New Ration Card List Download 2023: রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। লকড়াউনের সময় রেশন কার্ডে যত সাহায্য পেয়েছি, এটা নিশ্চয় আমাদের অজানা নয়। কিন্তু, কথা হচ্ছে রেশন কার্ড়ের নতুন লিস্ট জারি করা হয়েছে। রেশন কার্ডের নতুন লিস্টে অনেক নাম বাদ দেওয়া হয়েছে। আমি আজকের এই অ্যার্টিকেলে 2023 সালের নতুন রেশন লিস্ট ডাউনলোড(New Ration Card List Download 2023) নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি গরীবি রেখার নিচে থাকেন, বা আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে এই অ্যাটিকেলটি আপনার সম্পুর্ন পড়ার অনুরোধ করছি। রেশন কার্ডের নতুন লিস্টে অনেক নাম বাতিল করা হয়েছে। আমি নিচে 2023 সালের নতুন রেশন লিস্ট ডাউনলোড করার উপায়(New Ration Card List Download 2023) এবং আরো কিছু জরুরী বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
Highlights Points 👇
New Ration Card List Download 2023 | নতুন রেশন কার্ড লিস্ট ২০২৩
Ration Card New List 2022 এ আপনি যদি নিজের নাম চেক করতে চান, তাহলে আপনাকে নিজের রাজ্যের রেশন তালিকা ডাউনলোড করতে হবে। রেশন কার্ডের জাবতীয় কাজ কর্ম রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি নিজের নাম চেক করার জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম দেখতে হবে। আপনি হয়তো নিশ্চয় জানেন যে কেন্দ্র সরকারের নির্দেশে আমাদের রাজ্যে হাজার হাজার রেশন বাতিল করা হয়েছিল।

আমি আজকের আলোচনাতে 2023 সালের নতুন রেশন লিস্ট ডাউনলোড(New Ration Card List Download 2023) নিয়ে তো আলোচনা করবোই, এছাড়াও আমি আলোচনা করবো যে যদি Ration Card New List 2022 এ আপনার নাম না আসে তাহলে কিভাবে নিজের নাম বসানোর জন্য আবেদন করবেন, এবং কি কি ডকোমেন্স লাগে সবকিছু জানতে পারবেন।
এটাও পড়ুন; নতুন ভোটার লিস্ট ডাউনলোড করুন। ১২ হাজারের বেশি নাম বাতিল হয়েছে।
New Ration Card Apply Eligibility | কারা নতুন রেশন কার্ড করতে পারবে ?
নতুন রেশন কার্ড তৈরি করার জন্য কিছু Eligibility Criteria রাখা হয়েছে। আমি নিচে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়ে আলোচনা করবো। আপনি যদি নিজেই আবেদন করতে চান, তাহলে নিচের পয়েন্টগুলো অনুসরণ করতে হবে।
- আবেদনকারীকে নিজের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তার প্রমানপত্র লাগবে।
- আবেদনকারী বার্ষিক আয় সর্বনিম্ন থাকতে হবে। যা ৫০ থেকে ১ লাখের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর পরিবারের সকল সদস্যের আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের সকল সদস্যের একটি গ্ৰুপ ছবি লাগবে।
- একটা পুরো পরিবারের সকল সদস্যের আইড়ি কার্ড়ের পরিবর্তে একটা রেশন কার্ড তৈরি করতে পারবেন।
Type Of Ration Card | রেশন কার্ডের প্রকার
- APL Ration Card(এপিএল রেশন কার্ড): আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় এবং পরিস্থিতির উপর নির্ভর করে রেশন কার্ডের কিছু প্রকারভেদ করা হয়েছে, যার মধ্যে APL Ration Card(এপিএল রেশন কার্ড) একটি। আপনার যদি APL Ration Card(এপিএল রেশন কার্ড) থাকে তাহলে আপনি ১৫ কেজি করে রেশন প্রতিমাসে পাবেন।
- BPL Ration Card (বিপিএল রেশন কার্ড): যে সকল রেশন কার্ড আবেদনকারী গরীবি রেখার নিচে আসে, এবং যাদের বার্ষিক আয় খুবই কম বা নেই বললেই চলে, তাদের BPL Ration Card (বিপিএল রেশন কার্ড) দেওয়া হয়। এই BPL Ration Card (বিপিএল রেশন কার্ড) যাদের আছে, তারা প্রতিমাসে ২৫ কেজি গম, চাল, আটা, তেল এবং চিনি পাবেন।
- AAYE Ration Card (এএবাই রেশন কার্ড়): এই রেশন কার্ড সমাজের সেই সকল মানুষদের দেওয়া হয়, যারা গরীবি রেখার নিচে আসেন, এবং পারিবারিক বার্ষিক আয় নেই বললেই চলে। যাদের AAYE Ration Card (এএবাই রেশন কার্ড়) আছে, তারা প্রতিমাসে ৩৫ কেজি গম, চাল, আটা, ডাল, তেল, চিনি ইত্যাদি সকল সুবিধা পাবেন ।
Telegram Group | Join Now (More Information) |
New Ration Card Apply Decuments | নতুন রেশন কার্ড তৈরি করতে কি কি ডকোমেন্স লাগবে ?
