EPFO (Employee Provident Fund Organization) এটাকে আপনার সংক্ষেপে PF (Provident Fund) বলে থাকি। আজকে আমি মোবাইল দিয়ে PF টাকা দেখার উপায় | PF Login | Pf Withdrawal | Pf Balance Check Number এই বিষয়ে আলোচনা করবো। একসময় শুরু সরকারি কর্মচারীদের জন্য এই সুবিধা ছিল। কিন্তু, আজকের সময় এই পিএফ এর সুবিধা সবাই নিতে পারে। আপনি যদি কোনো ছোটো বা বড়ো কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি পিএফ আওতায় চলে আসেন।
আপনি যখন কোনো কোম্পানি বা সংস্থাতে কাজ করবেন, তখন আপনার প্রতিমাসে বেতনের টাকা থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। যা আপনার মাসিক বেতনের উপর নির্ভর করে। আপনার বেতন থেকে যে টাকা কেটে নেওয়া হয়, সেই টাকা পিএফ অ্যাকাউন্টে জমা হয়। যা প্রতিমাসে বাড়তেই থাকে।
আরো পড়ুন – মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

পিএফ এর সুবিধা কি ?
আপনি যখন কোনো কোম্পানি বা সংস্থাতে কাজ করবেন, তখন আপনার মাসিক বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয় পিএফ এর জন্য, যা আপনার মাসিক বেতনের উপর নির্ভর করে। কিন্তু, এখানে কথা হচ্ছে পিএফ এর সুবিধা কি ? পিএফ এর সুবিধা অনেক, আপনার কাছ থেকে যে টাকা কাটা হয়। সেই টাকা পিএফ এ গিয়ে ডবল (Dauble) হয়ে যায়। কিভাবে ডবল (Dauble) এটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরুন আপনার ১০০টাকা প্রতিমাসে পিএফ কাটে, কিন্তু প্রতিমাসে পিএফ জমা হয় ২০০ টাকা। এখানে যে Extra ১০০ যুক্ত হলো এটা আসে ৫০ টাকা দেয় আপনার কোম্পানী বা সংস্থা আর ৫০ টাকা দেয় সরকার (যেটাকে আমরা পেনশন বলি)।
আসা করি বুঝতে পেরেছেন যে পিএফ এর সুবিধা কি ? PF Passbook এ বিষয়টি ভালোভাবে লেখাও থাকে । যেমন – Employee Share, Employer Share And Pension Contributions.
মোবাইল দিয়ে PF Activate উপায় (Of Activate With Mobile)
পিএফ এর প্রথম কাজ শুরু হয়। পিএফ Activate দিয়ে, আপনি পিএফ এর যেকোনো কাজ করতে যান না কেন প্রথমে আপনাকে PF Activate করতে হবে। আপনি যদি পিএফ Activate না করেন তাহলে আপনি পিএফ এর কোনো কাজ করতে পারবেন না। আজকে আমি মোবাইল দিয়ে পিএফ Activate উপায় নিয়ে আলোচনা করবো, আপনি যদি নিজেই নিজের PF Activate করতে চান তাহলে সঙ্গে থাকুন এবং নিচের উপায় গুলো অনুসরণ করুন।

• প্রথমে আপনাকে Google Chrome খুলতে হবে এবং এখানে সার্চ করতে হবে UAN.
• এরপর, EPFO এর ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করুন।
• এখন আপনাকে মোবাইলের Desktop Mode On করতে হবে।
• এরপর, নিচের দিকে আসতে হবে। এখানে Important Link এ Activate UAN অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
• এখন আপনার সামনে Activate Your UAN অপশন দেখতে পাবেন। এখানে সমস্ত তথ্য সঠিক ভাবে ফিলাপ করুন। নোট: আপনি এখানে UAN Number Or Member I’d যেকোনো একটা ব্যবহার করতে পারেন।
• এখন সবকিছু ফিলাপ হলে, আপনি Captcha Code বসিয়ে, I Agree তে টিক করে Get Authorization Pin এ ক্লিক করুন।
• এখন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পরের পেজে চলে আসবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে।
• ওটিপি বসিয়ে দিন এবং আগে করুন। তাহলেই আপনার UAN Activate করা হয়ে যাবে। এবং আপনার মোবাইল নাম্বারে একটা sms আসবে, যেখানে password পেয়ে যাবেন PF Login করার জন্য।
মোবাইল দিয়ে পিএফ Password Forgot করার উপায় ?
