PM-KISAN: মোবাইল দিয়ে পিএম-কিষান এ অনলাইন আবেদন করার উপায় | How To Register PM-KISAN Online 2022.

Advertisement
Advertisement

আমি আজকে মোবাইল দিয়ে পিএম-কিষান এ অনলাইন আবেদন করার উপায় নিয়ে আলোচনা করবো। আপনি যদি এখনো PM-KISAN প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে এই পোস্টটি সম্পুর্ন পড়ুন।

PM-KISAN(Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) এটা ভারত সরকারের পক্ষ থেকে সকল ভারতীয় কৃষক বন্ধুদের জন্য তৈরি করা একটি প্রকল্প। এই পিএম কিষান প্রকল্পে কৃষক বন্ধুদের আর্থিক দিক দিয়ে সাহায্য করার জন্য প্রতিবছর সরকারের পক্ষ থেকে 6000 টাকা এক কালীন দান করা হয়। আপনি যদি পিএম কিষান এ আবেদন করে থাকেন, তাহলে আপনি প্রতিবছর 6000 টাকা করে পাবেন। এই PM-KISAN 2019 সালে শুরু করা হয়েছিল, যার কথা Piyush Goyal জানিয়েছিলেন। এবং এটা 1st February 2019 থেকে লাগু করা হয়।

Advertisement

এই পিএম কিষান প্রকল্পের সুবিধা ভারতের প্রায় 10 Crore কৃষক পাচ্ছে। আপনি কি PM-KISAN(Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) প্রকল্পের সুবিধা পাচ্ছে, আপনি যদি এই প্রকল্পের সুবিধা না পান, তাহলে আপনি কিভাবে মোবাইল দিয়ে পিএম-কিষান এ অনলাইন আবেদন করবেন, এবং কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি পিএম কিষান প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন।

আরো পড়ুন;

Advertisement

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ৫টি সেটা গেম

Advertisement
PM-KISAN: মোবাইল দিয়ে পিএম-কিষান এ অনলাইন আবেদন করার উপায় | How To Register PM-KISAN Online 2022.

PM-KISAN‌ Eligibility Criteria 2022

আপনি যদি পিএম কিষান প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে, যা ভারত সরকারের দ্বারা নির্ধারিত করা হয়েছে। শর্ত গুলি নিচে আলোচনা করা হয়েছে –

• যে আবেদন করবেন, তার নামে জমি থাকতে হবে এবং সেটা যেন সরকারি খাতায় উল্লেখ করা থাকে।

• আবেদনকারি কে অবশ্যই SC, ST বা OBC হতে হবে। OBC দের জন্য Caste Certificate থাকা জরুরি।

• আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার থাকতে হবে।

• আপনি যে জমির জন্য পিএম কিষান প্রকল্পে আবেদন করবেন, সেই জমির পর্চা থাকতে হবে।

Advertisement

About PM-KISAN

Yojana NamePM Kisan Samman Nidhi Yojana
Launched ByPM Narendra Modi
PurposeFinancial Help
Previous Installments11th installments
InstallmentsRs. 2000
CateguryGovt. Scheme
Total MoneyRs. 6000
Official Websitepmkisan.gov.in

PM-KISAN‌ Online Registration 2022

যে সকল কৃষক বন্ধুরা PM-KISAN‌ প্রকল্পে আবেদন করার জন্য Eligible তারা এই প্রকল্পে আবেদন করে প্রতিবছর 6000 টাকা করে পেয়ে যাবেন। এই 6000 টাকা আপনি তিনটা কিস্তিতে পাবেন, প্রতি চার মাস অন্তর 2000 টাকা করে। PM-KISAN‌ New Farmer Ragistration 2022 চালু আছে। আপনি নিজের মোবাইল দিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

ভারত সরকার কৃষক বন্ধুদের জন্য অনলাইনে পিএম কিষান প্রকল্পে আবেদন করার সুযোগ করে দিয়েছে। আপনি অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি অনলাইনে পিএম কিষান প্রকল্পে আবেদন করতে চান, তাহলে সঙ্গে থাকুন।

PM-KISAN‌ Online Registration Prosess 2022

• সর্বপ্রথম আপনি Chrome Browser Open করুন এবং সার্চ করুন pmkisan.gov.in

• এখন পিএম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করুন।

Advertisement

• এখন আপনি পিএম কিষান এর হুম পেজে চলে আসবেন, এখানে আপনি New Farmer Ragistration অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।

