PhD Full Form ? PhD করার যোগ্যতা, ফিস এবং PhD করলে কি হবে ?

Advertisement
Advertisement
phd full form
PhD Full Form ? PhD করার যোগ্যতা, ফিস এবং PhD করলে কি হবে ?

PhD Full Form ( পিএইচডি এর পুরো নাম কি)

PhD এর পুরো নাম (PhD Full Form) ডাক্টর অফ ফিলোসফি(Docter Of Philosophy) যার সংক্ষিপ্ত নাম পিইচডি(PhD)।

আপনি যদি নিজের নামের আগে Dr. বসাতে চান তাহলে আপনাকে PhD Course করতে হবে। এটা একটা ডাক্টরল ডিগ্ৰি(Doctoral Degree). 

Advertisement

PhD Degree বিশেষ ভাবে কাজে লাগে একজন University Professor হওয়ার জন্য বা যেকোনো বিষয় নিয়ে Research করার জন্য। এই পিইচডি ডিগ্ৰি(PhD Degree) কোনো University তে যেকোনো একটা বিষয় (Subject) নিয়ে Research করে সাফল্য লাভ করলে সেই University দ্বারা Dr. উপাধি দিয়ে সন্মানিত করা হয়। এবং এর পর থেকে আপনি আপনার নামের আগে Dr. লাগাতে পারেন।

PhD করার জন্য কি যোগ্যতা লাগবে:- (PhD Eligibility)

PhD Course করার জন্য আপনাকে গ্ৰেজুএশন(BA/BCOM/BSC) করতে হবে। গ্ৰেজুএশন এর সঙ্গে আপনার মাস্টার ডিগ্ৰি করা থাকতে হবে। PhD করার জন্য আপনাকে Entrance Test Pass করতে হবে, যার জন্য আপনাকে Entrance Exam এর জন্য আবেদন করতে হবে। এর সঙ্গে আপনার 55% নাম্বার থাকতে হবে। কিন্তু যদি আপনি ইঞ্জিনিয়ারিং থেকে PhD করতে চান তাহলে আপনার একটা Valid Gate Score থাকতে হবে।

Advertisement

PhD কিভাবে করবেন ( How To PhD)

  • সর্বপ্রথম আপনাকে 12th Pass করতে হবে। কারন, যে কোনো ডিগ্ৰি শুরু করার জন্য 12th Pass করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি Class 12th এ যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন। তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আপনার Class 12th এ 60% এর উপর নাম্বার থাকতে হবে। যা আপনার মোট নাম্বার থেকে নেওয়া হবে।
  • এখন আপনাকে গ্ৰেজুএশন(Grajuation) এর জন্য আবেদন করতে হবে। আপনার যে বিষয় গুলো ভালো লাগে সেই বিষয় নিয়ে। এরপর আপনাকে Entrance Exam দিতে হবে, এবং Entrance Test Pass করলেই আপনি গ্ৰেজুএশন এ পড়াশোনা শুরু করতে পারবেন।
  • গ্ৰেজুএশন শেষ করার পর আপনাকে পোস্ট গ্ৰেজুএশন বা মাস্টার ডিগ্ৰি করার জন্য আবেদন করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যে বিষয়(Subject) নিয়ে গ্ৰেজুএশন করবেন সেই বিষয়(Subject) নিয়েই পোস্ট গ্ৰেজুএশন করতে হবে। কারন, একটা বিষয়(Subject) নিয়ে পড়লে আগে অনেক সুবিধা নিতে পারবেন।
  • UGC NET Exam আবেদন- আপনার পোস্ট গ্ৰেজুএশন করা হয়ে গেলে, এখন আপনাকে UGC NET Exam এর জন্য আবেদন করতে হবে। PhD করার জন্য আপনাকে UGC NET Exam দিতেই হবে। আগে UGC NET Exam দিতে হতো না। UGC NET Exam পাস করলে আপনি PhD করতে পারবেন।

