Mobile Media: মোবাইলের ফটো, ভিডিও Delete হলে কিভাবে রিকভার করা যাবে। How To Recover Delete Photo And Video On Mobile.

Advertisement
Advertisement

 

Mobile_Recovery_Recycle_Bin

Advertisement

How To Recover Delete Photo And Video On Mobile.

Mobile Media: মোবাইলের ফটো, ভিডিও Delete হলে কিভাবে রিকভার করা যাবে। How To Recover Delete Photo And Video On Mobile.

    Advertisement

    About Mobile Media

    আপনি যদি ভুল বসতো আপনার মোবাইল থেকে ফটো, ভিডিও, বা অন্য কোনো ফাইল ডিলেট(How to recover deleted videos from phone memory) করে দেন, বা হয়ে যায়। তাহলে আপনি কিভাবে রিকর্ভার করতে পারবেন। আজকের আলোচনাতে আমরা মোবাইল রিকর্ভার(Mobile Recover) নিয়ে আলোচনা করবো। আপনিও যদি এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই অ্যাটিকেল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সঙ্গে থাকুন সম্পুর্ণ জানকারী পেয়ে যাবেন।

    🔹 মোবাইল রিকর্ভারি কি ? What is Mobile Recovery.

    মোবাইল রিকর্ভারি হল- আপনার মোবাইল থেকে যখন কোনো ফাইল ডিলেট (File Delete) হয়ে যায়। এবং এই ফাইলকে যখন কোনো উপায়ে ফেরত আনা হয়। এই প্রোসেস কেই বলে- মোবাইল রিকর্ভারি।  

    🔹 মোবাইল রিকর্ভারি কিভাবে করা যায় ? How to Mobile Recovery Prosess.

    মোবাইল রিকর্ভারি (Mobile Recovery) করার জন্য আজকের দিনে অনেক অ্যাপ আছে, যা দিয়ে মোবাইল এর ডিলেট হয়ে যাওয়া ফাইল (How to restore deleted photos from gallery) ফেরত আনা সম্ভব। কিন্তু, এখনকার সময় প্রায় সব মোবাইল ফোনে এই সিস্টেম আগের থেকেই দেওয়া থাকে। 

    🔹 মোবাইলের ডিলেট ফাইল কিভাবে ফেরত আনা যায় ? How to recover delete file.

    মোবাইল থেকে কিছু ডিলেট হয়ে গেলে, আপনি দুই উপায়ে ফেরত আনতে পারবেন। 
    ১. Album ২. Memory(File)

    🔹 Album

    আপনি যদি মোবাইল থেকে ভুল কারণে কোনো ফটো বা ভিডিও ডিলেট করে দেন, তাহলে আপনি কিভাবে ফেরত আনতে হবে।
    1. প্রথমে আপনাকে মোবাইল এর Album এ আসতে হবে।
    2. এখানে আপনি Recovery অপশন‌ দেখতে পাবেন।
    3. এখন Recovery অপশন‌ এ ক্লিক করুন।
    4. ক্লিক করার পর, ডিলেট হওয়া সব ফাইল দেখতে পাবেন।
    5. এখন যে সব ফাইল আপনার প্রয়োজনীয় সেই সব ফাইল সিলেক্ট করে নিন।
    6. এর পর Recovery অপশন‌ এ ক্লিক করুন।
    7. এখন আপনার সব ফাইল রিকর্ভার হয়ে যাবে।

    🔹 Memory(File)

    আপনি মোবাইল এর মেমোরি বা ফাইল(Memory/File) অপশন‌ থেকে Recovery করতে পারবেন।
    1. প্রথমে আপনাকে মোবাইল এর ফাইল অপশনে ক্লিক করুন।
    2. এরপর, মেমোরি বা ফাইল(Memory/File) এর মধ্যে 3ডট এর উপর ক্লিক করুন।
    3. এখানে Recycle Bin অপশন‌ দেখতে পাবেন।
    4. এখন আপনি এখানে ক্লিক করুন।
    5. এরপর, ডিলেট হয়ে যাওয়া সব ফাইল আপনার সামনে চলে আসবে।
    6. এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইল বেছে নিন।
    7. এখন Recover অপশন এ ক্লিক করুন।
    8. এখন আপনার ডিলেট ফাইল (Delete File) ফেরত চলে আসবে।

    🔹 FaQ.

    1. মোবাইল থেকে ফটো, ভিডিও ডিলেট হলে ফেরত কিভাবে আনা যায়? How To Recover Delete Photo And Video On Mobile.

    Answer: মোবাইল থেকে ফটো, ভিডিও ডিলেট হলে এই নীচের এই সব উপায়ে ফেরত আনা যায়;
    1. প্রথমে আপনাকে মোবাইল এর ফাইল অপশনে ক্লিক করুন।
    2. এরপর, মেমোরি বা ফাইল(Memory/File) এর মধ্যে 3ডট এর উপর ক্লিক করুন।
    3. এখানে Recycle Bin অপশন‌ দেখতে পাবেন।
    4. এখন আপনি এখানে ক্লিক করুন।
    5. এরপর, ডিলেট হয়ে যাওয়া সব ফাইল আপনার সামনে চলে আসবে।
    6. এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইল বেছে নিন।
    7. এখন Recover অপশন এ ক্লিক করুন।
    8. এখন আপনার ডিলেট ফাইল (Delete File) ফেরত চলে আসবে।

    2. মোবাইল থেকে ডিলেট ফাইল ফেরত আনার ভালো অ্যাপ ? Mobile Delete File Recover Best App.

    Answer: এখনকার সময় মোবাইল থেকে কোনো ফাইল ডিলেট হয়ে গেলে, কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় না। এখন প্রায় সব মোবাইলে এই Recycle Bin বা Recovery অপশন দেওয়া থাকে। তবুও অনেক অ্যাপ আছে, যা আপনি ব্যবহার করতে পারেন।

    3. Recycle Bin কি ? What is Recycle Bin.

    Answer: Recycle Bin হল, এক প্রকার গোপন ফাইল। আপনি যখন কোনো ফটো, ভিডিও বা অন্য যেকোনো ফাইল মোবাইল থেকে ডিলেট করে দেন, তখন এই ডিলেট ফাইল Recycle Bin এ এসে জমা হয়ে যায়। এটাকেই টেকনোলজির ভাষায় Recycle Bin বলা হয়।
    Post By – Santosh Barman (www.canbebangali.com)

    Advertisement
    Advertisement

    Leave a Comment