PNB Patanjali Cradit Card 2022: আবেদন করার নিয়ম, সুবিধা ও অসুবিধা, এবং কি কাগজপত্র লাগবে।

Advertisement
Advertisement

 

PNB_Patanjali_Cradit_Card

PNB Patanjali Cradit Card 2022

Advertisement

PNB Patanjali Cradit Card 2022: আবেদন করার নিয়ম, সুবিধা ও অসুবিধা, এবং কি কাগজপত্র লাগবে। 

Advertisement

Advertisement

    PNB Patanjali Cradit Card:

    পতঞ্জলি আজকের সময় বড়ো একটা ব্যান্ড। আজকের সময় পতঞ্জলি ঔষধ, বাড়িতে ব্যবহারের সকল সামগ্ৰী এবং আরো অনেক জিনিস তৈরি করেছে। এখানে এক কথায়, পতঞ্জলি ভারতীয় বাজারে ভালো একটা স্থান নিয়ে আছে। এখন পতঞ্জলি RuPay এর মতো বড়ো ব্যান্ডের সাথে কাজ করবেন বলে জানা যাচ্ছে। পতঞ্জলি PNB এর যোগাযোগহীন নতুন ক্রেড়িট কার্ড চালু করছে। তাই এখন বাজারে PNB এর দুটো ক্রেড়িট কার্ড দেখতে পাওয়া যাবে, প্রথম হল- PNB RuPay সিলেক্ট কার্ড এবং দ্বিতীয় হল- PNB RuPay প্লাটিনম কার্ড। সম্প্রতি সময়ের PNB Patanjali Cradit Card 2022 এর সম্পর্কে বিস্তারিত জানতে, এই প্রতিবেদনটি সম্পুর্ন পড়ুন।

    ▪️ PNB ক্রেড়িট কার্ড ২০২২(PNB Patanjali Cradit Card 2022).

    পতঞ্জলি ভারতীয় বাজারে নতুন PNB Patanjali Cradit Card নিয়ে এসেছে, আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং এই কার্ড এর সুবিধা ও অসুবিধা গুলো কি। আমরা এই অ্যাটিকেলে PNB ক্রেড়িট কার্ড ২০২২ সম্পর্কে সংক্ষেপে প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আপনাদের সুবিধার্থে। এছাড়া, PNB Patanjali Cradit Card কোন মাসে বাজারে আসবে এটা নিয়েও আলোচনা করবো।

    Advertisement

    ▪️ PNB Patanjali Cradit Card 2022 Details.

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড (Punjab National Bank And Patanjali Aurbhad Ltd.) এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(National Payment Corporation of India) এক সঙ্গে মিলে একটি নতুন ক্যাডিট কার্ড বাজারে নিয়ে আসে, যার নাম হল- PNB Patanjali Cradit Card. এই নতুন ক্যাডিট কার্ড এর দুটি ভ্যারিয়েন্ট আছে, একটি হল পিএনবি রুপে প্লাটিনাম (PNB RuPay Platinum) এবং অপরটি হল পিএনবি রুপে সেলেক্ট(PNB RuPay Seleact)। PNB Patanjali Cradit Card Apply করার জন্য আপনি PNB ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, অথবা আপনি সরাসরি ব্যাঙ্কে ভিজিট করতে পারেন।

    ▪️ Benifits Of PNB Patanjali Cradit Card.

    PNB Patanjali Cradit Card এর অনেক ফায়দা আছে, যার মধ্যে কিছু নিচে উল্লেখ করা হয়েছে,

    🔹 বিনামূল্যে দেশীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার করতে পারেন।

    Advertisement

    🔹 অ্যাড-অন কার্ড এর সুবিধা পাবেন।

    🔹 PNB Patanjali Cradit Card থেকে বাজার করলে আকর্ষনীয় পুরষ্কার পাবেন।

    🔹 এই কার্ড এর সাহায্যে পতঞ্জলির যেকোনো জিনিস বাকি কিনতে পারবেন, ২০-৫০ দিনের কোনো সুদ ছাড়া।

    🔹 আপনি এর কার্ড এর সাহায্যে নগজ অথবা বাকি বাজার করতে পারবেন।

    🔹 এই কার্ডে EMI এবং Auto Cradit সুবিধা পাবেন।

    Advertisement

    🔹 PNB Jeni Mobile App এর সাহায্যে এই কার্ড নিয়ন্ত্রন করা সম্ভব।

    🔹 এই কার্ডে আপনি ১০ লাখ টাকা ক্যাডিট করতে পারবেন।

    🔹 এই কার্ডে থাকছে ১০ লাখ টাকার বীমা।

    ▪️ PNB Patanjali Cradit Card Annual Fee

    Patanjali PNB RuPay কার্ডের বার্ষিক খরচ নির্ভর করে আপনার উপর, আপনি কোনো ভেরিয়েন্টের কার্ড ব্যবহার করছে। আপনাকে প্লাটিনাম বা রুপে কার্ডের জন্য ৫০০ টাকা এবং এই কার্ড এর বার্ষিক ফি ৭৫০ টাকা।

    Advertisement

    কিন্তু, আপনি যদি এই Patanjali Cradit Card প্রতি তিনমাসে একবার ব্যবহার করেন, তাহলে আপনার বার্ষিক ফি মাফ করা হবে।

    ▪️ PNB Patanjali Cradit Card Offers.

