National Scholarship Online Apply 2023 : NSP স্কলারশিপ প্রকল্পে আবেদন

Advertisement
Advertisement

National Scholarship Online Apply 2023: আজকের এই সম্পুর্ন অ্যার্টিকেলটি সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য যারা স্কলারশিপ নিতে চান। আজকে আমি National Scholarship Online Apply, Decuments, Eligibility Criteria, Qualifications ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এই National Scholarship বা NSP Scholarship প্রকল্পে আবেদন করতে চান, তাহলে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন।

আমি আজকের এই অ্যাটিকেলে National Scholarship বা NSP Scholarship এর A to Z বিষয়ে আলোচনা করবো। আর, সকলের কাছে আমার একটা অনুরোধ, এই অ্যাটিকেলটি যদি আপনার ভালো লাগে, তাহলে দয়াকরে নিজের ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যাতে আপনার মতো তারাও এই স্কলারশিপ প্রকল্পের সুবিধা নিতে পারে।

Advertisement

এই NSP স্কলারশিপ প্রকল্পে আবেদন (National Scholarship Online Apply 2023) করার জন্য আপনাকে তিনটি স্টেপ অনুসরণ করতে হবে। যা আমি নিচে আলোচনা করেছি।

NSP স্কলারশিপ প্রকল্পে আবেদন করার ডকুমেন্ট

  • আবেদনকারীর ছবি (ছবিটি পুরোনো হলে হবে, আবেদন করার সময়ের ছবি)
  • ইনকাম সার্টিফিকেট (পঞ্চায়েত থেকে পাবেন)
  • কাস্ট সার্টিফিকেট (আবেদনকারী)
  • আবেদনকারীর মার্কশিট
  • ইস্কুল ভর্তির রসিদ (আবেদনকারী যে ক্লাসে আছে, সেটা)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC Code ( ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের বা পিতা-মাতার হলেও হবে)
  • নাগরিকত্ব প্রমানপত্র (পঞ্চায়েত থেকে পাবেন)
  • আবেদনকারীর আধার কার্ড (যদি আবেদনকারীর আধার কার্ড না থাকে তাহলে, ইস্কুলের প্রমানপত্র হলেও হবে)

ONGC Sports Scholarship Scheme 2022: প্রতিমাসে 30,000 টাকা, কারা পাবেন এবং কি করতে হবে…

Advertisement

NSP স্কলারশিপ রেজিস্ট্রেশন ২০২৩

National Scholarship এ আবেদন করার আগে আপনাকে Registration করতে হবে। আমি উপরের দিকে National Scholarship Online Apply করার জন্য তিনটি স্টেপ অনুসরণ করতে বলেছিলাম, এটা হচ্ছে প্রথম স্টেপ। National Scholarship Online Registration কিভাবে করতে হয়, দেখে নেওয়া যাক –

Advertisement
  • সর্বপ্রথম আপনি নিজের মোবাইল বা কম্পিউটারে সার্চ করুন – scholarship.gov.in
  • আপনি ওয়েবসাইটে আসার পর Home Page এ New Registration এ ক্লিক করুন।
  • New Registration এ ক্লিক করার পর নতুন পেজ খুলবে।
  • এখানে আপনি দ্বিতীয় নাম্বারে NSP(National Scholarship Portal) এ ক্লিক করুন।
  • এখানে ক্লিক করার পর, আবার নতুন পেজ চলে আসবে। এখানে একেবারে নিচের দিকে তিনটা খালি বক্স দেখতে পাবেন, তিনটা বক্সে টিক করুন এবং Cantinue করুন।
  • এখন একটা ফর্ম আপনার সামনে চলে আসবে, এখানে সবকিছু সঠিক ভাবে পূরন করুন। এখানে যে পয়েন্টের পাশে Red Dot আছে সেগুলো পূরন করতেই হবে এবং যেগুলোর পাশে Red Dot নেই সেগুলো পূরন না করলেও হবে। এছাড়া, আপনি আবেদনকারী যদি ক্লাস 1-10 এর মধ্যে হয় তাহলে Pre Matric এবং ক্লাস 10-12 এর মধ্যে হলে Post Matric করতে হবে।
  • আপনার ‌সবকিছু পূরন‌ করা হলে আপনি সবশেষে Captcha Code বসিয়ে নিচের খালি বক্স গুলোতে টিক করুন এবং শেষে Registrar Option এ ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে Application ID Number চলে আসবে, আপনি এটা লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন। এরপর Cantinue তে ক্লিক করুন।

এতটুকু কাজ করার পর আপনার NSP Scholarship 2022-23 New Registration সম্পুর্ন হবে, এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনাকে NSP বা National Scholarship 2022-23 Apply Online করার জন্য আগের স্টেপগুলো অনুসরণ করতে হবে। যা নিচে আলোচনা করা হয়েছে।

National Scholarship Online Apply 2022
National Scholarship Online Apply 2022

আগে পড়ুন..

Advertisement

1 thought on “National Scholarship Online Apply 2023 : NSP স্কলারশিপ প্রকল্পে আবেদন”

Leave a Comment