Pan Card Apply Spice Money(প্যান কার্ড এপলাই স্পাইস মানি): স্পাইস মানি (Spice Money) বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি All In One পরিষেবা | আজকের দিনে আপনি স্পাইস মানি (Spice Money) থেকে প্রচুর কাজ করতে পারবেন। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হল – আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন, মোবাইল রিচার্জ, পেন কার্ড তৈরি এবং আরো অনেক কিছু, যা আমি আগে আলোচনা করেছি।
Highlights Points 👇
আপনি যদি প্যান কার্ড এপলাই (Pan Card Apply Spice Money) নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি প্রতিমাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই অ্যার্টিকেলে আমি স্পাইস মানি থেকে পেন কার্ড ক্রিয়েট(Pan Card Apply Spice Money) করার সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো | এ,ছাড়াও Spice Money থেকে অনেক কাজ করা যায় | যেমন – B2B Spice Money Agent Login, Spicy Money Download, Spicy Money Agent Registration Fee Online, Spicy Money Agent List, Spicy Money Commission Etc.
স্পাইস মানি কি(Spice Money)
স্পাইস মানি একটি Online Service Provider কোম্পানী | এটি মোবাইল App এবং ওয়েবসাইট এর সাহাজে অনলাইন কাজ করে টাকা ইনকাম করার উপায় করে দেয় | আপনি স্পাইস মানিতে (Spice Money) অনেক ধরনের কাজ করতে পারবেন | আমি আগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি |

স্পাইস মানিতে এজেন্ট একাউন্ট ক্রিয়েট করার উপায় ?
আপনি যদি স্পাইস মানিতে এজেন্ট একাউন্ট ক্রিয়েট (Spice Money Agent Account Create) করতে চান, তাহলে আপনি নিজে সরাসরি Spice Money এজেন্ট হতে পারবেন না। আপনাকে কারো কাছ থেকে Spice Money I’d এবং Password নিতে হবে। এটা একধরনের CSP এর মতোই। এখানে আপনি যে সকল ধরনের কাজ করতে পারবেন। যেমন – Money Withdrawal, Money Transfer, Money Deposit, Pan Card Apply, Mobile Recharge, Electric Bill, Train Tecket, Bank Account Opening ইত্যাদি।
B2B Spice Money Agent Registration
আপনি যদি Spice Money নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম Spice Money I’d তৈরি করতে হবে। আপনি নিজে Spice Money I’d তৈরি করতে পারবেন না। এরজন্য আপনাকে Spice Money Distributor এর সাথে যোগাযোগ করতে হবে।
কিন্তু, কথা হচ্ছে, আপনি জানেন না যে Spice Money Distributor কে বা তার ঠিকানা কি ? এ বিষয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না। আপনি গুগলে গিয়ে সার্চ করুন – Spice Money Distributor List. তাহলে আপনার সামনে আপনার নিকটবর্তী Spice Money Distributor List চলে আসবে।
এখান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের Spice Money Distributor এর সাথে যোগাযোগ করুন। তাহলে সেখান থেকে আপনাকে Spice Money Distributor Code দেওয়া হবে। যার সাহায্যে আপনি নিজেই অনলাইনে B2B Spicy Money Agent Registration করতে পারবেন।
Pan Card Apply Spice Money
আপনি যদি স্পাইস মানি থেকে পেন কার্ড ক্রিয়েট করতে চান (Pan Card Apply Spice Money) তাহলে আপনার স্পাইস মানি আইড়ি (Spicy Money I’d) থাকতে হবে। আপনার কাছে যদি স্পাইস মানি আইড়ি (Spicy Money I’d) থাকে, তাহলে আপনি নিজের বা অন্যের জন্য পেন কার্ড এপ্লাই করতে পারবেন।
আপনি কি ভাবে স্পাইস মানি থেকে নতুন পেন কার্ড আবেদন(Pan Card Apply Spice Money) করবেন, এটা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি পেন কার্ড এপ্লাই করে টাকা উপার্জন করতে চান, তাহলে নিচের পয়েন্টগুলো অবশ্যই অনুসরণ করুন।
Step -1 From 49A
- সর্বপ্রথম আপনি স্পাইস মানি অ্যাপস বা B2B Spice Money Agent Login করতে হবে। নিজের Spicy Money User ID and password দিয়ে।
- এরপর, আপনি এখানে Pan Card অপশন দেখতে পাবেন। “Pan Card” অপশনে ক্লিক করুন।
- এখানে ক্লিক করার পর আপনি “Apply New Pan Card” অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এখানে আপনি প্রথম অপশনে Individual সিলেক্ট করুন।
- এরপর, আপনি ভারতীয় না অন্য কোনো জায়গার সেটা ভেরিফাই করতে হবে।
- এখন আপনি Pan Card Mode এ Both সিলেক্ট করুন। এর কারণ হচ্ছে, আপনি E-Pan Card এবং Figical Pan Card দুটোই পাবেন। এরপর, “Submit” করুন।
Step -2 Personal Details
- এখানে পেন কার্ড গ্ৰাহকের নাম, জন্মতারিখ, লিঙ্গ এবং সঠিক ঠিকানা বসাতে হবে।
- এরপর, আপনি আধার কার্ড সিলেক্ট করুন এবং আগে করুন।
Step – 3 Documents & Payment
- এখানে আপনি সমস্ত পরিচয়পত্র হিসাবে আধার কার্ড সিলেক্ট করুন। যেমন – Address Proof, Indentity Proof, DOB Proof.
