দর্শক, আজকের আলোচনাতে আমরা জানবো যে কিভাবে কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত অভিযান(Swachh Bharat Mission) এর ফ্রি টয়লেট প্রকল্পে অনলাইনে ফ্রিতে আবেদন (ihhl apply online Garmin bengali) করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি কেন্দ্র সরকারের এই ফ্রি টয়লেট প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনি এই পোস্টটি সম্পুর্ন পড়ুন, আসা করছি এই পোস্টটি সম্পুর্ন পড়ার পর আর অন্য কোনো পোস্ট আপনাকে পড়তে হবে না। 2014 সালে ভারত সরকারের পক্ষ থেকে তৈরি করা হয় স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Mission) এই প্রকল্পে ফ্রিতে টয়লেট দেওয়ার কথা বলা হয়। 2014 সালের এই ফ্রিতে টয়লেট প্রকল্প 2019 সালে এসে বাস্তবায়ন করা হয়।
PM Free Toilet Yojana 2022
এই ফ্রিতে টয়লেট প্রকল্প মূল উদ্দেশ্য ছিল ভারতের গ্ৰামীন এলাকার উন্মক্ত মলমূত্র দূর করা। গ্ৰামাঞ্চলের বেশির ভাগ মানুষ মাঠে বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকেন, যার ফলে অনেক মানুষের অসুবিধা হয়ে থাকে। এই প্রকল্প চালু হওয়ার পর প্রায় অনেক মানুষ টয়লেট ব্যবহার করছেন।
পশ্চিয়বঙ্গের মতো সরকারি এবং বেসরকারি চাকরির জন্য আবেদন করুন ।
কেন্দ্র সরকারের এই স্বচ্ছ ভারত অভিযান চালিয়ে প্রতিটি বাড়িতে টয়লেট দিচ্ছে, যা শুধু একটা পরিবার ব্যবহার করতে পারেন। আপনি যদি এই ফ্রি টয়লেট না পেয়ে থাকেন, বা না আবেদন করেন তাহলে আপনি এই অ্যাটিকেলটি পড়ার পর নিজের মোবাইল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
দর্শক, পুরুষরা যেকোনো জায়গায় যেকোনো সময় মলমূত্র ত্যাগ করতে পারবেন, কিন্তু একজন মহিলার জন্য এটা মোটেও সম্ভব নয়। মহিলারা সব জায়গায় এই কাজ করতে পারেন না, যার কারণে কেন্দ্র সরকার বাড়িতে টয়লেট তৈরি করার জন্য প্রতিটি পরিবারকে এককালীন 12 হাজার টাকা দিচ্ছে।
আপনি যদি এই ফ্রি টয়লেট প্রকল্পে এখনো আবেদন না করে থাকেন, তাহলে আপনি দেখে নিন যে কিভাবে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন।

IHHL Apply Online Bengali / PM Toilet Yojana Online Apply Gramin Bengali
আপনি যদি এই প্রকল্পে আবেদন না করে থাকেন বা অন্যের জন্য আবেদন করতে চান, তাহলে আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করুন –
- প্রথমে আপনাকে গুগল ক্রোম ওপেন করে http://sbm.gov.in সার্চ করতে হবে।
- এরপর আপনি Application Form For IHHL অপশনে ক্লিক করুন।
- এরপর, পরবর্তী পেজে Citizen Registration এ ক্লিক করতে হবে।
- এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, জন্মতারিখ, ইত্যাদি বসাতে হবে।
- এরপর, সাবমিট করুন – এখন আপনার মোবাইল নাম্বার ইউজার আইড়ি এবং মোবাইলের লাস্ট ৪ সংখ্যা পাসওয়ার্ড।
- •lএখন আপনাকে ইউজার আইড়ি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে।
- এখন আপনার সামনে Dashboard চলে আসবে।
- এখানে আপনি New Application এ ক্লিক করুন এবং আবেদনকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি ফিলাপ করুন এবং Apply অপশনে ক্লিক করুন।
- আপনার আবেদন সম্পুর্ন হলে, এখন আপনি View Application এ ক্লিক করে Status Check করতে পারবেন।
1 thought on “ফ্রি টয়লেট প্রকল্প ২০২২ | PM Free Toilet Yojana 2022”