PM Jan Dhan Account Opening Online | অনলাইনে জন ধন একাউন্ট ওপেন |অনলাইনে জন ধন একাউন্ট খোলার উপায় | পিএম জন ধন একাউন্ট | PM Jan Dhan Account |
PM Jan Dhan Account: কেন্দ্র সরকারের দ্বারা গরিব এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য পিএম জন ধন যোজনা(PM Jan Dhan Yojana) নিয়ে আসে। PM Jan Dhan Yojana সেই সকল মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে, যাদের এখনো পর্যন্ত কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। প্রধানমন্ত্রীর এই পিএম জন ধন যোজনা(PM Jan Dhan Account Opening Online) এর সাহায্যে গরীব এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে।
কেন্দ্র সরকারের দ্বারা এই জন ধন যোজনা(Jan Dhan Yojana) নিয়ে আসার কারণ হচ্ছে, কেন্দ্র সরকার যখন কোনো যোজনার দ্বারা গরীব বন্ধুদের সাহায্য করতে চায়, তখন সাধারণ মানুষের কাছে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে সেই সাহায্য তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু, পিএম জন ধন যোজনা(PM Jan Dhan Yojana) এর দ্বারা এটা সম্ভব হবে।
আজকের এই সম্পুর্ন অ্যার্টিকেলটি PM Jan Dhan Account Opening Online(অনলাইনে জন ধন একাউন্ট ওপেন) প্রধানমন্ত্রী জন ধন একাউন্ট এর সুবিধা ও অসুবিধা, কোন কোন ব্যাঙ্কে জন ধন একাউন্ট ওপেন করা যাবে, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি নিজেই PM Jan Dhan Account Opening Online করতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি একটু সময় দিয়ে এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ুন, আসা করছি আপনার অনেক কাজে লাগবে।
PM Jan Dhan Account Opening Online

PM Jan Dhan Account 2022 | প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট ২০২২
প্রধানমন্ত্রী জন ধন যোজনা শুরু করা হয়েছিল ১৫ আগস্ট ২০১৪ সালে। এই যোজনা ভারতের সেই সকল মানুষদের জন্য নিয়ে আসা হয়েছিল, যে সকল মানুষের কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এই PM Jan Dhan Yojana এর মূখ্য উদ্দেশ্য ছিল, আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং গরীব মানুষদের এটা একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া, যাতে কেন্দ্র সরকারের যত আর্থিক সহায়তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হয়।
Read More – নতুন ভোটার লিস্ট ২০২৩ ডাউনলোড | How to download 2023 voter list
PM Jan Dhan Yojana এর দ্বারা সকল ভারতীয় নাগরিক Zero Balance Account Opening করতে পারবেন। PM Jan Dhan Yojana এর দ্বারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। PM Jan Dhan Account Opening Online এর দ্বারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, এতে অনেক সুবিধা গ্ৰাহকরা পাবেন, যা আমি নিচের দিকে বিস্তারিত ভাবে আলোচনা করবো। বর্তমান সময়ে গোটা ভারত জুড়ে এই PM Jan Dhan Yojana এর দ্বারা এখন পর্যন্ত ৪৭ কোটির বেশি Jan Dhan Account Opening করা হয়েছে।
PM Jan Dhan Account এর সুবিধা কি ?