PF Password Forgot করার জন্য আপনাকে প্রথমে UAN Activate করতে হবে। আপনি যদি UAN Activate না করেন তাহলে আপনি Password Forgot করতে পারবেন না। আপনি যদি UAN Activate করার উপায় জানতে চান তাহলে প্রথম থেকে পড়ুন।
এখন কথা হচ্ছে পিএফ Password Forgot করার উপায় কি ? পিএফ এর নতুন পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। যা আমি স্টেট বাই স্টেট আলোচনা করবো।

• প্রথমে আপনাকে Google Chrome খুলতে হবে এবং এখানে সার্চ করতে হবে UAN.
• এরপর, EPFO এর ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করুন।
• এখন আপনাকে মোবাইলের Desktop Mode On করতে হবে।
• এখন আপনি UAN অপশনের মধ্যে Forgot Password নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
• Forgot Password অপশনে ক্লিক করার পর, প্রথমে UAN নাম্বার এবং পরে Captcha কোড় বসিয়ে Submit করতে হবে।
• এরপর, আপনাকে নিজের নাম, জন্মতারিখ, আধার নাম্বার বসিয়ে আগে করতে হবে।
• এরপর, আপনাকে আধার লিঙ্ক মোবাইল নাম্বার বসাতে হবে এবং Captcha কোড় বসিয়ে আগে করতে হবে।
• এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে।
• তারপর, আপনি নিজের পছন্দের পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
নোট: PF Login পাসওয়ার্ড সব সময় কঠিন রাখার চেষ্টা করুন। যেমন – Canbebangali@$#123 বা Santosh@123
মোবাইল দিয়ে PF Login করার উপায় ?
এখনকার সময় মোবাইল দিয়ে প্রায় সব কাজ হয়। অতেব, আপনি মোবাইল দিয়ে পিএফ Login করতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে PF Login করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে সঙ্গে থাকুন এবং নিচের উপায় গুলো অনুসরণ করুন।
• প্রথমে আপনাকে Google Chrome খুলতে হবে এবং এখানে সার্চ করতে হবে UAN.
• এরপর, EPFO এর ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করুন।
• এখন আপনাকে মোবাইলের Desktop Mode On করতে হবে।
• এখন আপনি UAN অপশন দেখতে পাবেন। এখানে আপনি প্রথমে UAN নাম্বার এবং পরে পাসওয়ার্ড বসিয়ে দিন এবং Captcha কোড় বসিয়ে Sign In করুন। তাহলেই আপনি পিএফ account এর মধ্যে চলে আসবেন।
মোবাইল দিয়ে PF টাকা দেখার উপায় ? Pf balance Check With Mobile
আপনি যদি মোবাইল দিয়ে পিএফ এ জমা টাকা দেখতে চান তাহলে আপনি অনেক ভাবে দেখতে পারবেন। যার মধ্যে তিনটি উপায় নিয়ে আমি আজকে আলোচনা করবো।
মোবাইল দিয়ে PF টাকা দেখার প্রথম উপায় – আপনি প্রথমে Google Chrome এ সার্চ করুন UAN. তাহলে আপনার সামনে পিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি দ্বিতীয় নাম্বারে EPFO | Member Passbook & Claim Stutus অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন। তাহলে আপনি পিএফ Balance Check করার সাইটে চলে আসবেন। এখানে আপনি UAN নাম্বার, পাসওয়ার্ড এবং Captcha বসিয়ে আগে করুন, তাহলেই আপনি নিজের জমা পিএফ Balance দেখতে পাবেন।
মোবাইল দিয়ে পিএফ টাকা দেখার দ্বিতীয় উপায় – আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে Pf Balance না Check করতে চান, তাহলে আপনি UMANG App ব্যবহার করতে পারেন। এখানে আপনি EPFO অপশনে ক্লিক করুন, এরপর View Passbook অপশনে ক্লিক করুন। এরপর, UAN নাম্বার বসিয়ে দিন এবং Get OTP তে ক্লিক করুন। এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফাই করে Submit অপশনে ক্লিক করুন। এরপর, আপনি নিজের পিএফ ব্যালেন্স দেখতে পাবেন।
মোবাইল দিয়ে পিএফ টাকা দেখার তৃতীয় উপায় – আপনি নিজের পিএফ ব্যালেন্স চেক করার জন্য একটা নাম্বার ব্যবহার করতে পারেন – 011-22901406 এই নাম্বার পিএফ এর অফিসিয়াল নাম্বার। আপনি এখানে পিএফ এর সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে কল করবেন, তাহলে আপনি নিজের জমা টাকা দেখতে পাবেন।
মোবাইল দিয়ে Pf Withdrawal করার উপায় ?
