Personal Loan Calculator | পার্সোনাল লোন ক্যালকুলেটর | পার্সোনাল লোন নেওয়ার নিয়ম | Personal Loan Apply | পার্সোনাল লোন কি | What’s Personal Loan |
Personal Loan Calculator(পার্সোনাল লোন ক্যালকুলেটর): পার্সোনাল লোন নেওয়ার আগে আমরা সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ করি, সেটা হল পার্সোনাল লোন ক্যালকুলেটর(Personal Loan Calculator)। আমি আজকের এই অ্যার্টিকেলে পার্সোনাল লোন ইএমআই ক্যালকুলেটর(Personal Loan EMI Calculator) এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি “পার্সোনাল লোন” নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই Personal Loan Calculator(পার্সোনাল লোন ক্যালকুলেটর) বা পার্সোনাল লোন ইএমআই ক্যালকুলেটর(Personal Loan EMI Calculator) সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই অ্যার্টিকেলে “পার্সোনাল লোন” এর আরো কিছু জরুরী বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
Highlights Points 👇
পার্সোনাল লোন কি ? ( Personal Loan কী)
পার্সোনাল লোন হল একধরনের অসুরক্ষিত ঋণ (unsecured credit), এই পার্সোনাল লোন দিয়ে থাকেন, বিভিন্ন ব্যাঙ্ক বা সংস্থা। এই ব্যক্তিগত লোন নেওয়া হয়, আর্থিক কোনো সহায়তা জন্য। এই পার্সোনাল লোন যে কেউ নিতে পারবেন। এই লোন দেওয়া হয়, আপনার ব্যক্তিগত ইনকাম এবং অতীতের কোনো লোন আছে কিনা সেটার উপর। এছাড়া, আপনি যদি আগে কখনো পার্সোনাল লোন নিয়ে থাকেন, এবং সেটা যদি সঠিক নিয়ম মেনে পূরণ করতে পারেন। তাহলে তো ব্যক্তিগত লোন নেওয়ার কোনো অসুবিধাই হবে না।

পার্সোনাল লোন নেওয়ার নিয়ম(Personal Loan Calculatory)
পার্সোনাল লোন নেওয়ার নিয়ম খুবই সহজ। আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ভাবেন যে “পার্সোনাল লোন কিভাবে নেব“। আপনি দুই উপায়ে Personal Loan নিতে পারবেন। যা হল – Online or Offline. আপনি যদি “অনলাইনে পার্সোনাল লোন” নিতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে। তা আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।
- সর্বপ্রথম আপনাকে সঠিক লোন দ্বাতা বেছে নিতে হবে। আমি “ইউনিয়ন ব্যাংক থেকে পার্সোনাল লোন” নেওয়ার উপর একটা বিস্তারিত অ্যার্টিকেল লিখেছি। আপনি এই অ্যার্টিকেলটি পড়লে বুঝতে পারবেন। লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
- আপনাকে লোন দ্বাতার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। উদাহরণ – আপনি যদি “Baroda ব্যাংক পার্সোনাল লোন” নিতে চান, তাহলে আপনাকে Bank Of Baroda এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এখানে গিয়ে আপনি পার্সোনাল লোন (Personal Loan) এর অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে।
- এরপর, আপনাকে পার্সোনাল লোনের ফর্ম ফিলাপ করতে হবে।
- তারপর, এখানে চাওয়া সমস্ত কাগজপত্র স্কেন করে আপলোড করতে হবে।
- এরপর, ব্যাংক থেকে আপনার সমস্ত ডকোমেন্স ভেরিফাই করা হবে এবং সবকিছু ঠিক থাকলে আপনাকে পার্সোনাল লোন দেওয়া হবে।
অফলাইনে পার্সোনাল লোন আবেদন (Personal Loan Apply Offline)
আপনি যদি উপরের “অনলাইনে পার্সোনাল লোন আবেদন” এর বিষয়টি সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলে, আপনি এই “অফলাইনে পার্সোনাল লোন আবেদন” উপায়টি অনুসরণ করতে পারেন। এখানে আপনাকে বেশি কিছু করতে হবে না। আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, যে আপনাকে কি কি করতে হবে।
- সর্বপ্রথম আপনাকে ব্যাংক বা সংস্থার কাছে যেতে হবে। যেখান থেকে আপনি পার্সোনাল লোন নিতে চান।
- এখানে আপনি সেখানকার অফিসারের সাথে পার্সোনাল লোনের বিষয়ে কথা বলুন।
- ব্যাংক বা সংস্থা থেকে আপনাকে একটা পার্সোনাল লোনের ফর্ম দেওয়া হবে, যা আপনাকে পূরণ করতে হবে।
- এরপর, ফর্মের সাথে জরুরী Decuments যুক্ত করতে হবে। যা ব্যাংক বা সংস্থার পক্ষ থেকে চাওয়া হবে।
- এরপর, ফর্ম এবং Decuments ব্যাংক বা সংস্থাতে জমা করুন। এখান থেকে আপনার ডকোমেন্ট ভেরিফাই করা হবে এবং লোন পাশ করা হবে।
কি কি কাজে পার্সোনাল লোন নেওয়া যায় ?
আপনি যদি পার্সোনাল নিতে চান, তাহলে আমি কিছু বিশেষ কারণ নিচে উল্লেখ করেছি। আপনি যদি এই সব কাজের জন্য “পার্সোনাল লোন আবেদন” করেন, তাহলে অবশ্যই পাবেন।
- গম্ভীর কোনো চিকিৎসার জন্য
- বাড়ির কোনো কাজের জন্য
- বিয়ের জন্য
- ব্যবসার কাজের জন্য
- বড়সরো কিছু কেনাকাটা করার জন্য
- ক্রেড়িক কার্ড়ের বিল মেটানোর জন্য
- এছাড়াও, আরো অনেক কাজে পার্সোনাল লোন নিতে পারবেন।
পার্সোনাল লোন নিতে কি কি ডকোমেন্স লাগে ?