- এরপর, Make Payment করুন, তাহলে আপনার Spicy Money Wallets থেকে 107/- কেটে নেওয়া হবে।
Step – 4 Contact & Parent Details
- এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বার, ই-মেইল, ISD কোর্ড় বসাতে হবে।
- এরপর, আপনি পেন কার্ডে বাবা না মা’র নাম রাখতে চান, সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাবার নাম রাখতে চান, তাহলে “No” তে টিক করুন। এছাড়া, আপনি যদি মা’র নাম রাখতে চান, তাহলে “Yes” এ টিক করুন এবং আগে করুন।
Step – 5 Address Details
- এখানে আপনি পেন কার্ড আবেদনকারীর সঠিক ঠিকানা বসিয়ে দিন।
- আবেদনকারী যদি Individual হিসাবে পেন কার্ড এপ্লাই করে, তাহলে অফিসের ঠিকানা পূরণ করতে হবে না।
- এরপর, ইনকাম টাইপ সিলেক্ট করতে হবে। আপনি নিজের ইনকামের উপর এটা সিলেক্ট করুন। এছাড়া, আপনার যদি ইনকাম নেই বা আপনি ছোটো মোটো কাজ করেন, তাহলে আপনি “No Income” সিলেক্ট করুন।
Step – 6 Other Details
- এখানে আবেদনকারীর Area Code, AO Type, Range Code বসাতে হবে। এখানে আপনি নিজের জেলা এবং শহর সিলেক্ট করলেই,এটা অটোমেটিক নিয়ে নিবে।
- এরপর, আবার আবেদনকারীর নাম, জন্মতারিখ বসাতে হবে। এটাই পেন কার্ড়ে শো করবে।
- এরপর, “Verification Place”এ আপনি নিজের জেলার নাম বা যেখান থেকে আবেদন করছেন, সেটা লিখতে হবে।
এখন আপনার পেন কার্ড এপ্লাই (Pan Card Apply Spice Money করার সমস্ত স্টেপ শেষ। এখন আপনার সামনে Acknowledge Receipt চলে আসবে। এখানে নিচের দিকে Download এবং Print অপশন দেখতে পাবেন। আপনি Download অপশনে ক্লিক, তাহলে আপনার Pan Card From Download হবে। এরপর, আপনি Print অপশনে ক্লিক করে, Acknowledge Receipt প্রিন্ট করে গ্ৰাহকে দিয়ে দিন।
আপনি যে Pan Card From Download করেছেন, এখানে গ্ৰাহকের দুটি কালার ছবি এবং সাইন করে নিন। এরপর, এই ফর্মটি আপলোড করতে হবে। এরজন্য, Step – 7 অনুসরণ করুন।
Step – 7 Decuments Upload
- আপনি এখন নতুন করে, Pan Card অপশনে ক্লিক করুন এবং Apply Pan Card এ ক্লিক করে। পেন কার্ড়ের সাইটে চলে আসুন।
- এখানে আপনি Apply Pan Card অপশনে ক্লিক করুন। এখানে আপনি Upload Decuments অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এখানে ক্লিক করার পর, আপনি নিজের ফর্মটি সিলেক্ট করুন। এরপর, ছবি এবং সাইন সিলেক্ট করুন।
- অবশেষে, আপলোড করে দিন, তাহলে আপনার পেন কার্ড এপ্লাই (Pan Card Apply Spice Money) করা সম্পুর্ন হবে।
পেন কার্ড ডকুমেন্ট আপলোড করার উপায় ?
আপনি পেন কার্ডে আবেদন সম্পুর্ন করেছেন, কিন্তু আপনি জানেন না যে কিভাবে “পেন কার্ড ডকুমেন্ট আপলোড” করতে হয়। তাহলে আপনি নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম আপনি স্পাইস মানি থেকে Pan Card Portal এ চলে আসুন।
- এখানে আপনি “Upload Decuments” অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- Pan Card Application Form And Aadhaar Card একসঙ্গে যুক্ত করে। 200dpi Pdf File তৈরি করুন। Pdf File এর সাইজ সর্বচ্চো 2MB হতে হবে।
- এরপর, আবেদনকারীর কালার ছবি 300dpi (213×213px) এর মধ্যে হতে হবে। যার সাইজ রাখতে হবে 30kb.
- এরপর, সিগন্যাল (Signature) এর ক্ষেত্রে 600dpi রাখতে হবে এবং সাইজ 60kb এর মধ্যে হতে হবে। এরপর, অবশেষে আপলোড করুন।
নোট: আপনি যদি এতো কিছু বুঝতে না পারেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি পেন কার্ড ফর্ম এবং আধার কার্ড যুক্ত করে Pdf File তৈরি করুন। আপনাকে আলাদা করে ছবি এবং সাইন নিতে হবে না। কারণ, ছবি এবং সাইন পেন কার্ড ফর্ম যুক্ত করতে হবে।
এখন আপনি Upload Decuments অপশনে এসে, Crop Upload Decuments অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক Decuments Upload করুন। তাহলে আপনি পেন কার্ড ফর্ম থেকে ছবি এবং সাইন কেটে নিয়ে ছবি এবং সাইনের জায়গায় বসাতে পারবেন।
Conclusion – Pan Card Apply Spice Money
দর্শক, আজকের এই অ্যার্টিকেলে আমি স্পাইস মানি থেকে পেন কার্ড এপ্লাই (Pan Card Apply Spice Money) করার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনার যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার কিছু থাকে, তাহলে আপনি আপনার ফেসবুক পেজ বা টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করতে পারেন। এখানে আপনি সরাসরি কথা বলে থাকি।
এছাড়া, এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ার পর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি নিচে কিছু শেয়ার অপশন দিয়েছি, যেখানে ক্লিক করে সরাসরি শেয়ার করতে পারবেন। ধন্যবাদ
Important Links – Pan Card Apply Spice Money
Spice Money | Click Here |
Telegram Group | Click Here |
Facebook Page | Click Here |
WB News | Click Here |