Money Earning App: আজকের দিনে ছোটো থেকে বড়ো সবার টাকার প্রয়োজন হয়। কিন্তু কেউ টাকা ইনকাম করার সঠিক পদ্ধতি জানে না। আজকের দিনে মোবাইল থেকে মানুষ অনেক টাকা ইনকাম করছে। অনেক অ্যাপ আছে যা আপনাকে প্রতিদিন মোটা অংকের টাকা ইনকাম করিয়ে দিতে পারে। আপনিও পারবেন টাকা ইনকাম করতে মোবাইল দিয়ে, হয়তো লাখ টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু নিজের পকেট খরচার টাকা টা বের করতে পারবেন।
অনলাইনে টাকা আয়ের সবচেয়ে নিরাপদ ও নির্ভর যোগ্য অনেক অ্যাপ আছে | যেমন – phonepe, googlepay, paytm আরো অনেক | আমাদের মধ্যে অনেকেই এই অ্যাপগুলো ব্যবহার করে থাকি Money Transfer করার জন্য | কিন্তু কখনো ভালো মানের টাকা ইনকাম করা সম্ভব হয়নি রিয়ার্ড(Reward) ছাড়া। তবে আজকের আলোচনাতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা একেবারেই আলাদা “রেফার অ্যান্ড আর্ন(Refer and Earn) করে টাকা ইনকাম। আপনি নিজে মোবাইল থেকে অন্য কাউকে শেয়ার করলে টাকা ইনকাম করতে পারবেন |
Money Earning App (অনলাইনে টাকা ইনকাম)
আজকে আমি যে Money Earning App (অনলাইনে টাকা ইনকাম) নিয়ে এসেছি, এই app গুলো যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার বা রেফার করেন, তাহলে একটা রেফার ১০০ টাকা করে ক্যাস ব্যাক(CashBack) দিবে। কিন্তু আপনাকে পাঁচ জনকে রেফার করতে হবে। এবং যাকে আপনি রেফার করলেন সে যেন আপনার রেফার লিঙ্ক থেকে সেই App ডাউনলোড করে। এছাড়া তাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং একটা UPI PAYMENT করতে হবে। তাহলেই আপনি ১০০ টাকা পেয়ে যাবেন, মোট ৫০০ টাকা হয়ে যাবে। এই একই ভাবে যদি আপনি আরো রেফার করতে পারেন তাহলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন।

Phonepe থেকে টাকা ইনকাম
- প্রথমে আপনাকে আপনার মোবাইল এ ফোনপে (Phonepe) অ্যাপটি ওপেন করতে হবে।
- তারপর নীচের দিকে স্কোল করতে হবে।
- তারপর Refer and Earn 100 লেখার উপর ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে Whatapp, Facebook, Massenger, Instagram, Twitter খুলে যাবে।
- এরপর আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার বন্ধুদের মোবাইলে ডাউনলোড় করে নিন।
- তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে, UPI পেমেন্ট করতে হবে। তাহলেই আপনি ১০০ টাকা পেয়ে যাবেন।
GooglePay থেকে টাকা ইনকাম
GooglePay থেকে টাকা ইনকাম করার জন্য আপনি অনেক উপায় অনুসরণ করতে পারেন | যেমন – Money Transfer, Refer And Earn, Eletronic Bill Payments, Etc কাজ করে | কিন্তু GooglePay থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় নিচে দেয়া হয়েছে –
- সর্বপ্রথম GooglePay ওপেন করতে হবে |
- এরপর, নিচের দিকে আসতে হবে |
- নিচে এসে আপনি একটা Invite Option দেখতে পাবেন |
- এখানে আপনি একটা Invite Code দেখতে পাবেন, এই কোডেটা কপি করুন |
- তারপর আপনার Whatapp, Facebook, Massenger, Instagram, Twitter সব জায়গায় বন্দুদের সাথে শেযার করুন |
- এখন আপনের দেওয়া লিংক থেকে যদি কেউ GooglePay App Download করে তাহলে আপনি 201 টাকা পেয়ে যাবেন | কিন্তু তাকে GooglePay থেকে ফার্স্ট পেমেন্ট করতে হবে, যে কাউকে |
- তাহলে আপনি GooglePay থেকে টাকা ইনকাম করতে পারবেন |
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ।
Importent Links
CB Homepage | Click Here |
WB Scholarship News | Visit Now |