Pan Card: নিজের মোবাইল দিয়ে তৈরি করুন পেনকার্ড (Pan Card)! জানুন বিস্তারিত

Advertisement
Advertisement

Pan Card: নিজের মোবাইল দিয়ে তৈরি করুন পেনকার্ড (Pan Card)! জানুন বিস্তারিত

New_pancard_apply_nsdl

Advertisement

    About Pan Card

    আমরা সকলেই জানি পেনকার্ড (Pan Card) কতটা গুরুত্বপূর্ণ। পেনকার্ড আমাদের ইনকাম ট্যাক্স এর জন্য প্রয়োজন হয়, ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, লোন নেওয়ার জন্য, পিএফ টাকা তোলার জন্য এছাড়া আরো অনেক কাজে লাগে। এমনকি পেনকার্ড (Pan Card) আধার কার্ড এবং ভোটার কার্ড এর মতোই সরকারি ডকোমেন্স। পেনকার্ডের প্রয়োজন ‌বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজেও লাগে। কিন্তু যদি আপনার পেনকার্ড না থাকে বা এখন পেনকার্ড বানান নি, তাহলে আজকের এই প্রতিবেদনে শিখতে পারবেন, মোবাইল দিয়ে কিভাবে নতুন Pan Card তৈরি করা যায়। আপনি চাইলে অন্যের জন্যও নতুন পেনকার্ড বানাতে পারবেন। পেনকার্ড তৈরি করার উল্লেখযোগ্য প্লাটফর্ম হলো NSDL AND UTI. আপনি যে কোনো একটা থেকে তৈরি করতে পারেন। আমি এখানে NSDL এর উপর কিভাবে পেনকার্ড বানাবেন, সেটা নিয়ে আলোচনা করব।

    Pan Card কি?

    Pan Card এর পুরো নাম Parmanent Account Number। এটি ভারত সরকারের আয়কর বিভাগ দিয়ে থাকে। এছাড়া এটি একটি ফটো সহ পরিচয়পত্র হিসাবে কাজে লাগে। এই কার্ডের মধ্যে আলাদা আলাদা সংখ্যা ও অক্ষর একসঙ্গে মিলে একটা নাম্বার তৈরি করে এটাই হল পেনকার্ড নাম্বার (Pan Card Number)। যেকোনো আর্থিক লেনদেন এর সময় পেনকার্ড(Pan Card) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ‌কোনো ব্যক্তি বা সংস্থা সঠিক ট্যাক্স দিচ্ছে কি না তা জানতেও সাহায্য করে। এছাড়া অন্য দিকে বেআইনি লেনদেন বন্ধ রাখতে সাহায্য করে।

    পেনকার্ড(Pan Card) কিভাবে বানাবেন?

    পেনকার্ড তৈরি করার জন্য আপনার কাছে একটা মোবাইল থাকতে হবে এবং আধার কার্ড থাকতে হবে। আর আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনার সকল ডকোমেন্স বাইপোস্ট পাঠাতে হবে।

    পেনকার্ড তৈরি করার প্রক্রিয়া:

    1. প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করুন।
    2. New Pan Card Apply NSDL সার্চ করুন।
    3. NSDL এর অফিসিয়াল ওয়েবসাইট আসবে।
    4. মোবাইলের ডেস্কটপ মোড চালু করুন।
    5. এখন Apply Online আর Registered User আসবে।
    6. আপনি Apply Online এ ক্লিক করুন।
    7. এখন Application Type এ New PAN – Indian Citizen ( From-49A)
    8. Catagory তে Individual এ ক্লিক করুন।
    9. এর পর নাম, জন্মতারিখ, ইমেইল আইডি, মোবাইল নাম্বার খালি বক্সে টিক করে কেপাচার বসিয়ে দিন। এবং সাবমিট করুন।
    10.এখন একটা টোকন নাম্বার দেখাবে এটা লিখে রাখুন। তারপর কন্টিনিউ করুন।
    11. এখন আপনার সামনে 5টা স্টেপ কম্পিলিট করতে বলবে।
    12. এখন আপনাকে কোনো কিছু করে আধার অপশন এ আসুন এবং শেষের 4 সংখ্যা বসিয়ে দিন।
    13. এখানে বাবার নাম এবং জাবতীয় তথ্য দিয়ে আগের স্টেপ করুন।
    14.এখানে ইনকাম টাইপ সেট করতে হবে আর কিছু না করে নেক্ট্র করতে হবে।
    15. এখানে STD code বসাতে হবে। তারপর Next
    16. সাপটিং ডকোমেন্স হিসাবে আধার কার্ড বেছে নিন। তারপর আধার কার্ড এর প্রথমের সংখ্যা বসাতে হবে।
    17. তারপর Himself/Herself এ ক্লিক করুন।
    18. এখন‌ সবকিছু ঠিকঠাক মিলিয়ে নিন এবং পেমেন্ট করতে হবে।
    19. এখানে ডেবিট কার্ড, ক্সেডিট কার্ড এবং ইউপিআই এর সাহায্যে টাকা পেমেন্ট করতে পারবেন। 
    20. এখন সব নিয়ম মেনে পেমেন্ট করে দিন।
    21. এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার এ একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে Next করুন।
    22. এখানে আবার আধার কার্ড নাম্বার বসিয়ে Get OTP তে ক্লিক করতে হবে এবং ওটিপি ভেরিফাই করলেই পেনকার্ড তৈরি করা হয়ে যাবে।
    সবকিছু ঠিকঠাক থাকলে 3-4 ঘন্টার মধ্যে আপনার ইমেইল আইডি তে ই-পেনকার্ড পাঠানো হবে। তারপর 10-15 দিনের মধ্যে আসল কার্ড বাইপোস্ট এ চলে আসবে।

    Advertisement
    Advertisement

    Advertisement

    Leave a Comment