Post Matric Scholarship 2023 | পোস্ট মেট্রিক স্কলারশিপ ২০২৩ | Pre Matric Scholarship | স্কলারশিপ ২০২৩ | Post Matric Scholarship 2023 Apple Online | Importent Decuments |
Post Matric Scholarship 2023(পোস্ট মেট্রিক স্কলারশিপ): দর্শক, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রচুর সুবিধা পাবেন। যার মধ্যে সবচেয়ে বড়ো সুবিধাগুলো হলো Scholarship(স্কলারশিপ)
পশ্চিমবঙ্গ Scholarship(স্কলারশিপ) বা অন্যান্য সুবিধা প্রদান করার দিক দিয়ে ভারতের সর্বপ্রথম রাজ্য। আজকের এই অ্যার্টিকেলে আমি, Post Matric Scholarship 2023(পোস্ট মেট্রিক স্কলারশিপ) নিয়ে আলোচনা করবো। একজন শিক্ষার্থীর জন্য স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ।
Highlights Points 👇
আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এবং আপনি ভালো নাম্বারের সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু, এখন উচ্চশিক্ষা গ্ৰহন করার জন্য টাকা নেই। এই সমস্যার জন্য প্রচুর মেধাবি ছাত্রছাত্রীরা নিজের পড়াশোনা আগে করতে পারে না।
পশ্চিমবঙ্গ সরকার এই আর্থিক অভাবে পড়াশোনা করতে না পারা, শিক্ষার্থীদের জন্য “Post Matric Scholarship 2023” এর ব্যবস্থা করেছে। আমি নিচে বিস্তারিত ভাবে আলোচনা করেছি, যে Post Matric Scholarship 2023 Apple Online | Importent Decuments | পোস্ট মেট্রিক স্কলারশিপ জরুরী ডকুমেন্ট। কারা আবেদন করতে পারবেন, ইত্যাদি বিষয়ে।
এটাও পড়ুন 👉 নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন
Post Matric Scholarship 2023(পোস্ট মেট্রিক স্কলারশিপ)
Post Tittle | Post Matric Scholarship |
Post Category | Scholarship |
Beneficiary | All 11th to PhD Level Students |
Benefits | Yearly ₹2000-₹50,000 |
Apply Type | Online |
Amounts | Yearly ₹2000-₹50,000 |
Helpline Number | 18001202130 |
Official Website | http://wbmdfcscholarship.org/ |
পোস্ট মেট্রিক স্কলারশিপ জরুরী ডকুমেন্ট
Post Matric Scholarship 2023 Important Decuments: আপনি যদি পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post Matric Scholarship 2023) আবেদন করতে চান, তাহলে আপনার কিছু জরুরী ডকুমেন্ট লাগবে, যা সম্পর্কে নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।
এটাও পড়ুন 👉 NPS স্কলারশিপ আবেদন করার উপায়।
- আগের বছরের পরীক্ষার মার্কশিট (আপনি যদি মাধ্যমিক আছেন, তাহলে ক্লাস নাইন(9) এর মার্কশিট)
- ইনকাম সার্টিফিকেট (পরিবারের বার্ষিক আয়)
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, তার সার্টিফিকেট ( এটি আপনি গ্ৰাম পঞ্চায়ত থেকে পাবেন)
- আধার কার্ডের ফটোকপি
- ব্যাংক অ্যাকাউন্ট এর ফটোকপি ( সাথে IFSC Code থাকতে হবে)
- আপনি বর্তমান সময়ে যে ক্লাসে ধর্তি হয়েছেন, তার রসিদ
- একজন মন্ত্রীর লিখিত (এখানে আপনি যেকোনো সরকারি উচ্চপদের কর্মচারী লিখিত নিতে পারেন)
উপরের এই সামান্য কিছু ডকোমেন্স থাকলে, আপনি পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post Matric Scholarship 2023) আবেদন করতে পারবেন। এখন আপনি নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
পোস্ট মেট্রিক স্কলারশিপ কারা পাবে ?
Post Matric Scholarship Eligibility Criteria: আপনি যদি পোস্ট মেট্রিক স্কলারশিপ পেতে চান, তাহলে আপনাকে কিছু Eligibility Criteria সম্পর্কে জানতে হবে, এবং সেই Criteria গুলো যদি আপনার থাকে, তাহলে আপনি অনায়াসে Post Matric Scholarship 2023 এ আবেদন করতে পারবেন।
- আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে।
- আবেদনকারীকে ক্লাস 11 থেকে পিএইচডি (PhD) লেভেলের মধ্যে থাকতে হবে। যা রাজ্য / কেন্দ্রীয় সরকারের শিক্ষা বোর্ড় বা বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে হবে।
- আবেদনকারীর সর্বনিম্ন 50% নাম্বার থাকতে হবে, পূর্ববর্তী পরীক্ষায় ।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
এই সামান্য কিছু Criteria অনুসরণ করলেই, আপনি Post Matric Scholarship 2023 এর জন্য Eligible হয়ে যাবেন। এখন আমি কিছু জরুরী বিষয়ে আলোচনা করবো। আপনি অবশ্যই নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
পশ্চিমবঙ্গের সকল স্কলারশিপ প্রকল্প এবং আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন 👉 WB All Scholarship 2023
পোস্ট মেট্রিক স্কলারশিপ এর সুবিধা ?