• এখানে আপনি যদি গ্ৰামীন কৃষক হয়ে থাকেন তাহলে Rural এবং আপনি যদি শহরের কৃষক হন তাহলে Urban বেছে নিন।

• এখন আপনাকে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং বাকি সব বসিয়ে আগে করতে হবে।

• এখন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা ভেরিফাই করে নিন এবং আগে করুন।

• এখন আপনার সামনে PM-KISAN‌ Application Form চলে আসবে।

Advertisement

• এখানে সবকিছু সঠিক ভাবে পূরণ করুন।

• এখন আপনার কাছ যে সব কাগজপত্র চাইবে সবগুলোর Pdf file আপলোড করুন।

• এরপর, আপনি Submit করে দিন। আপনার PM-KISAN‌ Application Form Submit করা হলে আপনি ফর্মটা সেভ করে রাখুন বা প্রিন্ট করে নিন, অন্য কাজের জন্য।

PM-KISAN‌ প্রকল্পে আবেদন করার জন্য কি কি Decument লাগবে।

আপনি যদি পিএম কিষান প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনার যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে, তা সবগুলো নিচে আলোচনা করা হয়েছে –

• সর্বপ্রথম আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে।

Advertisement

• আবেদনকারী কে একজন ভারতীয় নাগরিক হতে হবে।

• আবেদনকারীর নামে জমি থাকতে হবে এবং তার জমির দলিল এবং পর্চা থাকতে হবে।

• আবেদনকারীর নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে।

• আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

• আবেদনকারীর ভেলিড় মোবাইল নাম্বার থাকতে হবে।

Advertisement

• আবেদনকারীর Income Certificate লাগবে।এই সব যদি আপনার থাকে তাহলে আপনি প্রকল্পে আবেদন করতে পারবেন।

PM-KISAN‌ প্রকল্পে অফলাইন আবেদন করার উপায়।

আপনি যদি PM-KISAN‌ Online Registration করতে না চান, তাহলে আপনি অফলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আপনি যদি অফলাইনে PM-KISAN‌ প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে।

• প্রথমে আপনাকে PM-KISAN‌ Application Form Online Download করতে হবে।

• এরপর, সেটা পূরণ করতে হবে, যা যা এখানে পূরণ করতে বলা হয়েছে।

• এখন এই ফর্মের সাথে আপনাকে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ইনকাম সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, জমির পর্চা ইত্যাদি যুক্ত করতে হবে।

Advertisement

• এরপর, ফর্ম এবং বাকি কাগজপত্রের কপি যুক্ত করতে হবে, এবং আপনাকে নিজের পার্শ্ববর্তী কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তাহলেই আপনার অফলাইনে PM-KISAN‌ ফর্ম জমা হয়ে যাবে।

How To Register PM-KISAN Online 2022 FAQs.
Q. দুয়ারে সরকার ক্যাম্পে PM-KISAN ফর্ম জমা করতে কি করতে হবে ?

Ans: দুয়ারে সরকার ক্যাম্পে পিএম কিষান ফর্ম জমা করার জন্য আপনাকে প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প থেকে PM-KISAN ফর্ম নিতে হবে, এবং সেটা পূরণ করতে হবে। এরপর, ফর্মের সাথে আপনাকে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ইনকাম সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, জমির পর্চা ইত্যাদি যুক্ত করতে হবে। তারপর, সেটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে দিন।

Q. PM-KISAN প্রকল্পে কত টাকা পাওয়া যায় ?

Ans: পিএম কিষান প্রকল্পে আপনি ভারত সরকারের থেকে প্রতিবছর 6000 টাকা পাবেন। যা প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে পাবেন।

Q. মোবাইল দিয়ে পিএম কিষান প্রকল্পে আবেদন করার উপায় ?

Ans- আপনি নিজের মোবাইল দিয়েও পিএম কিষান প্রকল্পে আবেদন করতে পারবেন। এরজন্য আপনাকে প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে আসতে হবে, এবং এখানে আপনি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে আগে করতে হবে। এরপর, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা ভেরিফাই করতে হবে।এরপর, পিএম কিষান এর ফর্ম চলে আসবে সেটা পূরণ করতে হবে এবং আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ইনকাম সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, জমির পর্চা ইত্যাদি যুক্ত করতে হবে। তারপর, ফর্ম সাবমিট করতে হবে।

Latest Posts ❤️

Advertisement

Advertisement

Leave a Comment