আজকের আলোচনাতে আমি অনলাইন আধার কার্ড পেনকার্ড লিঙ্ক | online aadhaar pan link করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি নিজেই online aadhaar pan link(অনলাইন আধার কার্ড পেনকার্ড লিঙ্ক) করতে চান, তাহলে আজকের এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ুন। আসা করছি এই পোস্টটি সম্পুর্ন পড়ার পর আর অন্য কোনো অ্যার্টিকেল আর পড়তে হবে না।
online aadhaar pan link(অনলাইন আধার কার্ড পেনকার্ড লিঙ্ক)
বর্তমান সময়ে আয়কর বিভাগ (income tax department) পেনকার্ড এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া কে খুবই সাধারণ করে দিয়েছে। পেনকার্ড এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায় নিয়ে আলোচনা করবো। আপনি যদি এখনো লিঙ্ক না করে থাকেন তাহলে এই অ্যাটিকেল সম্পুর্ন পড়ুন, তাহলে আপনি নিজেই পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন (How to link Aadhaar Card with Pan Card Online).
পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার দুটো উপায় আছে, আজকের আলোচনাতে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো এবং শেষে তৃতীয় একটি উপায় নিয়ে আলোচনা করবো যা আপনি খুবই সহজে করতে পারবেন।
আপনি যদি পেনকার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে আপনার ১০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ৩১ মার্চ ২০২২ পেনকার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার লাস্ট তারিখ ছিল, যার সময়সীমা অতিক্রম হয়ে গেছে।
অতেব, আপনি যদি এখনো লিঙ্ক না করে থাকেন তাহলে এখনি লিঙ্ক করে নিন।
আরো পড়ুন – আধার কার্ড হারিয়ে গেছে, ফেরত আনার উপায়
পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার উপায় (Aadhaar Pan Linking Process)
পেনকার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি ২টি উপায় অনুসরণ করতে পারবেন। যা আমি নিচে আলোচনা করেছি। আপনি দুটি উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় অনুসরণ করে online aadhaar pan link(অনলাইন আধার কার্ড পেনকার্ড লিঙ্ক) করতে পারবেন।
- Aadhaar/UIDAI(Without Login Your Account)
- Income tax e-filing protal
Aadhaar/UIDAI(Without Login Your Account)
এই উপায়ে আধার কার্ড এর সঙ্গে পেনকার্ড লিঙ্ক করার জন্য আপনাকে আধার এর ওয়েবসাইটে আসতে হবে। নিচের উপায় গুলো অনুসরণ করুন-
- প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal এই ওয়েবসাইটে আসবে হবে।
- এরপর e-filing protal খুলে যাবে।
- এরপর আপনি একটু নিচের দিকে দেখতে পাবেন Link Aadhar এখানে ক্লিক করুন।
- এরপর আপনাকে Pan Details, Aadhaar Number And Name এর অপশন আসবে। সব ফিলাপ করে নিন। এখানে আধার এবং পেনকার্ডের নাম এবং জন্মতারিখ একই থাকতে হবে।
- এরপর সাবমিট করে দিন।
- এখন আপনার সামনে Aadhaar Link Successfully লেখা দেখতে পাবেন।
Income tax e-filing protal
এই প্রক্রিয়াতে আধার কার্ড এর সঙ্গে পেনকার্ড লিঙ্ক করার জন্য আপনাকে নিজের পেনকার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
NSDL – https://www.egov-nsdl.co.in/
UTI – https://www.utiitsl.com/
এই প্রক্রিয়াতে User Id এবং Password এর প্রয়োজন হয়, এই অবস্থায় আপনার পেনকার্ড নাম্বার User Id এবং জন্মতারিখ হল- Password
এরপরের প্রক্রিয়া নিচে অনুসরণ করুন-
- প্রথমে আপনার পেনকার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে(Income tax e-filing protal)
- এরপর আপনার সামনে e-filing protal খুলে যাবে।
- এখানে User Id এবং Password বসিয়ে দিন। এবং Login করুন।
- এরপর আপনি পেনকার্ডের অ্যাকাউন্টে প্রবেশ করবেন।
- এখানে আপনি Profile Settings এ ক্লিক করুন এবং Link Aadhaar এ ক্লিক করুন।
- এখানে আপনার Name, DOB, Gender আগে থেকেই দেওয়া থাকবে, এখানে শুধু আপনাকে আধার কার্ড নাম্বার বসাতে হবে।
- এখানে আপনার আধার এবং পেন এর ডিটেল্স একই হতে হবে।
- এরপর ক্যাপচার বসিয়ে Link Now এ ক্লিক করুন।
- এরপর আপনার সামনে Aadhaar Number Has Been Successfully Linked to Your Pan Card.
এখানে আপনার আধার লিঙ্কের কাজ সম্পুর্ন হয়ে যাবে।
পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক SMS এর মাধ্যমে (Link Aadhar And Pan With Via SMS)
পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সবচেয়ে সহজ উপায় হল এই SMS পদ্ধতি(link your Aadhar and pan thought sms)
Income tax department গ্ৰাহকদের সুবিধার্থে এই SMS পদ্ধতি নিয়ে এসেছে। এখানে যা আপনাকে করতে হবে।
- সর্বপ্রথম আপনার নাম্বার প্রয়োজন হবে 567678 or 56161
- এই নাম্বারে একটা SMS পাঠাতে হবে।
- SMS এ লিখতে হবে – UIDPAN<space>12 Digit Aadhaar Number<space>10 Digit Pan Card Number এইসব লেখার পর পাঠিয়ে দিতে হবে, উপরের যেকোনো একটা নাম্বারে।
এই সহজ উপায়ে আপনার পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।
Aadhaar PAN Link FAQ.
১. পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ (Aadhar Pan Link Last Date)
Ans:- পেনকার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২২. কিন্তু, এখনো এই Protal বন্ধ হয়নি। Aadhar Pan Link Last Date 31 March 2022