Post Matric Scholarship 2023 Benefits: আমি যদি “পোস্ট মেট্রিক স্কলারশিপ এর সুবিধা” বলি, তাহলে Post Matric Scholarship 2023 এ আপনি ক্লাস 11 থেকে পিএইচডি (PhD) লেভেলের পড়াশোনা করার জন্য স্কলারশিপ পাবেন। পোস্ট মেট্রিক স্কলারশিপ এ কারা কত টাকা পাবে, এই বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।
Types of Scholarship | Class of Study | Day Scholars | Hosteller |
Pre Matric | I to V | Admission fee & tuituion fee – 0 Maintenance Allowance – 1100 | Admission fee & tuituion fee – 0 Maintenance Allowance – 0 |
Pre Matric | VI to X | Admission fee & tuituion fee – 4400 Maintenance Allowance – 1100 | Admission fee & tuituion fee – 4400 Maintenance Allowance – 6600 |
Post Matric | XI & XII | Admission fee & tuituion fee – 7700 Maintenance Allowance – 2500 | Admission fee & tuituion fee – 7700 Maintenance Allowance – 4200 |
Post Matric | XI & XII (technical & vocational courses of this level) | Admission fee & tuituion fee – 11000 Maintenance Allowance – 2500 | Admission fee & tuituion fee – 1100 Maintenance Allowance – 4200 |
Post Matric | Undergraduate & Post Graduate | Admission fee & tuituion fee – 3300 Maintenance Allowance – 3300 | Admission fee & tuituion fee – 3300 Maintenance Allowance – 6300 |
Post Matric | M.Phil & PhD | Admission fee & tuituion fee – 3300 Maintenance Allowance – 6000 | Admission fee & tuituion fee – 3300 Maintenance Allowance – 13200 |
Merit-cum-Means | Medical Engineering, Management, Law, CA etc. courses | Admission fee & tuituion fee – 22000 Maintenance Allowance – 5500 | Admission fee & tuituion fee – 22000 Maintenance Allowance – 11000 |
পোস্ট মেট্রিক স্কলারশিপ জরুরী সর্ত ?
Post Matric Scholarship 2023 Apply করার আগে, আপনাকে Post Matric Scholarship 2023 এর Terms and Conditions অনুসরণ করতে হবে। আমি নিচে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
- পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post Matric Scholarship 2023) এর টাকা সরাসরি ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
- এই Post Matric Scholarship 2023 Apply করার আগে, আপনার attendance সম্পুর্ন থাকতে হবে। আপনি যদি ছুটি করে করে পড়াশোনা করেন, তাহলে আপনি পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post Matric Scholarship 2023) পাবেন না।
- এই স্কলারশিপে আবেদন করার পর, আপনি আর অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
- যেসকল শিক্ষার্থীরা বাইরে থেকে পড়াশোনা বা কোর্স করছে, তারা এই পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post Matric Scholarship 2023) আবেদন করতে পাবেন না।
- একটা মোবাইল নাম্বার দিয়ে সর্বচ্চো দুইটা আবেদন করা যাবে।
পোস্ট মেট্রিক স্কলারশিপ আবেদন প্রক্রিয়া ?
Post Matric Scholarship 2023 Apply Prosess: পোস্ট মেট্রিক স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে অনলাইন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমি নিচে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট উল্লেখ করেছি, আপনি অবশ্যই নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম আপনাকে WB Post Matric Scholarship এর Official Website আসতে হবে ।
- এখানে আসার পর, আপনার সামনে Homepage চলে আসবে।
- এখানে আপনি “Student’s Career” অপশনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে নতুন পেজ খুলবে।
- এখানে আপনি “Fresh Registration” অপশনে ক্লিক করুন।
- এখানে আপনাকে নিজের জেলা সিলেক্ট করতে হবে।
- এরপর, আপনাকে নিজের Basic information বসাতে হবে।
- এখন আপনাকে Basic information ভেরিফাই করতে হবে।
- এরপর, আপনি Submit অপশনে ক্লিক করুন।
- এখন আপনাকে Eligibility Details পূরন করুন, এবং সাবমিট করুন।
- এখন আপনার User ID তৈরি হয়েগেছে। আপনি User ID এবং Password কোথাও লিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে।
- এখন আপনি User ID এবং Password দিয়ে নতুন করে লগইন করুন এবং অন্যান্য তথ্য প্রদান করুন।
- এরপর, সবকিছু ভেরিফাই করে নিন এবং Final Submit অপশনে ক্লিক করুন।
- এখন আপনি আবেদন ফর্মটার প্রিন্ট আউট করে নিন।
- এই ফর্মের সাথে জরুরী ডকুমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে, আপনার ইস্কুলে জমা করুন।
পোস্ট মেট্রিক স্কলারশিপ লগইন ?