Accident Bima Policy And Life Insurance Policy
আপনার যদি জন ধন অ্যাকাউন্ট (PM Jan Dhan Account Opening Online) থাকে তাহলে আপনি এই পয়েন্ট গুলো ভালো করে পড়ুন। PM Jan Dhan Account ধারকদের ১ লাখ টাকার Accident Bima Policy দেওয়া হয়। প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট ধারকের যদি কোনো দূর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে ১ লাখ টাকার দেওয়া হবে। এছাড়াও, এখানে Life Insurance Policy এর সুবিধাও আছে। খাতা ধারকের যদি সাধারণ পরিস্থিতিতে মৃত্যু হয়, তাহলেও তার পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়া হবে।
PM Jan Dhan Account ধারকদের 10 হাজার টাকা করে দেওয়া হবে।
PM Jan Dhan Yojana এর দ্বারা যে সকল মানুষ PM Jan Dhan Account Open করেছেন, তাদের জন্য অসংখ্য সুবিধা আছে। PM Jan Dhan Yojana এর দ্বারা এখন পর্যন্ত মোট ৪৭ কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে PM Jan Dhan Account ধারকদের 10 হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু, এই টাকা আপনি এমনিতে পাবেন না। আপনি যদি PM Jan Dhan Account ধারক হয়ে থাকেন এবং 10 হাজার টাকা নিতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে।
আপনি যে Branch বা Bank থেকে PM Jan Dhan Account Open করবেন, সেখানে গিয়ে এই টাকার জন্য আবেদন করতে হবে। ব্যাঙ্ক থেকে যদি আবেদন করে দেয় তাহলে আপনি ১০ হাজার টাকা পেয়ে যাবেন। এই টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) লাগবে না।
PM Jan Dhan Account ধারকদের ব্যাঙ্ক থেকে যে সুবিধা দেওয়া হবে?
- PM Jan Dhan Account এর মার্সিক কোনো লিমিট নেই, আপনি যত খুশি টাকা লেনদেন করতে পারবেন।
- কিন্তু, আপনি এক মাসে ৪ বার টাকা তুলতে পারবেন। এরজন্য আপনি ATM বা অন্য যে কোনো সাহায্য নিতে পারেন।
- ব্যাঙ্ক থেকে গ্ৰাহকদের বিনামূল্যে একটা করে Rupee ATM Card দেওয়া হবে।
PM Jan Dhan Account এর বাড়তি কিছু সুবিধা ?
- গ্ৰাহক যদি PM Jan Dhan Account এ টাকা রাখেন, তাহলে তার সুদ পারবেন। যা গ্ৰাহকের জমা টাকার সাথে যুক্ত হবে।
- PM Jan Dhan Account এ কোনো Minimum Balance Limit নেই।
- গ্ৰাহক এখানে চেক এর সুবিধাও নিতে পারবেন, কিন্তু এরজন্য কিছু টাকা অ্যাকাউন্টে রাখতে হবে।
- Rupay সিস্টেম গ্ৰাহকদের ১ লাখ টাকার Accident Bima Policy দিয়ে থাকেন।
- PM Jan Dhan Account গ্ৰাহকের হঠাৎ মৃত্যু হলে ৩০ হাজার টাকার সাহায্য পাবেন।
- এই PM Jan Dhan Yojana এর সাহায্যে গ্ৰাহকরা বিমা এবং পেনশন সুবিধা পাবেন।
- গ্ৰাহকের পরিবারের একজনকে ৫ হাজার টাকার ওভারড্রাপ্ট এর সুবিধা দেওয়া হয়।
- এই PM Jan Dhan Yojana এর সাহায্যে সকল গরীব মানুষদের যে কোনো সাহায্য সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
PM Jan Dhan Account কারা খুলতে পারবে ?