আপনি যদি মোবাইল দিয়ে পিএফ Withdrawal করতে চান তাহলে আপনি খুবই সহজ উপায়ে এটা করতে পারবেন। মোবাইল দিয়ে পিএফ Withdrawal করার জন্য আপনাকে সামান্য কিছু স্টেপ অনুসরণ করতে হবে যা আমি স্টেট বাই স্টেট আলোচনা করবো।
• প্রথমে আপনাকে Google Chrome খুলতে হবে এবং এখানে সার্চ করতে হবে UAN.
• এরপর, EPFO এর ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করুন।
• এখন আপনাকে মোবাইলের Desktop Mode On করতে হবে।
• এখন আপনি UAN অপশন দেখতে পাবেন। এখানে আপনি প্রথমে UAN নাম্বার এবং পরে পাসওয়ার্ড বসিয়ে দিন এবং Captcha কোড় বসিয়ে Sign In করুন। তাহলেই আপনি পিএফ account এর মধ্যে চলে আসবেন।
• এরপর, আপনাকে Online Services অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি From 31, From 19, From 10C And From 10D পেয়ে যাবেন। আপনি যদি সম্পুন্ন টাকা তুলতে চান তাহলে আপনাকে From 19, From 10C ফিলাপ করতে হবে। আর যদি আপনি Advance করতে চান তাহলে আপনাকে From 31 ফিলাপ করতে হবে। এবং From 10D হল আপনি যদি মাসে মাসে পেনশনের নিতে চান তাহলে আপনাকে এটা ফিলাপ করতে হবে।
• এখন আপনি From 19, From 10C অপশনে ক্লিক করুন।
• এখানে আপনার Bank Account Number Verify করতে হবে এবং আগে করতে হবে।
• এরপর, আপনি নিজের ঠিকানা বসিয়ে দিন এবং ব্যাঙ্ক পাসবুক যুক্ত করুন। আপনি চাইলে 15G অপশন ফিলাপ করতে পারেন।
• সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Get Authorization Pin এরজন্য সাবমিট করুন।
• এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা খালি জায়গাতে বসিয়ে দিন এবং From Submit করে দিন। তাহলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। ঠিক একই ভাবে আপনাকে From 10C ফিলাপ করতে হবে।
আপনি সঠিক ভাবে ফর্ম সাবমিট করলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার টাকা চলে আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
Pf Balance Check Number
আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে Pf Balance Check করতে চান, তাহলে আপনি এই নাম্বারে কল করবেন – 011-22901406 আপনি পিএফ এর সাথে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে এই নাম্বারে কল করবেন, একবার রিং হওয়ার পর কল কেটে যাবে। এবং তার কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটা sms আসবে, যেখানে আপনার পিএফ ব্যালেন্স দেখতে পাবেন।
Pf সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর।
Q. মোবাইল দিয়ে কি পিএফ টাকা তো যাবে ?
Ans: আপনি মোবাইল দিয়ে কি পিএফ টাকা তুলতে পারবেন। কোনো ধরনের অসুবিধা ছাড়াই।
Q. মোবাইল দিয়ে Pf Balance Check নাম্বার ?
Ans: Pf Balance Check Number – 011-22901406
Q. পিএফ এর সব টাকা তোলার জন্য কোন ফর্ম ভরতে হবে ?
Ans: পিএফ এর সব টাকা তোলার জন্য(pf final settlement) আপনাকে From 19 এবং From 10C ফিলাপ করতে হবে।
Q. Advance পিএফ তোলার জন্য কি করতে হবে ?
Ans: Advance pf তোলার জন্য আপনাকে From 31 Submit করতে হবে।
Latest Posts
- RO Exchange Offers – canbebangali.com
- Vivo Drone Camera Phone Lounch Date – canbebangali
- Pubg Mobile 1.4.0 Apk Download Pavan
- bangla web series download website | বাংলা ওয়েব সিরিজ ডাউনলোড় ওয়েবসাইট
- ৩ পাত্তি পেটিএম ক্যাস গেম | 3 Patti Paytm Cash – canbebangali