পার্সোনাল লোন বা ব্যক্তিগত লোন নেওয়ার জন্য বিশেষ কিছু Decuments এর প্রয়োজন হয় না। সামান্য কিছু ডকোমেন্স এর সাহায্যেই আপনি এই লোক নিতে পারবেন। আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, যে “পার্সোনাল লোন নিতে কি কি ডকোমেন্স লাগে” আপনি অবশ্যই নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
- পরিচয়পত্র হিসাবে – আধার কার্ড, ভোটার কার্ড, পেনকার্ড় বা পাসপোর্ট
- বয়স প্রমানপত্র হিসাবে – আধার কার্ড, ভোটার কার্ড, বা পেনকার্ড়
- শিক্ষাগত যোগ্যতা হিসাবে – ইস্কুল বা কলেজের সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট হিসাবে – সরকারি বা বেসরকারি সংস্থার সেলারি স্লিপ
- ব্যাংক অ্যাকাউন্ট
পার্সোনাল লোন ক্যালকুলেটর (Personal Loan Calculator)
আপনি যদি লোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ করেছেন পার্সোনাল লোন ক্যালকুলেটর (Personal Loan Calculator) সম্পর্কে। আপনি সঠিক উত্তর পেয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি এখানে “পার্সোনাল লোন ক্যালকুলেটর” সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। যা একজন নতুন পার্সোনাল লোন ইউজারের জন্য খুবই উপকারী হবে।
লোন ক্যালকুলেটর হিসাবে করার জন্য আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে।
- লোন অ্যামাউন্ট (Loan Amount)
- লোন পরিশোধের সময় (Loan Payout Time)
- সুদের হার (Loan Interest)
এই তিনটির উপর নির্ভর করে আপনার কিস্তি বা EMI নির্ধারণ করা হয়। কিন্তু, আসল কথা হচ্ছে – আমরা নিজেরাই কিভাবে পার্সোনাল লোন ক্যালকুলেট (Personal Loan Calculate) করতে পারবেন। নিজেই পার্সোনাল লোন ক্যালকুলেট করার জন্য আপনি নিচের পার্সোনাল লোন ক্যালকুলেট টুল(Personal Loan Calculate Tool) এর ব্যবহার করতে পারেন।
আমি নিচে কিছু জনপ্রিয় ব্যাংকের Personal Loan Calculate Tool এর লিঙ্ক দিয়েছি, যেখানে ক্লিক করে আপনারা নিজেরাই Personal Loan Calculate করতে পারবেন। এখানে আপনাদের প্রথমে, লোন অ্যামাউন্ট (Loan Amount) এরপর, লোন পরিশোধের সময় (Loan Payout Time), এবং শেষে সুদের হার (Loan Interest) বসিয়ে চেক করতে হবে। তাহলেই আপনার লোনের কিস্তি বা EMI চলে আসবে। (ছবি নিচে দেওয়া হয়েছে)
- Personal Loan Calculator HDFC Bank – Click Here
- Personal Loan Calculator Axis Bank – Click Here
- Personal Loan Calculator ICICI Bank – Click Here
- Personal Loan Calculator Bank of Baroda – Click Here
- Personal Loan Calculator Union Bank – Click Here
- Personal Loan Calculator SBI Bank – Click Here

Conclusion – পার্সোনাল লোন ক্যালকুলেটর | Personal Loan Calculator
দর্শক, আমি এই অ্যার্টিকেলে “পার্সোনাল লোন ক্যালকুলেটর (Personal Loan Calculator), পার্সোনাল লোন নেওয়ার নিয়ম (Personal Loan Apply), পার্সোনাল লোন কি (What’s Personal Loan), পার্সোনাল লোন নিতে কি কি ডকোমেন্স লাগে, কি কি কাজে পার্সোনাল লোন নেওয়া যায়” ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি এই অ্যার্টিকেলে যতগুলো পয়েন্ট আলোচনা করেছি, সব পয়েন্টগুলো ইন্টারনেটে রির্সাচ করার পর নেওয়ার হয়েছে।
এই অ্যার্টিকেলটি পার্সোনাল লোন ক্যালকুলেটর এর হিসাব রাখা হয়েছে, সেটা Loan Provider এর ক্যালকুলেটারের সাথে নাও ম্যাচ করতে পারে। অতেব, আপনি লোন নেওয়ার আগে অবশ্যই Loan Provider এর কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তবেই আবেদন করুন।
এই অ্যার্টিকেলটি যদি সম্পুর্ন পড়ার পর আপনার একটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর, আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন, এখানে আপনি অনলাইনে টাকা ইনকামের সম্পর্কে যেকোনো প্রশ্ন করতে পারবেন। লিঙ্ক নিচে এবং উপরে দেওয়া হয়েছে। ধন্যবাদ
Importent Links – Personal Loan Calculator
CB Homepage | Click Here |
CB Telegram Group | Click Here |
WB Scholarship News | Click Here |
FAQs. Personal Loan Calculator
Q. পার্সোনাল লোন ক্যালকুলেটর কি ?
Answer: পার্সোনাল লোন ক্যালকুলেটর হল- আপনি যে লোন নেবেন, তার পরিশোধের সময় এবং সুদের হারের উপর নির্ভর করে মার্সিক বা বার্ষিক কত টাকা আপনাকে দিতে হবে, সেটাকেই বোঝায়।
1 thought on “পার্সোনাল লোন ক্যালকুলেটর | Personal Loan Calculator”