    পতঞ্জলি ক্যাডিট কার্ড চালু হওয়ার সাথে সাথে আপনি ৩০০ রিবাড পয়েন্ট পেয়ে যাবেন। এবং আপনি এই কার্ডের মাধ্যমে পতঞ্জলির যেকোনো জিনিস বাকি অনলাইন অডার করতে পারবেন, কোনো ধরনের সুদ ছাড়া, তাও আবার ২০ থেকে ৫০ দিনের জন্য। এছাড়া, আপনি যদি পতঞ্জলির যেকোনো স্টোর থেকে কেনাকাটা করেন তাহলে আপনি ২% কমিশন পেয়ে যাবেন। আপনি যদি ২৫০০ টাকার বেশি কেনাকাটা করেন, তাহলে আপনি ক্যাসব্যাকও পাবেন। তাছাড়াও, আপনি প্রতিটি লেনদেনে আরো ৫০টাকা করে ক্যাসব্যাক পাবেন।

    ▪️ PNB Patanjali Cradit Card Features.

    PNB RuPay Platinum এবং PNB RuPay Select এই দুটি ক্যাডিট কার্ডে জীবন বীমা আছে, যদি কোনো দূর্ঘটনায় গ্ৰাহকের মৃত্যু হয়, তাহলে এই গ্ৰাহকের পরিবার ২ লাখ টাকা পাবেন। এবং যদি সে গ্ৰাহক বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে ১০ লাখ টাকা পর্যন্ত বীমা আছে। 

    Advertisement

    PNB RuPay Platinum কার্ডের সর্বচ্চো সীমা হল ২৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। কিন্তু, অপর দিকে PNB RuPay Select কার্ডের সর্বচ্চো সীমা ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

    ▪️ PNB Patanjali Cradit Card Apply Prosess 2022.

    আপনি যদি PNB Patanjali Cradit Card এর Platinum বা Select কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে নিচের উপায় গুলো অনুসরণ করতে হবে।

    Note: PNB Patanjali Cradit Card Apply Online আবেদন করার কোনো উপায় নেই। অতেব, অফলাইনে এই কাজ করতে হবে।

    Advertisement

    🔹 প্রথমে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যেতে হবে।

    🔹 ব্যাঙ্কে যাওয়ার পর আপনি ব্যাঙ্কে ম্যানেজার এর সঙ্গে দেখা করুন, এবং PNB Patanjali Cradit Card সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। যেমন- আবেদন করার নিয়ম, ডকোমেন্স, এবং অন্যান্য।

    🔹এরপর, PNB Patanjali Cradit Card তৈরির জন্য যা প্রয়োজন সবকিছু নিয়ে আবার ব্যাঙ্কে যান।

    🔹এখন ব্যাঙ্ক থেকে আপনার সমস্ত কাগজপত্র ভেরিফাই করা হবে, এবং আপনার জন্য PNB RuPay Platinum বা NB RuPay Select কার্ড ধার্য্য করা হবে।

    Advertisement

    ▪️ FaQ.

    1. পিএনবি পতঞ্জলি ক্সাডিট কার্ড কি? (What is PNB Patanjali Cradit Card.)

    Answer: পতঞ্জলি Punjab National Bank এবং RuPay কোম্পানির সঙ্গে মিলে নতুন এক ধরনের ক্যাডিট কার্ড বাজারে নিয়ে আসে, যা নাম হল PNB Patanjali Cradit Card.

    2. কিভাবে পতঞ্জলি ক্যাডিট কার্ডের জন্য আবেদন করা যাবে ? (How to Apply PNB Patanjali Cradit Card)

    Answer: PNB Patanjali Cradit Card এর আবেদন করার অনলাইন কোনো উপায় নেই, আপনাকে অফলাইনে এই কাজ করতে হবে।

    ১. প্রথম ব্যাঙ্কে যান।

    ২. এখন ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের স্টাফ এর সাথে PNB Patanjali Cradit Card সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।

    Advertisement

    ৩. কি কাগজপত্র লাগবে তা জেনে নিন।

    ৪. এখন আপনি সব কাগজপত্র নিয়ে আবার ব্যাঙ্কে যান। এবং কাগজপত্র জমা করুন।

    ৫. এখন আপনার কাগজপত্র ব্যাঙ্ক থেকে ভেরিফাই করা হবে।

    ৬. যদি সব সঠিক থাকে তাহলে আপনি ক্যাডিট কার্ড পেয়ে যাবেন।

    Advertisement

    3. পতঞ্জলি ক্যাডিট কার্ড এর সুবিধা ? ( Benifits of PNB Patanjali Cradit Card)

    Answer: পতঞ্জলি ক্যাডিট কার্ড এর সুবিধা অনেক যেমন-

    ১. কার্ড চালু হওয়ার সঙ্গে সঙ্গে ৩০০ রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন।

    ২. আপনি ২০ থেকে ৫০ দিনের জন্য পতঞ্জলির যেকোনো জিনিস বাকি অনলাইন অডার করতে পারবেন, কোনো প্রকারের সুদ ছাড়া।

    ৩. ২৫০০ টাকার বেশি কেনাকাটা করলে ক্যাসবেক পাবেন।

    ৪. প্রতি কেনাকাটায় ৫০ টাকা ক্যাসবেক পাবেন।

    Advertisement

    ৫. আপনি যদি পূর্ববর্তী বছরের ত্রৈমাসিকে একবার এই কার্ড ব্যবহার করেন তাহলে আপনি বার্ষিক চার্জ দিতে হবে না।

    ৬. এখানে থাকছে জীবন বীমা মৃত্যু হলে ২ লাখ এবং কোনো দূর্ঘটনায় বিকলাঙ্গ হলে ১০ লাখ ।

    Advertisement
    Advertisement

    Leave a Comment