- PM Jan Dhan Account খোলার জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনার যেন কোনো ব্যাঙ্কে Saving Account না থাকে।
- PM Jan Dhan Account খোলার জন্য আবেদন কারীর বয়স সর্বনিম্ন ১০ বছর হতে হবে।
PM Jan Dhan Account Open করার জন্য কি ডকোমেন্ট লাগবে।
- আধার কার্ড
- পেন কার্ড
- রেশন কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজের কালার ছবি
- আধার লিঙ্ক মোবাইল নাম্বার
নোট: PM Jan Dhan Account Open করার জন্য শুধু আধার কার্ড, পাসপোর্ট সাইজের কালার ছবি, এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার থাকলেই হবে।
PM Jan Dhan Account Opening Online
অনলাইনে পিএম জন ধন অ্যাকাউন্ট ওপেন করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আমি নিচে স্টেপ বাই স্টেপ সব নিয়মগুলো উল্লেখ করেছি –
- সর্বপ্রথম আপনাকে PM Jan Dhan Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এখানে আসার পর আপনাকে ওয়েবসাইটের Homepage এ আসতে হবে।
- এখানে আসার পর আপনি PM Jan Dhan Account Opening From Hindi এবং PM Jan Dhan Account Opening From English অপশন দেখতে পাবেন।
- এখানে নিজের পছন্দের বিকল্প বেছে নিন।
- বিকল্প সিলেক্ট করার পর আপনার সামনে একটা নতুন পেজ খুলবে।
- এই পেজে আপনি PM Jan Dhan Account Opening From পেয়ে যাবেন।
- এখন আপনি এই ফর্মটি ডাউনলোড করে, এখানে জাবতীয় সকল তথ্য বসিয়ে দিন।
- সবকিছু ঠিকঠাক হলে, এখন আপনি সমস্ত ডকোমেন্ট এই ফর্মের সাথে যুক্ত করুন।
- এই কাজ সম্পুর্ণ হলে এখন আপনি নিজের কাছের যে কোনো ব্যাঙ্কে গিয়ে ফর্মটি জমা করে দিন।
- এই ভাবে আপনি নিজেই PM Jan Dhan Account Opening Online করতে পারবেন।
PM Jan Dhan Account Opening Offline
- সর্বপ্রথম আপনাকে নিজের কাছের সেই ব্যাঙ্কে যেতে হবে, যেখানে PM Jan Dhan Account Opening Online করা হচ্ছে।
- ব্যাঙ্কে গিয়ে এই যোজনা সম্পর্কে সকল তথ্য নিয়ে নিন।
- আপনাকে ব্যাঙ্ক থেকে একটা ফর্ম দেওয়া হবে।
- এখন আপনাকে ফর্মে যা চাইছে সেই হিসাবে ফর্ম পূরণ করতে হবে।
- সঠিকভাবে ফর্ম পূরণ করার পর, আমি নিজের ডকোমেন্টগুলো এর সঙ্গে যুক্ত করুন, যা চাইছে।
- এখন আপনি ব্যাঙ্কে ফর্মটি জমা করে দিন।
- এরপর, আপনাকে ব্যাঙ্ক থেকে পাসবুক দেওয়া হবে এবং একটা ATM Card দেওয়া হবে। তারপর, আপনি লেনদেন করতে পারবেন।
Frequantly Asked Questions PM Jan Dhan Account Opening Online.
Q. পিএম জন ধন যোজনা কি ?
Answar: এটি ভারত সরকারের দ্বারা তৈরি করা একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল – সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা। কিন্তু, সরকার যে টাকা গরিব মানুষদের দিচ্ছে, সে টাকা যাতে তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সেজন্য পিএম জন ধন অ্যাকাউন্ট এর ব্যবস্থা করা হয়েছে।
Q. কারা পিএম জন ধন অ্যাকাউন্ট খুলতে পারবে ?
Answar: পিএম জন ধন অ্যাকাউন্ট সবাই খুলতে পারবে। এই অ্যাকাউন্ট খোলার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু, যে ব্যক্তির অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। তাদের জন্য এই পিএম জন ধন অ্যাকাউন্ট (PM Jan Dhan Account Opening Online) নয়।
Q. কোন ব্যাঙ্কে পিএম জন ধন অ্যাকাউন্ট খোলা যাবে ?
Answar: বর্তমান সময়ে আপনি প্রায় সব ব্যাঙ্কেই এই পিএম জন ধন অ্যাকাউন্ট খুলতে পারবে। কিন্তু, আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান, সেই ব্যাঙ্কে গিয়ে একবার কথা বলে দেখতে পারেন।
Q. পিএম জন ধন অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে ?
Answar: পিএম জন ধন অ্যাকাউন্ট(PM Jan Dhan Account Opening Online) খুলতে কোনো টাকা খরচ করতে হবে না। এটা ভারত সরকারের একটি যোজনা যা সম্পুর্ন ফ্রি তে প্রদান করা হয়।
Importent Links
CB Homepage | Click Here |
WB Scholarship News | Visit Now |
CB Telegram Group | Join Now |