আপনি যদি Post Matric Scholarship 2023 এ Login করতে চান, তাহলে নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম আপনাকে WB Post Matric Scholarship এর Official Website আসতে হবে ।
- এখানে আসার পর, আপনার সামনে Homepage চলে আসবে।
- এখানে আপনি “Student’s Career” অপশনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে নতুন পেজ খুলবে।
- এখানে আপনি “Registered Student’s Login” অপশনে ক্লিক করুন।
- এখানে আপনি নিজের User ID এবং Password বসিয়ে লগইন করতে পারবেন।
পোস্ট মেট্রিক স্কলারশিপ রিনুয়াল ?
Post Matric Scholarship Renewal: আপনি যদি পোস্ট মেট্রিক স্কলারশিপ রিনুয়াল করতে চান, তাহলে নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন, খুবই সাধারণ ভাবে Post Matric Scholarship Renewal করতে পারবেন।
- সর্বপ্রথম আপনাকে WB Post Matric Scholarship এর Official Website আসতে হবে ।
- এখানে আসার পর, আপনার সামনে Homepage চলে আসবে।
- এখানে আপনি “Student’s Career” অপশনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে নতুন পেজ খুলবে।
- এখানে আপনি “Renew Your Application” অপশনে ক্লিক করুন।
- এখানে আপনি নিজের জেলা সিলেক্ট করুন এবং সামান্য কিছু তথ্য পূরণ করে, আপনি পোস্ট মেট্রিক স্কলারশিপ রিনুয়াল করতে পারবেন।
- এখন সবকিছু ঠিকঠাক পূরণ করলে, সাবমিট করুন।
পোস্ট মেট্রিক স্কলারশিপ Status চেক ?
Post Matric Scholarship Status Check: আপনি যদি পোস্ট মেট্রিক স্কলারশিপ Status চেক করতে চান, তাহলে আপনি নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন। একেবারে সাধারণ উপায়ে Post Matric Scholarship Status Check করতে পারবেন।
- সর্বপ্রথম আপনাকে WB Post Matric Scholarship এর Official Website আসতে হবে ।
- এখানে আসার পর, আপনার সামনে Homepage চলে আসবে।
- এখানে আপনি “Track Your Application” অপশনে ক্লিক করুন। এরপর, আপনার সামনে নতুন পেজ খুলবে।
- এখানে আপনি নিজের জেলা সিলেক্ট করুন এবং Application I’d And মোবাইল নাম্বার বসিয়ে দিন।
- এখন আপনি Submit অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে “Application Status” চলে আসবে।
পোস্ট মেট্রিক স্কলারশিপ Contact Number
- West Bengal Minorities Development & Finance Corporation,
- Government of West Bengal
- Toll-Free Number – 18001202130
- Email ID – scholarship.wbmdfc@gmail.com
Conclusion of Post Matric Scholarship 2023
দর্শক, আজকের এই অ্যার্টিকেলে আমি Post Matric Scholarship 2023(পোস্ট মেট্রিক স্কলারশিপ) সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি। আসা করছি আপনাদের অনেক সাহায্য করবে, পোস্ট মেট্রিক স্কলারশিপ নেওয়ার জন্য।
এই অ্যার্টিকেলটি সম্পুর্ন পড়ার পর আপনার যদি একটুও ভালো লাগে তাহলে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। আমি নিচে শেয়ার করার অপশন দিয়েছি। এছাড়াও, এই অ্যার্টিকেল সম্পর্কে কিছু জানতে আমার টেলিগ্ৰাম গ্ৰুপ জয়েন করুন, লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
Importent Links Of Post Matric Scholarship
Join Post Matric Scholarship Telegram Group – Click Here
FAQs. Post Matric Scholarship 2023
Q. পোস্ট মেট্রিক স্কলারশিপ কারা পাবে ?
Answer: পোস্ট মেট্রিক স্কলারশিপ ক্লাস 11 থেকে পিএইচডি (PhD) লেভেলের পড়াশোনা করা সমস্ত শিক্ষার্থীরা পাবে। কিন্তু, ৫০% নাম্বার থাকতে হবে।
Q. পোস্ট মেট্রিক স্কলারশিপ এ কত টাকা পাওয়া যাবে ?
Answer: পোস্ট মেট্রিক স্কলারশিপ এ যে টাকা দেওয়া হবে, সেটা শিক্ষার মান হিসাবে দেওয়া হবে। এখানে সর্বনিম্ন 2000 টাকা এবং সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়।