নতুন রেশন কার্ড তৈরি করার জন্য বা নতুন রেশন কার্ডের লিস্টের নিজের নাম যুক্ত করার জন্য নিচের দেওয়া ডকোমেন্স গুলোর প্রয়োজন হবে। আপনি অবশ্যই নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন –
- আধার কার্ড
- ভোটার কার্ড (যদি থাকে তাহলে)
- মোবাইল নাম্বার
- নিবাস প্রমানপত্র
- আয় প্রমানপত্র ( ইনকাম সার্টিফিকেট)
- কালার পাসপোর্ট সাইজের ছবি
- জন্ম প্রমানপত্র (ছোটো বাচ্চার ক্ষেত্রে)
New Ration Card Apply 2023 | নতুন রেশন কার্ড় আবেদন করার উপায় ?
- New Ration Card Apply 2023 – এরজন্য আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটে আসার পর “New Ration Card Apply” অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- সর্বপ্রথম আপনাকে আবেদনকারী সমস্ত তথ্য জমা করতে হবে, তারপর আপনি নতুন রেশন কার্ড়ের জন্য আবেদন করার অপশন দেখতে পাবেন।
- এখন আপনাকে আবেদনকারী সমস্ত ডকোমেন্স জমা করতে হবে।
- এরপর, খাদ্যদপ্তর এবং সরকারের দ্বারা আপনার সমস্ত ডকোমেন্স ভেরিফাই করা হবে।
- আবেদনকারীর সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন রেশন কার্ডের লিস্টে নাম যুক্ত করা হবে।
New Ration Card List Download 2023 | 2023 সালের নতুন রেশন লিস্ট ডাউনলোড
- রেশন কার্ডের নতুন লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম NFSA এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- এখানে আসার পর আপনি Ration Card বিকল্প সিলেক্ট করুন।
- Ration Card বিকল্প সিলেক্ট করার পর Ration Card Details On State Portals বিকল্প সিলেক্ট করুন।
- এখন আপনি নিজের রাজ্যের নাম দেখুন এবং সেখানে ক্লিক করুন।
- এরপর, নিজের জেলার নাম খুঁজুন এবং ক্লিক করুন।
- এখন আপনি নিজের ব্লোকের নাম দেখুন এবং সেখানে ক্লিক করুন।
- এরপর, নিজের গ্ৰামপঞ্চায়েতর নাম দেখে সেখানে ক্লিক করুন।
- এখন আপনি নিজের রেশন কার্ডের প্রকার সিলেক্ট করুন।
- নিজের রেশন কার্ডের প্রকার সিলেক্ট করার পর, সেই Type Of Ration এর নতুন লিস্ট আপনার সামনে চলে আসবে।
- এখন আপনি New Ration Card List Download 2023 করার জন্য Menu থেকে Print অপশন সিলেক্ট করুন এবং এখানে গিয়ে Save As Pdf করুন। তাহলে নতুন রেশন কার্ডের লিস্ট আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ হয়ে যাবে।
Conclusion – New Ration Card List Download 2023
আজকের এই অ্যার্টিকেলে আমরা জানলাম নতুন রেশন কার্ড তৈরি করার উপায়, নতুন রেশন কার্ড তৈরি করতে কি কি ডকোমেন্স লাগে এবং নতুন রেশন কার্ড তৈরি করার উপায়। এছাড়াও, আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আসা করছি এই পোস্টটি আপনার অনেক কাজে লাগবে।
এই অ্যার্টিকেল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জানাতে পারবেন, অথবা আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাহলে আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন। এই পোস্টটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
Important Links
CB Homepage | Click Here |
CB Telegram Group | Click Here |
WB Scholarship News | Click Here |
3 thoughts on “2023 সালের নতুন রেশন লিস্ট ডাউনলোড | New Ration Card List Download 2023”