PhD Entrance Exam:-

আপনার UGC NET Exam শেষ হলেই, আপনি PhD Entrance Exam এর জন্য যোগ্য হয়ে যাবেন। এখন আপনি আপনার ইচ্ছে মতো University বেছে নিন, PhD করার জন্য। এবং সেই University তেই Entrance Exam দিতে পারেন।

Advertisement

কিন্তু এখানে সকল University এর Entrance Exam এর নিয়ম আলাদা আলাদা হতে পারে। কিন্তু, আপনাকে Entrance Exam শেষ করতেই হবে, তার পর আপনি পিইচডিতে Admission হতে পারবেন।

PhD করতে কত সময় লাগে(PhD Duration):

PhD Course করতে ভারতে 4-5 বছর সময়ের লাগে, Canada তে 4 বছর, এবং Europe এর দেশ Germany, France and UK তে 3 বছর সময় লাগে। 

কিন্তু, এখানে কারো বেশি সময় লাগতে পারে, এটা নির্ভর করে বিষয়(Subject) এবং Research এর উপর।

PhD তে বিষয় কি নিতে পারেন (PhD Subject)

Advertisement

PhD তে বিষয়(Subject) আপনি নিজের ইচ্ছা মত নিতে পারেন, 

  • PhD Subject Bangla
  • PhD Subject English
  • PhD Subject Home Secince
  • PhD Subject Agriculture
  • PhD Subject History
  • PhD Subject Fine Arts
  • PhD Subject Sergury
  • PhD Subject Geography
  • PhD Subject Geology
  • PhD Subject Accounting
  • PhD Subject Biomatric
  • PhD Subject Fermacy

PhD করতে কত টাকা লাগবে(PhD Fees):

PhD করার ফি(PhD Fees) নির্ভর করে University এর উপর। একেক University এর একেক রকম ফি হয়ে থাকে। কিন্তু, এখানে সরকারি(Government University) গুলোতে খুবই কম খরচ হয়, Private University থেকে।

Advertisement

PhD করার টপ University(Top University List):

  • JNU Delhi
  • Guru Nanak Dev University Amritsar
  • Institute Of Genetic Engineering Kolkata
  • Amity University Noida
  • Jawahar Lal Nehru University
  • Indian Institute Of Science
  • Tata Institute Of Fandamental Research
  • Institute Of Janitic Engineering Badu Kolkata
  • Indian Institute Of Science Bangalore
  • Kesogi Collage Of Technology Chennai
  • Institute of Technical and Professional Studies Kolkata
  • Jamia Millia Islamia University New Delhi
  • Chennai Mathamatical Institute
  • Indian Statistical institute (ISI) Kolkata
  • B.H.U. Varanasi

PhD করার সুবিধা (Advantage of PhD):

  • PhD করার পর আপনি যে কোনো কলেজের প্রফেসর হিসাবে কাজ করতে পারবেন।
  • PhD করার পর আপনার নামের আগে Dr. লাগাতে পারবেন। যা আপনার সন্মান বৃদ্ধি করবে।
  • PhD করার পর আপনি নিজের কোনো বিষয়(Subject) নিয়ে কাজ করতে পারবেন।
  • PhD করার ব্যক্তিকে Creator Of Information ও বলা হয়।
  • PhD হল শিক্ষার সর্বচ্চো ডিগ্ৰি। যা সবার করা সম্ভব নয়।
  • PhD করা থাকলে আপনি যে কোনো উচ্চপদ কাজের জন্য আবেদন করতে পারবেন।

PhD কেন করবেন?

  • PhD করলে আপনি ডাক্তার হতে পারবেন।
  • নতুন কিছু Achieve করাতে পারবেন।
  • নতুন কিছু শিখতে পারবেন।
  • কোনো বিষয়(Subject) নিয়ে Research করতে পারবেন বা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে পারবেন।
  • PhD করলে নামের আগে Dr. লাগাতে পারবেন।
  • PhD করার পর যেকোনো বড়ো দেশ ও বিদেশের কোম্পানিতে কাজ করতে পারবেন।

Advertisement

Leave a Comment