routine 2023

Madhyamik Admit Card কবে দেওয়া হবে ?
সাগর দিঘি উপ-নির্বাচনের জন্য বদলে গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার রুটিন। কিন্তু, এবার পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের দ্বারা, Madhyamik Admit Card দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি থেকে ছাত্রছাত্রীরা ইস্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাড়মিট কার্ড় নিতে পারবেন। এছাড়াও, শিক্ষা সংসদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, যে সকল শিক্ষার্থীদের নাম বা অন্যান্য কোনো ভুল থাকলে, সেটা সংশোধন করার জন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 new
আমরা সকলেই জানি যে ইতিহাস পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছিল, সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের পক্ষ থেকে নতুন একটা বিঞ্জপ্তি জারি করা হয়েছে। ২৭ শে ফেব্রুয়ারি তারিখে যে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।
এই নির্বাচনে যে সকল শিক্ষক বা শিক্ষা কর্মিরা কর্মরত থাকবেন। তাদের জন্য এই বিঞ্জপ্তি জারি করা হয়েছে। যদি কোনো কারণে ২৭ শে ফেব্রুয়ারি তারিখে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটে দেরি হয়। তাহলে ২৮ শে ফেব্রুয়ারি তারিখে সকল শিক্ষক বা শিক্ষা কর্মিদের ছুটি থাকবে।
এই বিঞ্জপ্তি প্রকাশিত হওয়ার পর, শিক্ষক বা শিক্ষা কর্মিদের একাংশ প্রশ্ন তুলেছেন। এখানে যেসকল শিক্ষক বা শিক্ষা কর্মিরা প্রশ্ন তুলেছেন, তাদের কথা হচ্ছে। আমরা অনেকেই আছি, যাদের ইস্কুল থেকে ভোট কেন্দ্রের দূরত্ব অনেক বেশি। সেক্ষেত্রে, ২৭ তারিখে ভোটের পর ২৮ তারিখে সময় মতো ইস্কুলে পৌঁছানো সম্ভব নয়।
এই জন্য তারা চান যে ২৮ তারিখের জীবন বিঞ্জান পরীক্ষার তারিখ পরিবর্তন করা হোক। কিন্তু, এই বিষয়ে এখনো সঠিক কোনো মতামত সামনে আসে নি। এখন পর্যন্ত গনমাধ্যমে যে সংবাদ পাওয়া গেছে, তাতে ২৮ শে ফেব্রুয়ারি তারিখে জীবন বিঞ্জান পরীক্ষা হবে।
আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে, আমার ফেসবুক পেজ এবং টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন। এখানে আপনি প্রতিটি সময়ের খবর পেয়ে যাবেন।
CB Telegram Group 👉 Click Here
News Today Bangla 👉 Click Here
Conclusion – West Bengal Board Exam Date 2023
আমি আজকের অ্যার্টিকেলে West Bengal Board Exam Date 2023, Madhyamik Exam Routine Pdf 2023 download, 2023 Madhyamik Exam Date ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনি যদি এই সম্পুর্ন অ্যার্টিকেলটি পড়ে একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে এটি ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়া, আপনার যদি West Bengal Board Exam Date 2023 সম্পর্কে আরো কিছু জানার থাকলে, তাহলে আপনি আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন। অথবা নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রশ্নের দেওয়ার চেষ্টা করবো।
FAQs. WB Madhyamik Exam 2023
Q. মাধ্যমিক পরীক্ষার নতুন তারিখ ?
Answer: মাধ্যমিক পরীক্ষার নতুন তারিখ জারি করা হয়েছে – 6th, 9th, 10th, 11th, 13th, 28th, 29th, 30th, 31th March and 1st April 2023.
Q. মাধ্যমিক পরীক্ষার পুরোনো রুটিন ?
Answer: মাধ্যমিক পরীক্ষার পুরোনো রুটিন হিসাবে যে তারিখ ছিল, 23th, 24th, 25th, 28th, February And 1st, 2nd, 3rd, 4th March 2023.
Q. “মাধ্যমিক পরীক্ষা” কত তারিখ কি পরীক্ষা হবে ?
Answer: মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন অনুযায়ী – 6th Mar. প্রথম ভাষা, 9th Mar. দ্বিতীয় ভাষা, 10th Mar. ভূগোল, 11th Mar. জীবন বিঞ্জান, 13th Mar. ইতিহাস, 28th Mar. অংক, 29th Mar. ভৌত বিজ্ঞান, 30th Mar. শারীরিক শিক্ষা, 31th Mar. কর্মশিক্ষা এবং 1st April.
Q. মাধ্যমিক পরীক্ষার অ্যাড়মিট কার্ড় কবে দিবে ?
Answer: মাধ্যমিক পরীক্ষার অ্যাড়মিট কার্ড় দেওয়া হবে, ১৫ ফেব্রুয়ারি থেকে, যা আপনি নিজের ইস্কুলে গিয়ে পেয়ে যাবেন ।